1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

স্কুল নিয়ে দুই বছরের মিলার ভিডিও ভাইরাল

১৮ আগস্ট ২০১৭

পড়াশোনা? মোটেও না৷ স্কুলে যেতে যাদের ভালো লাগেও, তাদের ক্ষেত্রেই বেশিরভাগ সময় কারণটা থাকে বন্ধুদের সাথে খেলাধুলার সুযোগটা কাজে লাগানো৷ কিন্তু স্কুল নিয়ে মিলার মতো এতোটা বিজ্ঞ মতামত হয়তো আপনি বড় হয়েও দিতে পারবেন না৷

https://p.dw.com/p/2iRMt
ছবি: Youtube/Katie Stauffer

বাচ্চাদের মতো সৎ মানুষ খুব কমই খুঁজে পাওয়া যায়৷ নতুন কাপড়ে আপনাকে কেমন লাগছে বুঝতে পারছেন না? জিজ্ঞেস করুন কোনো এক শিশুকে, মিলে যাবে সঠিক উত্তর৷ তার মতামত আপনার পছন্দ হলো কিনা, তার ধারও শিশুরা ধারে না৷

মিলাও এমনই এক মিষ্টি বাচ্চা, যার বয়স মাত্র দু'বছর৷ তার বাবা-মা তাকে ভর্তি করিয়েছেন যুক্তরাষ্ট্রের আরিজোনার এক প্রি-স্কুলে৷ সন্তান প্রথমবারের মতো স্কুলে গেলে সব বাবা-মাই দিনশেষে জানতে চান, কেমন হলো অভিজ্ঞতা৷

অন্য সবার মতো মিলাও কিছু একটা বলে খেলায় মেতে উঠতে পারতো৷ কিন্তু মিলা তো একটু অন্যরকম৷ কারণ জানতে দেখতে হবে ইউটিউবের এই ভিডিওটি৷

রীতিমতো চুলচেরা বিশ্লেষণ করে কেন এই স্কুল তার একেবারেই পছন্দ না, জানিয়ে দিয়েছে মিলা৷ আচার-আচরণ, অঙ্গভঙ্গি দেখে বোঝার উপায়ই নেই, তার বয়স মাত্র দুই৷

মজার ব্যাপার হলো, ভিডিওর শুরুতেই মিলাকে বলতে দেখা যায় প্রি-স্কুলের বদলে সে আইন বিষয়ক কোনো স্কুলে ভর্তি হয়ে চেয়েছিল৷ কিন্তু তার বয়স মাত্র ২ হওয়ায় তাকে বাধ্য হয়েই স্কুলে ভর্তি হতে হয়৷

১১ আগস্ট, অর্থাৎ মাত্র এক সপ্তাহ আগেইইউটিউবে আপলোড করা হয়েছে এই ভিডিও৷ কিন্তু দু'বছরের বিজ্ঞ মিলাকে মানুষ এতটাই পছন্দ করেছে যে, এই এক সপ্তাহেই ভিডিওটি দেখা হয়েছে এগার লাখেরও বেশি বার৷

প্রিয় পাঠক, প্রথমবার স্কুলে আপনার অভিজ্ঞতা কী হয়েছিল? জানাতে পারেন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান