1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতকালীন অলিম্পিক

৪ ফেব্রুয়ারি ২০১৪

জার্মান অলিম্পিক স্পোর্ট ফেডারেশনের মহাপরিচালক মিশায়েল ভেস্পার সেটাকেও আকাশকুসুম মনে করেন না৷ অপরদিকে জার্মান স্কি দৌড়বীর ফেলিক্স নয়রয়টার পুনরায় সোচির অলিম্পিকে বিপুল অর্থব্যয়ের সমালোচনা করেছেন৷

https://p.dw.com/p/1B1xK
ছবি: KIRILL KUDRYAVTSEV/AFP/Getty Images

২০১০ সালে ক্যানাডার ভ্যাংকুভারের শীতকালীন অলিম্পিকে জার্মান দল শুধু আমন্ত্রণকর্তা ক্যানাডার চেয়ে কম পদক জিতেছিল৷ তার চার বছর আগে তুরিনে জার্মান দল বাস্তবিক শীতকালীন অলিম্পিকে পদকের তালিকার শীর্ষে ছিল৷ কাজেই এবার মিশায়েল ভেস্পার সোচিতে জার্মানির ‘‘৩০টি পদকের একটি বেশি'' জেতাকে বাস্তবসম্মত লক্ষ্য বলেই গণ্য করছেন৷

অপরদিকে পেশাদারি খেলাধুলায় আজ বিভিন্ন দেশ বিপুল পরিমাণ অর্থ বিনিয়োগ করে থাকে৷ সোচিতেও রাশিয়া, ক্যানাডা, নরওয়ে প্রমুখ দেশ পদকের তালিকার শীর্ষে স্থান নেওয়ার চেষ্টা করবে৷ সোচির অলিম্পিকে ১২টি নতুন প্রতিযোগিতা থাকছে৷ এমনকি আন্তর্জাতিক মানের কোচ নিয়োগ নিয়েও বিভিন্ন দেশের মধ্যে টানাপোড়েন চলে৷ সব ক্ষেত্রেই অর্থের একটা ভূমিকা রয়েছে – এবং জার্মানিতে সর্বোচ্চ পর্যায়ের প্রতিযোগিতামূলক খেলাধুলার জন্য অর্থসংস্থান সম্প্রতি খুব একটা বাড়েনি৷ এ সবই মিশায়েল ভেস্পার জানেন এবং জার্মান ডিপিএ সংবাদ সংস্থার সাক্ষাৎকারে উল্লেখও করেছেন৷

Deutsches Haus Sotschi 2014 PK Vesper
জার্মান অলিম্পিক স্পোর্ট ফেডারেশনের মহাপরিচালক মিশায়েল ভেস্পারছবি: picture-alliance/dpa

ওদিকে অ্যালপাইন স্কি-তে জার্মানির সোনা জেতার আশা ফেলিক্স নয়রয়টার আবার সোচিতে শীতকালীন অলিম্পিক আয়োজনের অথবা তার ‘‘আজগুবি'' ৪০ বিলিয়ন ইউরো খরচের সমালোচনা করেছেন৷ স্লালোম এবং জায়ান্ট স্লালোম-এ জার্মানির টপ হোপ ২৯ বছর বয়সি নয়রয়টার বলেছেন, ‘‘আমার মতে সোচি, পিয়ংচাং-কে ২০১৮ সালের অলিম্পিক এবং কাতারকে ফুটবল বিশ্বকাপ দেওয়ার প্রবণতা সঠিক পন্থা নয়৷''

নরওয়ের লিলেহ্যামারে ১৯৯৪ সালের শীতকালীন অলিম্পিক্স আজও অনেকের কাছে অন্তরঙ্গ পরিবেশে আন্তরিক খেলাধুলার একটা ভাবমূর্তি হয়ে রয়েছে৷ ২৩ হাজার মানুষের একটা ছোট্ট শহর ছিল লিলেহ্যামার৷ ১৯৯৪ সালের গোটা অলিম্পিকের বাজেট ছিল ১ দশমিক ৭ বিলিয়ন ডয়েচমার্ক৷ নতুন স্টেডিয়াম ইত্যাদি তৈরির জন্য মোট খরচ করা হয়েছিল ৩০০ মিলিয়ন মার্ক৷ এবার সোচিকে ককেশাসের ক্রাসনাইয়া পলিয়ানার স্কি ঢালগুলোর সঙ্গে যুক্ত করার জন্য যে মোটরওয়ে তৈরি করা হয়েছে, শুধু তারই খরচা পড়েছে – কিলোমিটার প্রতি – ২০০ মিলিয়ন ইউরো!

কৃষ্ণসাগরের উপকূলে শীত খুব বেশি পড়ে না, তাই শীতকালীন অলিম্পিক্সের জন্য বরফ জমা করে রাখতেই খরচ পড়েছে আট মিলিয়ন ইউরো৷

এসি/ডিজি (ডিপিএ, এসআইডি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য