1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সিসেম স্ট্রীট’ ভিডিও গেমস বাজারে আনছে ওয়ার্নার ব্রাদার্স

১৪ জানুয়ারি ২০১০

ওয়ার্নার ব্রাদার্স ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট বাজারে ছাড়তে যাচ্ছে ‘সিসেম স্ট্রীট’ শিশু সিরিয়ালের ভিডিও গেমস৷ চুক্তি হয়েছে সিরিয়ালের প্রযোজক সিসেম ওয়ার্কশপের সঙ্গে৷

https://p.dw.com/p/LVTO
মাপেট’দের সঙ্গে জাতিসংঘের সাবেক মহাসচিব কোফি আন্নানছবি: AP

‘সিসেম স্ট্রীট’ পাপেট সিরিজ টিভি’র পর্দায় দেখেনি এমন বাচ্চা খুঁজে পাওয়া আজকের যুগে কঠিন৷ এই বিশ্ববিখ্যাত শিক্ষামূলক টিভি শোতে বিভিন্ন পুতুল চরিত্র প্রজন্মের পর প্রজন্ম ধরে শিশুদেরকে পড়া, লেখা, গননার মত প্রাথমিক বিষয়গুলো শিখিয়েছে৷ ১৯৬৯ সাল থেকে মাপেট শো নামে সুপরিচিত এই শিক্ষামূলক সিরিজের প্রচার শুরু৷ গত বছর এ সিরিজটির চল্লিশ বছর পার হয়ে গেছে৷ জন্মজয়ন্তীর উৎসবে উপস্থিত ছিলেন খোদ মার্কিন ফার্স্ট লেডি মিশেল ওবামা৷

এবার ‘সিসেম স্ট্রীট’ সিরিজের ওপর ভিত্তি করে ভিডিও গেমস তৈরি ও তা প্রকাশের জন্য ওয়ার্নার ব্রাদার্স ইন্টারেক্টিভ এন্টারটেইনমেন্ট সিরিজের প্রযোজক সিসেম ওয়ার্কশপের সাথে একটি চুক্তি করেছে৷ সিসেম ওর্য়াকশপ একটি অলাভজনক শিক্ষামূলক সংগঠন৷ এ সংগঠনটি ১৪০টি দেশে শিক্ষামূলক টিভি সিরিজ ‘সিসেম স্ট্রীট’ প্রচার করে আসছে৷ ৪০ বছর ধরে প্রচারিত মূল সিরিজটির ওপর ভিত্তি করেই তৈরি করা হবে এ ভিডিও গেমস৷ উপস্থিত থাকবে যথারীতি সেই অতি পরিচিত চরিত্রগুলে - বিগ বার্ড, এলমো, কুকি মন্সটার, গ্রোভার এবং তাদের প্রতিবেশী বন্ধুরা৷ তবে এই গেমগুলো ঠিক কবে বাজারে আসছে তা জানানো হয়নি৷

এদিকে, ‘সিসেম স্ট্রীট’ এবং ‘সিটকম ২২৭’ শো’এর বহুলখ্যাত অভিনেত্রী ৬৩ বছর বয়সি এলাইনা রিড-এমিনি মারা গেছেন৷ সিরিজ দু’টিতে দীর্ঘ দিন ধরে অভিনয় করেছেন বিখ্যাত এই তারকা এবং টিভি অভিনেত্রী৷

এমিনি দুই বছর ধরে ব্রেস্ট ক্যান্সারে ভুগছিলেন৷ গত বৃহস্পতিবার সেন্ট জন্স হেলথ সেন্টারে তিনি মারা যান৷ এমিনির মঞ্চে অভিনীত নাটকের মধ্যে ‘শিকাগো’ এবং ‘হেয়ার’ অন্যতম৷ এছাড়া তিনি বেশ কিছু ছবিতেও অভিনয় করেন৷ এমিনি অভিনীত ছবিগুলোর মধ্যে ‘ক্রুয়েল ইন্টেনশন’, ‘ডেথ বিকামস হার’ এবং টিভি শো-র মধ্যে রয়েছে ‘দ্যি ড্রু ক্যারি শো’ এবং ‘এলি ম্যাকবিল’৷

প্রতিবেদন: আসফারা হক

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক