1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিরিয়ায় শেষকৃত্যের মিছিলে নিরাপত্তা বাহিনীর গুলিবর্ষণ

২৩ এপ্রিল ২০১১

সিরিয়ার শোকাহত মানুষের ওপর শনিবার গুলিবর্ষণ করেছে নিরাপত্তা বাহিনী৷ এতে অন্তত ৮ জন প্রাণ হারিয়েছে৷ শুক্রবারের নিহতদের শেষকৃত্যে মানুষের যোগদান প্রতিহত করতেই গুলিবর্ষণ করা হয়েছে বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন৷

https://p.dw.com/p/112wt
নিহতদের দাফন অনুষ্ঠানে জনতার ঢলছবি: dapd

শুধু নিরাপত্তা বাহিনী নয়, শোকাহত মানুষের শেষকৃত্য মিছিলে স্নাইপাররাও গুলি বর্ষণ করেছে৷ রাজধানীর শহরতলী দউমাতে স্নাইপারদের গুলিতে অন্তত ৩ জনের প্রাণ হারানোর খবর পাওয়া গেছে৷ এই সব ঘটনা ঘটেছে শুক্রবারে নিহত প্রায় ৯০ জনের শেষকৃত্য অনুষ্ঠানে যোগদানরত সাধারণ মানুষের ওপরে৷ এই নিয়ে শুক্রবার থেকে এই পর্যন্ত নিহতের সংখ্যা ১ শ'তে পৌঁছে গেছে৷ তবে শেষকৃত্য শেষ হবার পরে বিক্ষোভ আবারো দানা বাঁধবে এবং সহিংসতাও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে৷

প্রত্যক্ষদর্শী একজন মানবাধিকার কর্মী এএফপিকে টেলিফোনে জানিয়েছেন, শেষকৃত্য মিছিল কবরস্থানে যাবার পথে রাজধানীর শহরতলী দউমাতে ভবনের ছাদের ওপর থেকে বন্দুকধারীরা মিছিলের ওপরে গুলি ছোড়ে৷ দউমার একটি মসজিদ থেকে শেষকৃত্য মিছিলে অংশ নেন লাখ লাখ মানুষ৷

এছাড়া দক্ষিণাঞ্চলীয় শহর ইজরাতেও, সাধারণ মানুষের শেষকৃত্যে যোগদান প্রতিহত করতে সিরিয়ার নিরাপত্তা বাহিনী শোকাহত মানুষের ওপরকে গুলিবর্ষণ করেছে৷ এই খবর রয়টার্সকে জানিয়েছেন একজন প্রত্যক্ষদর্শী৷

Syria.jpg
বিক্ষোভকারীদের একাংশছবি: AP

রাজনৈতিক মুক্তি এবং দুর্নীতি অবসানের দাবিতে সিরিয়ার সর্বত্র সরকার বিরোধী বিক্ষোভে ফেটে পড়েছে মানুষ৷ সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদ তাঁর ১১ বছরের শাসনামলের সবচেয়ে খারাপ সময়ের মুখোমুখি হয়েছেন৷ দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর দিরাতে গত ১৮-ই মার্চ শুরু হওয়া বিক্ষোভ প্রতিবাদে এই পর্যন্ত ৩ শতাধিক মানুষ প্রাণ হারিয়েছেন বলে মানবাধিকার কর্মীরা বলছেন৷

এদিকে সিরিয়ার সরকার বিরোধী বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর গুলিতে শুক্রবার প্রায় ৯০ জনের মৃত্যুর ঘটনায় বিশ্বব্যাপী তীব্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে৷ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র ও ফ্রান্স৷ বিক্ষোভকারীদের ওপর দমন-পীড়ন এখনই বন্ধ করতে হবে বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা৷ শুক্রবারের সহিংসতার নিন্দা জানিয়ে ওবামা সিরিয়ার প্রেসিডেন্ট আসাদকে ইরানের সাহায্যপ্রার্থী বলে অভিযুক্ত করেছেন৷

এক বিবৃতিতে ওবামা বলেন, ‘‘বিক্ষোভ দমনে বর্বরোচিত সহিংসতা এখনই বন্ধ হওয়া দরকার''৷ তিনি বলেন,‘‘নিজ দেশের জনগণের কথা শোনার চেষ্টা না করে প্রেসিডেন্ট আসাদ অন্য দেশকে দোষারোপ করছেন৷ সিরিয়ার গণজাগরণ দমাতে ইরানের সাহায্য নেওয়ার চেষ্টা করছেন, যারা বর্বরোচিত পন্থায় নিজ দেশে গণজাগরণ দমন করেছিল''৷

প্রতিবেদন: ফাহমিদা সুলতানা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই