1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সিরিয়ায় ইরানের কাঠামোতে হামলা’

১০ মে ২০১৮

ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী আভিগডর লিবারমান বৃহস্পতিবার জানান, তাঁর দেশ গতরাতে সিরিয়ায় থাকা ‘ইরানের প্রায় সব কাঠামো’-তে আঘাত হেনেছে৷ এটি ইরানের হামলার জবাব বলে দাবি তাঁর৷

https://p.dw.com/p/2xTjI
ছবি: picture-alliance/AP Photo/Syrian Central Military Media

ইরানকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘‘তাদের মনে রাখতে হবে, যদি তারা আমাদের উপর বৃষ্টি বর্ষণ করে, আমরা তাদের উপর ঝড় বইয়ে দিব৷ আশা করছি, এই অধ্যায় শেষ হয়েছে এবং সবাই বুঝতে পেরেছে৷''

বুধবার দিবাগত মধ্যরাতের পর ইরান ইসরায়েল অধিকৃত গোলান হাইটস লক্ষ্য করে ২০টি রকেট ছোঁড়ে বলে অভিযোগ ইসরায়েলের৷ তবে সেগুলোর একটিও গোলান পর্যন্ত পৌঁছাতে পারেনি৷ এর মধ্যে চারটি রকেট ‘আয়রন ডোম' আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ধ্বংস করে দেয় ইসরায়েলি বাহিনী৷ 

কুদস ফোর্স নামে ইরানের রেভুলিউশনারি গার্ডের একটি অংশ ইসরায়েলের বিরুদ্ধে এই হামলার জন্য দায়ী বলে অভিযোগ ইসরায়েলি সেনাবাহিনীর মুখপাত্র জনাথন কনরিকাসের৷

ইরানের হামলার জবাবে সিরিয়ায় থাকা ইরানের কয়েক ডজন সামরিক স্থাপনা ধ্বংস করে দেয়া হয়েছে বলে জানান ঐ মুখপাত্র৷

এদিকে, লন্ডনভিত্তিক ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস' বা এসওএইচআর সিরিয়া থেকে গোলান হাইটস লক্ষ্য করে রকেট ছোঁড়ার বিষয়টি নিশ্চিত করলেও, কারা এর জন্য দায়ী তা উল্লেখ করেনি৷

উল্লেখ্য, সিরিয়া গৃহযুদ্ধে অংশ নেয়ার মাধ্যমে ইরান ও হেজবোল্লাহ সেখানে ইসরায়েলের বিরুদ্ধে একটি শক্তিশালী অবস্থান গড়ে তুলছে বলে আশঙ্কা করে ইসরায়েল৷ তাই মাঝেমধ্যেই তারা সিরিয়ায় হামলা চালিয়ে থাকে৷ গতমাসে সিরিয়ার এক বিমানঘাঁটিতে ইসরায়েলের চালানো এমনই এক হামলায় ইরানের সাত সামরিক সদস্য নিহত হয়েছে বলে দাবি ইরানের৷ ঐ ঘটনার পর ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার অঙ্গীকার করেছিল ইরান৷ 

আফ্রিকান অভিবাসীদের ফেরত পাঠাতে ইসরায়েলের উদ্যোগ

এছাড়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরান চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে সরিয়ে আনার ঘোষণা দেয়ার কয়েক ঘণ্টা পর সিরিয়ার এক সামরিক ঘাঁটিতে ইসরায়েল রকেট হামলা চালায় বলে জানিয়েছেন সিরিয়ার সরকারপন্থি এক কমান্ডার৷ এসওএইচআর বলছে, ঐ হামলায় ইরানের আট নাগরিকসহ ১৫ জন নিহত হয়েছে৷ তবে ঐ কমান্ডারের দাবি, হামলায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি৷ ইসরায়েল এই হামলার দায় স্বীকার বা প্রত্যাখ্যান কোনোটিই করেনি৷

এদিকে, মধ্যপ্রাচ্যে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল মাক্রোঁ৷ বৃহস্পতিবার এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে তাঁর কার্যালয়৷ আজই দিনের শেষে মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে জার্মান চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেলের সঙ্গে মাক্রোঁ কথা বলবেন বলেও ঐ বিবৃতিতে জানানো হয়েছে৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)