1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অস্ত্রবিরতি বাঁচাতে নতুন উদ্যোগ

৩ মে ২০১৬

সিরিয়ায় সাময়িক শান্তি ফেরাতে অস্ত্রবিরতির উদ্যোগ বার বার বিফল হচ্ছে৷ পরিস্থিতি সামলাতে চলছে মার্কিন ও রুশ কূটনৈতিক উদ্যোগ৷ এদিকে আলেপ্পো শহরের হতাহতের সংখ্যা বেড়ে চলেছে৷

https://p.dw.com/p/1IgvN
জন কেরি এবং স্তাফান দে মিস্তুরা
ছবি: Reuters/D.Balibouse

সিরিয়ায় বিবদমান গোষ্ঠীগুলির মধ্যে বোঝাপড়া কিছুতেই স্থায়ী হচ্ছে না৷ জেনিভায় আলোচনা প্রক্রিয়ায় কখনো সাফল্য দেখা গেলেও কিছুদিন পর আবার সংঘর্ষ শুরু হয়ে যাচ্ছে৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি এই অবস্থায় নতুন উদ্যোগ শুরু করেছেন৷ জাতিসংঘের বিশেষ দূত স্তাফান দে মিস্তুরা কেরি ও রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনা করছেন৷

কেরি জানিয়েছেন, অস্ত্রবিরতির উপর নজর রাখতে জেনিভায় পর্যবেক্ষকদের সংখ্যা আরও বাড়ানোর বিষয়ে রাশিয়াও সম্মতি জানিয়েছে৷ বিশেষ করে আলেপ্পো শহরে লাগাতার সংঘর্ষের ফলে সাধারণ মানুষের দুর্বিষহ অবস্থার উন্নতির জন্য চাপ বাড়ছে৷ শুধু গত এক সপ্তাহে কমপক্ষে ২৫০ জন নিহত হয়েছে বলে জানা গেছে৷ একাধিক হাসপাতালেও হামলা হয়েছে৷ কেরি এর জন্য বাশার আল-আসাদের বাহিনীকে দায়ী করেছেন৷

অ্যামেরিকা, রাশিয়া ও জাতিসংঘের সমন্বয়ের মাধ্যমে আংশিক অস্ত্রবিরতির উদ্যোগ কতটা সফল হবে, তা নিয়ে প্রশ্ন দেখা দিচ্ছে৷

অস্ত্রবিরতি নিয়ে জটিলতার অন্যতম কারণ আলেপ্পো শহরে আল-কায়েদার ঘনিষ্ঠ আল নুসরা ফ্রন্টের উপস্থিতি৷ বিশেষ করে আসাদ সরকার ও রাশিয়া তাদের বিরুদ্ধে হামলা চালিয়ে যেতে বদ্ধপরিকর৷ উল্লেখ্য, গত ২৭শে ফেব্রুয়ারি অস্ত্রবিরতি সংক্রান্ত বোঝাপড়ায় আল-নুসরাকে শরিক করা হয়নি৷

এসবি/এসিবি (এএফপি, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য