1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিঙ্গুরে অচলাবস্থা কাটাতে শুক্রবার বৈঠক

শীর্ষ বন্দ্যোপাধ্যায়৩ সেপ্টেম্বর ২০০৮

সিঙ্গুর নিয়ে অচলাবস্থা কাটাতে বৈঠক বসছে আগামী শুক্রবার৷ রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী বৈঠকটির সভাপতিত্ব করবেন বলে জানা গেছে৷ এবং এই প্রথম সব পক্ষই আশা প্রকাশ করছে, যে দু-তিন দিনের মধ্যেই সিঙ্গুর সমস্যার সমাধান হয়ে যাবে৷

https://p.dw.com/p/FAqq
সিঙ্গুরে টাটার প্রকল্প (ফাইল ফটো)ছবি: DW

শুক্রবার সকাল ১০টায় কলকাতার রাজভবনে বসবে সিঙ্গুর সংক্রান্ত বৈঠক৷ অংশ নেবেন সরকার ও বিরোধী দলের প্রতিনিধিরা৷ দুই পক্ষেরই ৫ জন করে প্রতিনিধি থাকবেন৷ বৈঠকে সভাপতিত্ব করবেন রাজ্যপাল গোপালকৃষ্ণ গান্ধী৷ মুম্বই হাইকোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি - স্যার আশুতোষ মুখোপাধ্যায়ের পৌত্র চিত্রতোষ মুখোপাধ্যায় বৈঠকে উপস্থিত থাকবেন রাজ্যপালের আইনী উপদেষ্টা হিসেবে৷ তার আগে বৃহস্পতিবার সারাদিন রাজ্যপাল সারাদিন ধরে দফায় দফায় আলোচনা করবেন সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে৷ প্রথম বৈঠকটি নির্ধারিত আছে সকাল ১০টায় - মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের সঙ্গে৷

রাজ্যপাল এদিকে টাটা শিল্পগোষ্ঠীর কর্ণধার রতন টাটার সঙ্গেও সরাসরি কথা বলেছেন৷ অনুরোধ জানিয়েছেন, সিঙ্গুর থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত এখনই যেন কার্যকর না করে টাটারা৷ রাজ্য বামফ্রন্টের পক্ষ থেকেও একই আর্জি জানানো হয়েছে - যদিও বুধবার শিল্পমন্ত্রী নিরুপম সেন বলেছেন, রাজ্য থেকে প্রকল্প সরিয়ে নিয়ে যাওয়ার কোনো কথা টাটারা এখনো সরকারকে জানায় নি৷ কিন্তু টাটারা প্রকল্প বন্ধ করার কথা ঘোষণা করার পর থেকেই উত্তেজনা ছড়িয়েছে সিঙ্গুরে৷ বুধবার সকাল থেকেই নানা জায়গায় তৃণমূল কর্মীদের আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়৷ CPI(M) ও তৃণমূল দলের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের খবর আসে রতনপুর, জয়মোল্লা, ঘনশ্যামপুর থেকে৷ টাটা প্রকল্পে মাল সরবরাহকারী ঠিকাদার সংস্থার কর্মীরা সিঙ্গুরের রাস্তা আটকে বিক্ষোভ দেখান৷ CPI(M) কর্মীরা তৃণমূল কর্মীদের উপর হামলা চালাচ্ছে বলে রাজ্যপাল এবং স্বরাষ্ট্র সচিবের কাছে নালিশ করেছেন বিরোধী দলনেতা পার্থ চট্টোপাধ্যায়৷

শিল্পনাশা রাজনীতিকে ধিক্কার জানাতে সল্টলেক সেক্টর ৫-এ বুধবার মিছিল করেন তথ্য-প্রযু্ক্তি কর্মীরা৷ ধর্ণা তুলে নেওয়ার আর্জি নিয়ে তথ্য-প্রযুক্তি কর্মীদের একটি দল সিঙ্গুরেও যায় - যদিও তাদের ধর্ণা মঞ্চের কাছেও ঘেঁষতে দেওয়া হয় নি৷ এদিকে টাটাদের হয়ে মুখ খোলায় ক্রিকেট তারকা সৌরভ গাঙ্গুলির কুশপুতুল পোড়ানো হয়েছে হাওড়ায়৷ সৌরভ বলেছিলেন, সিঙ্গুরে টাটাদের কারখানা হলে রাজ্যের ভবিষ্যত্ উজ্জ্বল৷ এই প্রকল্প যাতে হয়, তার জন্য সবারই এগিয়ে আসা উচিত৷