1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সিংহের খাঁচায় অর্বান: ইউরোপীয় সংসদে হাঙ্গেরি নিয়ে বিতর্ক

১৯ জানুয়ারি ২০১২

বুধবার স্ট্রাসবুর্গে ইইউ সংসদের বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বান'ও উপস্থিত ছিলেন, যার বিভিন্ন সংস্কার পদক্ষেপ নিয়ে ইউরোপ জুড়ে সমালোচনা ও উদ্বেগের ঢেউ উঠেছে৷

https://p.dw.com/p/13liG
Hungarian Prime Minister Victor Orban
হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানছবি: picture-alliance/dpa

বস্তুত মঙ্গলবারেই যা ঘটার ঘটে গেছে৷ ইউরোপীয় কমিশন হাঙ্গেরির বিরুদ্ধে তিনটি ক্ষেত্রে চুক্তি ভঙ্গের অভিযোগ প্রক্রিয়া শুরু করেছে৷ অর্বান সরকারের কয়েকটি সংস্কারের পরিকল্পনা হাঙ্গেরির কেন্দ্রীয় ব্যাংক, তার আইন ব্যবস্থা এবং তার তথ্য সুরক্ষা দপ্তরের স্বাধীনতাকে বিপন্ন করছে, বলে সমালোচকরা মনে করেন৷ ইউরোপীয় কমিশনও শুধুমাত্র এই তিনটি বিষয় বিবেচনা করে দেখবে৷ কিন্তু কমিশনের প্রেসিডেন্ট হোসে মানুয়েল বারোসো স্ট্রার্সবুর্গে সংসদকক্ষে দাঁড়িয়ে বলেন, এটাই হল ইইউ'এর কোনো সদস্যদেশকে নিয়ে মৌলিক বিতর্কের আসল স্থান৷ বারোসো যুগপৎ তার নিজের দৃষ্টিভঙ্গিও ব্যক্ত করেন:

‘‘আইনগত দিকগুলো ছাড়াও, হাঙ্গেরিতে গণতন্ত্রের মান, সরকার ও বিরোধীপক্ষের মধ্যে সম্পর্ক এবং সরকার ও সুশীল সমাজের মধ্যে সম্পর্ক নিয়েও দ্বিধা প্রকাশ করা হয়েছে৷ আমি হাঙ্গেরি সরকারের প্রতি গণতন্ত্র এবং স্বাধীনতার মৌলিক নীতিগুলি মেনে চলার ও প্রয়োগ করার বিশেষ আহ্বান জানাচ্ছি - এবং শুধু নিয়মাবলি হিসেবেই নয়, বরং বাস্তবে, সমাজ ও রাজনীতির দৈনন্দিন ধারায়৷''

Hungary's Prime Minister Viktor Orban, left, arrives to deliver his speech at the European Parliament in Strasbourg, eastern France, Wednesday Jan. 18, 2012
স্ট্রাসবুর্গে ইইউ সংসদের বৈঠকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর অর্বানছবি: dapd

ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্টের পক্ষে এরকম সুস্পষ্ট মতপ্রকাশ খুব গতানুগতিক নয়৷ অপরদিকে হাঙ্গেরির প্রধানমন্ত্রী অর্বান'কে কিন্তু অত্যন্ত নরম সুর নিতে দেখা যায়, যদিও এ'বছরের সূচনায় এই সংসদেই তাকে অন্য মূর্তিতে আবির্ভূত হতে দেখা গেছে৷ অর্বান বিতর্কিত আইনগুলি নিয়ে আলাপ-আলোচনার প্রতিশ্রুতি দেন৷ সব সমস্যা সহজে এবং শীঘ্র সমাধান করা সম্ভব হবে বলেও মন্তব্য করেন তিনি৷

তা'তে কমিশনের মন রাখা সম্ভব হলেও, ইউরোপীয় সংসদ অতো সহজে ভবি ভোলার নয়৷ বিশেষ করে সমাজতন্ত্রী, উদারপন্থি এবং সবুজদের সাংসদরা ওর্বান'এর নীতির তীব্র সমালোচনা করেন৷ সংসদে সমাজতন্ত্রীদের নতুন গোষ্ঠী-প্রধান, অস্ট্রিয়ার হানেস স্ভোবোদা স্মরণ করিয়ে দেন যে, ক্রোয়েশিয়া যাতে ইইউ'তে যোগদান করতে পারে, সেজন্য হাঙ্গেরি বিশেষ সচেষ্ট ছিল৷ স্ভোবোদা'র তির্যক মন্তব্য:

‘‘অর্বান সরকারের মতো সরকার নিয়ে ক্রোয়েশিয়া ইউরোপীয় ইউনিয়নে ঢুকতে পারতো না, শর্তাবলি পূরণ করতে পারতো না৷ কাজেই মিস্টার অর্বান, আপনার এখন দেখা উচিৎ যে, হাঙ্গেরি অন্তত যেন সেই শর্তাবলি পূরণ করে৷''

Demonstrators chant slogans against Hungarian Prime Minister Viktor Orban during an anti-government demonstration in Budapest, Hungary, Sunday, Oct. 23, 2011. Tens of thousands of Hungarians gathered to protest against Orban's government at the 55th anniversary of the 1956 Hungarian revolution. (Foto:Bela Szandelszky/AP/dapd)
অর্বানের বিরুদ্ধে হাঙ্গেরিতে বিক্ষোভছবি: dapd

সবুজদের গোষ্ঠী-প্রধান ডানিয়েল কন-বেন্ডিট ব্যঙ্গের পরিবর্তে রোষকেই অগ্রাধিকার দেন৷ তিনি অর্বান'কে চাভেজ কিংবা কাস্ত্রো'র সঙ্গে তুলনা করেন এবং হাঙ্গেরি সরকারের নীতিকে ইহুদি-বিদ্বেষী বলে অভিহিত করেন:

‘‘হাঙ্গেরির নতুন সংবিধানের মৌল ভাবনাটা হল অতীতের হাঙ্গেরির সংবিধান ভাবনা, যা'তে হাঙ্গেরির অনেক নাগরিকের ভয় থাকতে পারে৷ আপনাদের যদি সংখ্যাগরিষ্ঠতাও থাকে, মিস্টার অর্বান, তবুও সংখ্যালঘুদের তাদের নিজেদের দেশে নিঃশঙ্কায় বেঁচে থাকার অধিকার আছে৷''

তবে সংসদে অর্বান'এর পক্ষ সমর্থন করার মতোও কণ্ঠ ছিল, এবং তাদের সবাই যে হাঙ্গেরির সাংসদ, এমন নয়৷ এক পর্যায়ে একজন বক্তা এনিয়ে মন্তব্য করেছেন যে, বিতর্কটা ক্রমেই যেন বামপন্থি এবং রক্ষণশীলদের মধ্যে একটি মুক্ত সংসদীয় কাজিয়ায় পরিণত হয়েছে৷ অর্বান স্বয়ং তার চূড়ান্ত ভাষণে আবার হাওয়া গরম করেন৷ বিগত বছরে যেমন তাকে একাধিকবার করতে দেখা এবং শোনা গেছে, এবারেও তিনি তার সরকারের প্রতি বিরূপ সমালোচনাকে হাঙ্গেরির প্রতি বৈরী মনোভাবের সমতুল্য করে দেখানোর চেষ্টা করেছেন৷ অর্বান বলেন:

‘‘হাঙ্গেরি স্বাধীনতা যোদ্ধাদের দেশ, আজও তাই আছে এবং ভবিষ্যতেও তা থাকবে৷ হাজার বছরের একটি ইউরোপীয় দেশ হিসেবে আমরা সকলের কাছ থেকে সম্মান দাবি করি৷ আমরা অন্যদের প্রতি যেমন দেখাই, সেরকম ইউরোপীয় ভব্যতা দাবি করি৷ যাদের কোনোরকম সন্দেহ আছে, তারা হাঙ্গেরিতে আসুন, আমাদের সঙ্গে আলাপ-পরিচয় করুন, হাঙ্গেরির মানুষদের চিনতে শিখুন৷''

কিন্তু অর্বান বাকি যাই বলুন বা করুন, তার স্ট্রাসবুর্গে ইউরোপীয় সংসদে আসাটা অনেকটা সিংহের খাঁচায় ঢোকার মতো, এবং সেটুকু সাহস যে তিনি প্রদর্শন করেছেন, সেটা তার সমালোচকরাও স্বীকার করেছেন৷

প্রতিবেদন: ক্রিস্টফ হাসেলবাখ / অরুণ শঙ্কর চৌধুরী
সম্পাদনা: আবদুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য