1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আবারও সাইবার হামলা

২৮ জুন ২০১৭

রাশিয়ার সবচেয়ে বড় তেল কোম্পানিসহ বিশ্বের বেশ কয়েকটি বহুজাতিক কোম্পানি সাইবার হামলার শিকার হয়েছে৷ এর আগে গত মাসে তিন লক্ষেরও বেশি কম্পিউটার সাইবার হামলার শিকার হয়েছিল৷

https://p.dw.com/p/2fXb9
ছবি: picture alliance/dpa

মস্কোয় স্থানীয় সময় অনুযায়ী মঙ্গলবার দুপুর দুইটার দিকে হামলা শুরু হয়৷ এতে রাশিয়ার তেল কোম্পানি রোজনেফ্ট, ইউক্রেনের প্রধান বিমানবন্দর, জাতীয় পাওয়া গ্রিড, চেরনোবিলে দুর্ঘটনার শিকার পরমাণু বিদ্যুৎকেন্দ্রের তেজস্ক্রিয়তা পর্যবেক্ষণ ব্যবস্থাসহ দেশ দু'টির প্রায় ৮০টি কোম্পানি আক্রান্ত হয়৷

রাশিয়া ও ইউক্রেন দিয়ে শুরুর পর সাইবার হামলার পরিধি বাড়তে থাকে৷ তারপর একে একে ডেনমার্কের সমুদ্র পরিবহণ বিষয়ক কোম্পানি ম্যার্স্ক, ব্রিটিশ অ্যাডভার্টাইজিং কোম্পানি ডাব্লিউপিপি ও ক্যাডবেরি চকলেট উৎপাদনকারী প্রতিষ্ঠান মনডেলেজসহ আরও অন্যান্য কোম্পানি আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে৷ যুক্তরাষ্ট্রের কয়েকটি হাসপাতালও হামলার শিকার হয়েছে৷

ডেনমার্কের কোম্পানি ম্যার্স্কের কম্পিউটার সাইবার হামলায় আক্রান্ত হওয়ায় ভারতের সবচেয়ে বড় বন্দরের কার্যক্রম ব্যাহত হয় বলে জানা গেছে৷ ইউরোপীয় অন্যান্য কোম্পানির কম্পিউটার আক্রান্ত হওয়ায় বুধবার এশিয়া- প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে কিছু কোম্পানির কাজে বিঘ্ন ঘটেছে৷

ভাইরাসটিকে প্রাথমিকভাবে ‘পেটিয়া’ বা ‘গোল্ডেনআই’ নামে ডাকা হচ্ছে৷ এটি একটি ব়্যানসামওয়্যার৷ অর্থাৎ হ্যাকাররা একটি কোড ব্যবহার করে কোনো কম্পিউটার লক করে দিয়ে তার ব্যবহারকারীর কাছে বিটকয়েনের মাধ্যমে অর্থ দাবি করে৷ ফলে ব্যবহারকারী তাঁর কম্পিউটারে প্রবেশ করতে পারেন না৷ তবে দাবি করা অর্থ দিলে হ্যাকাররা তখন সেই লক খোলার পদ্ধতি জানিয়ে দেয়৷ এই ভাইরাসে ‘ইটারনাল ব্লু’ নামে একটি কোড ব্যবহার করা হয়েছে, যেটি যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা সংস্থা এনএসএ-র কাছ থেকে চুরি হয়েছে বলে সাইবার নিরাপত্তা বিষয়ক বিশেষজ্ঞরা মনে করেন৷

এর আগে গত মাসে সারা বিশ্বের তিন লক্ষেরও বেশি কম্পিউটার ‘ওয়ানাক্রাই’ নামে একটি সাইবার হামলার শিকার হয়েছিল৷ সেই সময় মাইক্রোসফট তাদের উইন্ডোজ অপারেটিং সিস্টেমের জন্য একটি নিরাপত্তা প্যাচ রিলিজ করেছিল৷ সেই প্যাচ বর্তমান হামলার হাত থেকেও কম্পিউটারকে রক্ষা করার কথা৷

একের পর এক সাইবার হামলার কারণে কোম্পানিগুলো নিরাপত্তার দিকে নজর দেয়ায় সাইবার সিকিউরিটি মার্কেটের পরিধি বাড়ছে৷ চলতি বছর এই বাজারের মূল্য ১২০ বিলিয়ন ডলার হওয়ার কথা৷ এক দশক আগের তুলনায় পরিমাণটি প্রায় ৩০ গুন বেশি৷

জেডএইচ/এসিবি (রয়টার্স, এএফপি, ডিপিএ, এপি)