1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

মুছে ফেলতে হবে নগ্ন ছবি

বেন নাইট/জেডএইচ২৬ ডিসেম্বর ২০১৫

এখন থেকে জার্মানিতে কারও সঙ্গে ভালোবাসার সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পর যে কেউ তাঁর সাবেক সঙ্গীকে তাঁদের নগ্ন ছবি মুছে ফেলার অনুরোধ করতে পারবে৷ এই অনুরোধের পর সেই সঙ্গীকে অবশ্যই সেটা মানতে হবে৷

https://p.dw.com/p/1HTa5
Symbolbild Internet Porno
ছবি: picture-alliance/dpa

গত অক্টোবরে জার্মানির কোবলেন্স শহরের আদালত এই রায় দেয়৷ গত সোমবার (২১ ডিসেম্বর) সেই রায় বহাল রাখার কথা জানায় জার্মানির সর্বোচ্চ আপিল আদালত ‘বুন্ডেসগেরিষ্টসহোফ' (বিজিএইচ)৷

এক নারী তাঁর সাবেক সঙ্গী এক ফটোগ্রাফারের সঙ্গে সম্পর্কে জড়ানোর পর, ঐ সঙ্গীকে তাঁর নগ্ন ছবি তোলার অনুমতি দিয়েছিলেন৷ এরপর দু'জনের মধ্যে যৌনমিলনের আগে ও পরে বেশ কিছু ছবি তোলা হয়৷ এছাড়া ঐ নারী নিজেও নিজের নগ্ন ছবি তুলে সেগুলো ঐ ফটোগ্রাফার সঙ্গীকে দিয়েছিলেন৷

Deutschland BGH urteilt im Implantaten Prozess
জার্মানির সর্বোচ্চ আপিল আদালতছবি: picture-alliance/dpa/U. Deck

আদালত বলেছে, যদিও ঐ নারী ছবিগুলো তোলার অনুমতি দিয়েছিলেন, কিন্তু যেহেতু সেগুলো ‘শুধু ব্যক্তিগত ব্যবহারের জন্য তোলা হয়েছিল, কোথাও প্রকাশ কিংবা প্রচারের জন্য নয়', তাই ছবিগুলো নিজের কাছে রাখার অধিকার নেই ঐ ফটোগ্রাফারের৷ সাবেক সঙ্গীকে নিজেদের নগ্ন ছবি মুছে ফেলতে বাধ্য করার অধিকার নাগরিকদের রয়েছে বলে জানায় বিজিএইচ৷

তবে ঐ ফটোগ্রাফার তাঁর সাবেক সঙ্গীর সব ছবি মুছে ফেলতে বাধ্য হবেন না৷ বিশেষ করে ঘুরতে যাওয়ার সময় পোশাক পরা অবস্থায় যে ছবিগুলো আছে সেগুলো চাইলে রেখে দিতে পারবেন তিনি৷ কারণ আদালত মনে করছে, ঐ ছবিগুলো ‘কম ক্ষতিকর'৷ মুছে ফেলতে হবে এমন ছবির সংজ্ঞাও ঠিক করে দিয়েছে আদালত৷ এগুলো হচ্ছে, সেই ছবিগুলো যেখানে ঐ নারীকে পুরো নগ্ন কিংবা অর্ধনগ্ন দেখাচ্ছে, যে ছবিগুলোতে ঐ নারীর শরীরের গোপন অংশ দেখা যাচ্ছে এবং যৌনমিলনের আগে ও পরের ছবি৷

এই রায়কে স্বাগত জানিয়েছেন জার্মানির আইনজীবীরা৷ তাঁদের একজন ক্রিস্টিয়ান সলমেকে৷ তিনি ব্যক্তিগত অধিকার সম্বলিত আইনগুলো লড়ে থাকেন৷ তিনি বলেন, এই রায়ের ফলে ‘রিভেঞ্জ পর্নো' বিষয়ক মামলাগুলো লড়তেও সহজ হবে৷

বন্ধুরা, জার্মান আদালতের এই রায়কে কি আপনি সমর্থন করেন? উত্তর দিন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান