সাগর-রুনি হত্যার তদন্ত বিষয়ে পাঠকদের প্রতিক্রিয়া | পাঠক ভাবনা | DW | 11.02.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

সাগর-রুনি হত্যার তদন্ত বিষয়ে পাঠকদের প্রতিক্রিয়া

সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যার দুই বছর হয়ে গেছে৷ রুনির ভাই নওশের রোমান ডয়চে ভেলেকে বলেছেন, তাঁরা জানেন না তদন্তের নামে এখন কী হচ্ছে৷ তদন্তকারীরা নাকি দীর্ঘদিন ধরে তাঁদের সঙ্গে যোগাযোগও রাখছেন না৷

Bildergalerie Bangladesch Andenken an den Mord an Sagar Sarowar und Meherun Runi

সাগর-রুনির হত্যাকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

ডয়চে ভেলের এ সংক্রান্ত প্রতিবেদনটি ফেসবুক পেজে শেয়ার করলে পাঠকরা সেখানে মন্তব্য করেন৷ নাঈম খান মনে করেন তদন্তের এই অবস্থার জন্য সরকার দায়ী৷ বিধান চন্দ্র স্যান্যাল লিখেছেন, ‘‘হায়রে বিচার ব্যবস্থা! বিচারের বাণী নীরবে নিভৃতে কাঁদে৷'' ইমন শেখের বক্তব্য, ‘‘নিজেদের বিচার কি নিজেরা করে?'' আর সায়েম উদ্দিন মাহি মনে করেন, ‘‘... এটিএন মাহফুজকে অ্যারেস্ট করেন সব তথ্য বেরিয়ে আসবে৷''

এদিকে, ঢাকার দৃক গ্যালারিতে সোমবার থেকে শুরু হয়েছে ‘ক্রাইম সিন, ডু নট ক্রস' শীর্ষক একটি আলোকচিত্র প্রদর্শনী৷ সেখানে উপস্থিত সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ‘‘যদি চেষ্টা করেও সাগর-রুনির হত্যাকারীদের চিহ্নিত করা না যেত, তাহলে আপশোস থাকতো না৷ কিন্তু এখানে অবহেলা করা হয়েছে৷ ইচ্ছাকৃতভাবে তদন্তকে বাধাগ্রস্ত করা হয়েছে৷ ডয়চে ভেলের ফেসবুক পাতায় সৈয়দা রিজওয়ানা হাসানের এই মন্তব্য দিয়ে একটি প্রতিবেদন শেয়ার করা হয়৷ তার নীচে পাঠক জাকির হোসেন লিখেছেন, ‘‘আমাদের জীবনের কি কোন মূল্য নেই...?'' ওয়ালিউজ্জামান নাহিদের মন্তব্য, ‘‘গণতান্ত্রিক রাষ্ট্রে অগণতান্ত্রিক শাসন ব্যবস্থা৷ স্বাধীন হয়েও পরাধীনতায় ভুগছে দেশবাসী৷ যদি তাই না হবে তবে কেন দেশে আজ যথাযোগ্য বিচার ব্যবস্থা নেই৷ আজ সেটাও পরাধীনতায় ভুগছে৷'' আল হাদী মাহবুব মনে করছেন, ‘‘সব নাটক৷'' মো: এনাদের প্রশ্ন, ‘‘যারা এর সাথে জড়িত তারা কি মানুষ?''

সংকলন: জাহিদুল হক

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন