1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাগর-রুনি হত্যাকাণ্ড

২২ মার্চ ২০১২

সাংবাদিক দম্পতি সাগর সরওয়ার-মেহেরুন রুনি হত্যাকাণ্ডের তদন্ত অগ্রগতি রিপোর্ট আদালতে জমা দেয়া হলেও, বিচারকের অনুপস্থিতির কারণে তা উপস্থাপন করা হয়নি৷ রিপোর্টে কী আছে তা জানার জন্য অপেক্ষা করতে হবে ৮ই এপ্রিল পর্যন্ত৷

https://p.dw.com/p/14P7k
ছবি: Harun Ur Rashid Swapan

অবশেষে হাইকোর্টের দ্বিতীয় দফা নির্দেশের পর, বৃহস্পতিবার ঢাকা মহানগর গোয়েন্দা বিভাগ এবং পুলিশের আইজি সাগর-রুনি সাংবাদিক দম্পতি হত্যাকাণ্ডের ব্যাপারে দু'টি তদন্ত রিপোর্ট জমা দিয়েছে আদালতে৷ যা জানান, ডেপুটি এটর্নি জেনারেল এবিএম আলতাফ হোসন৷ তিনি জানান, সকাল ১০টার দিকে রিপোর্ট তাঁদের হাতে পৌঁছে দেয়া হয়৷

কিন্তু একজন বিচারক ছুটিতে থাকায়, রিপোর্টটি আজ আদালতে উপস্থাপন করা যায়নি৷ আর ২৫শে মার্চ থেকে হাইকোর্টে দু'সপ্তাহের অবকাশ শুরু হবে৷ হাইকোর্টে আবার কাজকর্ম শুরু হবে ৮ই এপ্রিল থেকে৷ ডেপুটি এটর্নি জেনারেল জানান, ঐ দিনই রিপোর্ট দু'টি আদালতে উপস্থাপন করা হবে৷ তিনি জানান, আদলতে উপস্থাপনের আগে এই রিপোর্ট সম্পর্কে কোন তথ্য দেয়ার বিধান নেই৷ তাছাড়া, আদালতই ঠিক করবে রিপোর্টের কোন তথ্য সংসবাদ মাধ্যমে প্রকাশ করা হবে কিনা৷

DW Redakteur Sagar Sarowar Dhaka
সাগর-রুনির সঙ্গে তাঁদের একমাত্র সন্তান মেঘ...ছবি: DW

হাইকোর্ট দু'সপ্তাহের মধ্যে তদন্ত অগ্রগতি রিপোর্ট দেয়ার জন্য তদন্তকারীদের প্রথম দফা নির্দেশ দেন গত ২৮শে ফেব্রুয়ারি৷ এই সময়ের মধ্যে রিপোর্ট জমা দিতে ব্যর্থ হওয়ায়, গত ২০শে মার্চ দ্বিতীয় দফা নির্দেশে আজকের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়৷ পুলিশ আজ তদন্ত রিপোর্ট দিলেও তাতে কী আছে - তা নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে রাজি হয়নি৷

গত ১১ই ফেব্রুয়ারি ভোর রাতে সাগর-রুনি সাংবাদিক দম্পতিকে তাদের ঢাকার বাসায় হত্যা করা হয়৷ এরপর একমাসেরও বেশি সময় কেটে গেছে৷ কিন্তু হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত কেউ এখনো গ্রেফতার হয়নি৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য