1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাকা চৌধুরীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেছে পুলিশ

১৭ ডিসেম্বর ২০১০

বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরী ওরফে সাকা চৌধুরীকে গ্রেফতারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে অর্ধদিবস নয়, সকাল সন্ধ্যা হরতাল আহ্বান করেছে বিএনপি৷ তাকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করছে পুলিশ৷

https://p.dw.com/p/QeUb
বিএনপি নেতা সালাউদ্দিন কাদের চৌধুরীছবি: Harun Ur Rashid Swapan

সালাউদ্দিন কাদের চৌধুরীকে হরতালের সময় বাসে পেট্রোল বোমা ছুড়ে বাস যাত্রী ফারুক হত্যা মামলায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে৷ মহানগর গোয়েন্দা বিভাগের উপ কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, হত্যাকাণ্ডের পরিকল্পনাসহ নাশকতার পরিকল্পনায় আরো কারা জড়িত তা তার কাছে জানতে চাওয়া হচ্ছে৷ ৫ দিনের রিমান্ডের প্রথম দিনের জিজ্ঞাসাবাদে সাকা চৌধুরী গুরুত্বপূর্ণ কিছু তথ্য এবং ব্যক্তির নাম প্রকাশ করেছেন বলে জানানো হয়েছে৷ তাদের গ্রেফতারে অভিযান চালানোর কথা বলেন গোয়েন্দা কর্মকর্তা৷

গ্রেফতারের পর এবং রিমান্ডে নিয়ে সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতনের অভিযোগ অস্বীকার করেন উপ কমিশনার মনিরুল ইসলাম৷ তিনি বলেন শারীরিকভাবে সুস্থ আছেন বলেই আদালত তার রিমান্ড মঞ্জুর করেছেন৷ তাকে রিমান্ডের আইন কানুন এবং মানবাধিকারের বিষয়টি মাথায় রেখেই জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে তিনি জানান৷

অন্যদিকে বিএনপি মহাসচিব খন্দকার দেলোয়ার হোসেন শুক্রবার এক সংবাদ সম্মেলনে আবারো সালাউদ্দিন কাদের চৌধুরীকে নির্যাতনের অভিযোগ করছেন৷ তিনি জানান, তাকে গ্রেফতারের প্রতিবাদে রোববার চট্টগ্রামে আধা বেলার পরিবর্তে পূর্ণ দিবস হরতাল পালন করবে বিএনপি৷ কেন্দ্রীয়ভাবে বিএনপি রোববার ঢাকায় প্রতিবাদ সমাবেশ এবং সোমবার বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিবাদ সমাবেশ করবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক