1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সাইবার অপরাধ বাড়ছে জার্মানিতে

১১ সেপ্টেম্বর ২০১০

ভাইরাস প্রোগ্রাম, তথ্য চুরি এবং ক্রেডিট কার্ড প্রতারণা-এই বিষয়গুলি জার্মানিতে ক্রমশ: বেড়ে চলছে৷ জার্মান ইনফরমেশন টেকনোলজি ট্রেড গ্রুপ-বিটকম এবং ফেডারেল ক্রিমিনাল পুলিশ গ্রুপের একটি সমীক্ষায় এ বিষয়টি উঠে এসেছে৷

https://p.dw.com/p/P9c7
ছবি: AP

সমীক্ষা পরিচালনাকারী গ্রুপ দু'টি বলছে, এ বছরের শেষ নাগাদ প্রায় পাঁচ হাজার সাইবার অপরাধ ঘটবে জার্মানিতে৷ নতুন এই সমীক্ষার আরও দাবি, শুধুমাত্র প্রথাগত অপরাধই নয়, জাল ওয়েব সাইট তৈরি করে তার মাধ্যমে অর্থ উপার্জনের প্রবণতাও বেশ বাড়তির দিকেই যাবে৷ বলা হচ্ছে, গত বছরের তুলনায় এই অপরাধ শতকরা সত্তর ভাগ বেড়ে গেছে৷

প্রতিটি সাইবার অপরাধের কারণে প্রায় সাড়ে তিনহাজার ইউরো ক্ষতি হচ্ছে, বলছে সমীক্ষা৷ এভাবে পুরো দেশের সাইবার অপরাধের কারণে ২০১০ এর মধ্যেই জার্মানিকে খরচ করতে হবে অতিরিক্ত সতেরো মিলিয়ন ইউরো৷

সমীক্ষার এই বিপদ সংকেত নিয়ে বিটকম এর একজন বোর্ড সদস্য বলেছেন, এই তথ্যগুলি ভ্রান্ত হতে পারে৷ সদস্যটির দাবি, সাইবার অপরাধে কাউকে ক্ষতিগ্রস্ত করাটা ততটা সহজ নয়, যতটা ফুলিয়ে ফাঁপিয়ে বলেছে এই সমীক্ষা৷ আজকাল সকলেই সব জানে৷ ইন্টারনেটের ফাঁদে আগে যে পরিমাণে মানুষ পা দিত, এখন ঠিক ততটা আর দেয় না৷ তার পরিসংখ্যানও জানিয়েছেন ওই সদস্য৷ বলছেন, জার্মান ইন্টারনেট ব্যবহারকারীদের মধ্যে দুই তৃতীয়াংশেরই একবার করে হয়ে গেছে সাইবার অপরাধের শিকার হওয়ার অভিজ্ঞতা৷ সুতরাং তারা আর একই ফাঁদে দুবার করে কেউই পা দেবে না৷

ফলে, একথাটা বোঝাই যাচ্ছে যে সেই পুরানোদিনের বাংলা প্রবাদটা খুব একটা ভুল নয়ঃ- ‘যত গর্জে তত বর্ষে না৷'

তবুও, এই সমীক্ষার গর্জন যে শেষ পর্যন্ত কোথায় যাবে, তা জানতে অপেক্ষা করা যাক এ বছরের শেষ পর্যন্ত!

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়