1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘সরকারি কর্মকর্তাদের সঙ্গে খালেদার বৈঠক’ নিয়ে উত্তপ্ত রাজনীতি

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৭ ডিসেম্বর ২০১৪

গণমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, বিএনপি চেয়ারপার্সন খালেদা জিয়া বর্তমান ও সাবেক কয়েকজন সরকারি কর্মকর্তার সঙ্গে বৃহস্পতিবার বৈঠক করেন৷ সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়ার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷

https://p.dw.com/p/1E0At
Khaleda Zia 2012
ছবি: Getty Images

বিএনপি'র পক্ষ থেকে বৈঠকের কথা অস্বীকার করা হয়েছে৷ তবে এই নিয়েই বাংলাদশের রাজনীতিতে নতুন করে উত্তাপ সৃষ্টি হয়েছে৷ চলছে বিবৃতি, পাল্টা বিবৃতি৷

সংবাদ মাধ্যম বলছে, খালেদা জিয়া বৃহস্পতিবার রাত নয়টার পরে তাঁর গুলশানের অফিসে কয়েকজন বর্তমান এবং সাবেক কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন৷ গণমাধ্যমে কর্মকর্তাদের নাম পরিচয় এবং ভিডিও ফুটেজ প্রকাশিত হলেও বৈঠকে কী নিয়ে আলোচনা হয়েছে তা জানাতে পারেনি৷

শুক্রবার প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে পূর্বনির্ধারিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ওই বৈঠক নিয়ে কথা বলেন৷ তিনি জানান, ‘‘খালেদা জিয়ার সঙ্গে ওই বৈঠকে অংশ্রগহণকারীদের ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে৷'' তিনি খালেদা জিয়াকে ‘গভীর রাতের ষড়যন্ত্র' ত্যাগের পরামর্শ দেন৷

এরইমধ্যে ওই বৈঠক নিয়ে তদন্ত শুরু হয়ে গেছে৷ স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে জানিয়েছেন, ‘‘বেগম খালেদা জিয়ার সঙ্গে যেসব সরকারি কর্মকর্তা-কর্মচারী গোপন বৈঠক করেছেন তাঁদের সম্পর্কে বিস্তারিত তথ্য সরকারের কাছে রয়েছে৷ তদন্ত চলছে৷ তদন্ত শেষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে৷'' তিনি বলেন, ‘‘গোপন বৈঠক সম্বন্ধে গোয়েন্দারা আগেই জানত৷'' এক্ষেত্রে গোয়েন্দাদের কোনো ব্যর্থতা ছিল না বলে দাবি করেন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী৷

সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘‘সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে উসকানি দেয়ার মামলায় খালেদা জিয়াই হবেন প্রধান আসামি৷'' তিনি দাবি করেন, ‘‘বিএনপির এই ষড়যন্ত্র নতুন কিছু নয়৷ উত্তরায় মাহমুদুর রহমানের নেতৃত্বে ২০০৬ সালেও এমন বৈঠক হয়েছে৷'' প্রশাসনের কাছে জনগণ নিরপেক্ষ আচরণ আশা করে উল্লেখ করে এই আওয়ামী লীগ নেতা বলেন, ‘‘তাঁদেরকে তাঁদের কাজই করতে হবে৷ গভীর রাতে বৈধ সরকারকে উৎখাতে ষড়যন্ত্র করা তাঁদের কাজ নয়৷ এটি অপরাধ৷ এই অপরাধ কেবল তাঁরাই করেননি৷ সরকার উচ্ছেদের ষড়যন্ত্রে উসকানি দেওয়ার অভিযোগে এই মামলায় প্রধান আসামি হবেন খালেদা জিয়াই৷''

অন্যদিকে শনিবার ঢাকায় এক সংবাদ সম্মেলনে বিএনপি'র ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দাবি করেছেন, ‘‘খালেদা জিয়ার সঙ্গে সরকারি কর্মকর্তাদের কোনো বৈঠক হয়নি৷ ষড়যন্ত্র করে ক্ষমতায় যাওয়ার নজির বিএনপি-র নয়, বরং তা আওয়ামী লীগের৷''

বৃহস্পতিবারের বৈঠক নিয়ে গণমাধ্যমের খবরের কোনো ভিত্তি নেই দাবি করে ফখরুল বলেন, ‘‘গুলশানের কার্যালয়ে সব সময় মিটিং হয়৷ প্রতিদিন দলের উপদেষ্টারা আসেন৷ কিন্তু বৃহস্পতিবারের মিটিং নিয়ে পত্র-পত্রিকা ও গণমাধ্যমে যেসব সংবাদ বেরিয়েছে, এর কোনো সত্যতা নেই৷''

তিনি বলেন, ‘‘দেশের রাষ্ট্র্র ক্ষমতায় বসতে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার ষড়যন্ত্রের দরকার হয় না৷ তিনি রাজনীতিতে উড়ে এসে জুড়ে বসেননি৷ ষড়যন্ত্র-চক্রান্ত বরাবরই আওয়ামী লীগ করে আসছে৷''

আর বিএনপি'র স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় খালেদা জিয়া গ্রেপ্তার হতে পারেন বলে আশঙ্কা করছেন৷ তিনি দাবি করেছেন, ‘‘সরকার যেভাবে ছক তৈরি করছে তাতে যে-কোনো মুহূর্তে দেশনেত্রীকে (খালেদা জিয়া) আটক করতে পারে৷'' নেতাকর্মীদের উদ্দেশে তিনি বলেন, ‘‘যে যেখানে আছেন সেখান থেকেই প্রস্তুতি নিন৷ যাতে সময় হলেই বেরিয়ে পড়তে পারেন৷ নেত্রীর নির্দেশের অপেক্ষায় বসে থাকবেন না৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য