1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সমুদ্রতলে মাছরা পরস্পরের সঙ্গে কথা বলে

১৩ জুলাই ২০১০

সমুদ্রের নীচের জগৎটা কিন্তু ততটা শান্ত নয় যতটা আমরা মনে করি৷ জানিয়েছেন নিউজিল্যান্ডের একজন গবেষক৷ তিনি দেখতে পেয়েছেন যে, সমুদ্রতলে মাছরাও পরস্পরের সঙ্গে কথা বলতে পারে৷

https://p.dw.com/p/OHnB
ছবি: AP

মাছ বিভিন্ন রকম শব্দের মাধ্যমে নিজেদের মধ্যে যোগাযোগ করে৷ সম্প্রতি একটি পত্রিকায় অকল্যান্ড বিশ্ববিদ্যালয়ের সমুদ্র বিজ্ঞানী শাহরিমান ঘাজালি এমনটিই বলেছেন৷

নিউজিল্যান্ডের হেরাল্ড পত্রিকায় গাজালি বলেন, সব মাছ শুনতে পায়৷ কিন্তু সবাই শব্দ করতে পারেনা৷ সাঁতার কাটার উপযোগী পেশিকে কাঁপিয়ে এক ধরণের শব্দ তৈরি করে কোন কোন প্রজাতির মাছ৷ এই পেশি সংকুচিত করে ফেলতে তারা৷

আর বিভিন্ন কারণে মাছেরা একে অপরের সঙ্গে যোগাযোগ করে৷ সঙ্গীকে আকর্ষণ করতে, আক্রমণকারী মাছকে ভয় দেখাতে এবং অনেকসময় পারিপার্শ্বিক অবস্থার সঙ্গে নিজেদের খাপ খাওয়াতে মাছ কথা বলে৷

গার্নাড প্রজাতির মাছের শব্দ করার ক্ষমতা ব্যাপক৷ তারা যেন সবসময়ই কিচির মিচির করে চলেছে৷ ট্যাঙ্কের মধ্যে বিভিন্ন প্রজাতির মাছ ছেড়ে গবেষণা চালিয়েছেন ঘাজালি৷তা থেকেই তাঁর এই সিদ্ধান্ত৷৷

অন্যদিকে কড সাধারণত ডিম পাড়ার সময় ছাড়া অন্যসময় চুপচাপ থাকতেই বেশি পছন্দ করে৷ ডিম পাড়ার সময় শব্দ করার কারণ, পুরুষ আর নারী কড যাতে একই সময় ডিম পাড়তে পারে প্রজননের জন্য৷

আবার প্রবাল এলাকায় কিছু মাছ আছে যারা আক্রমণকারী মাছ অথবা সমুদ্রে নামা ডুবুরিদের সরিয়ে দেয়ার জন্য এক ধরণের শব্দ করে৷ কিন্তু তাইবলে যেকেউ তার পোষা গোল্ড ফিশের সঙ্গে কথাবলা শুরু করবে সেটা কিন্তু সম্ভব হবেনা৷ গোল্ড ফিশের শোনার ক্ষমতা অসাধারণ৷ কিন্তু অসাধারণ এই ক্ষমতা একে কথা বলতে সাহায্য করেনা৷ তারা কোনো ধরণের শব্দ করতে পারেনা, বলেন ঘাজালি৷ সম্প্রতি তিনি নিউজিল্যান্ড সমুদ্র বিজ্ঞান সমিতির সম্মেলনে এসব তথ্য দেন৷

প্রতিবেদন: জান্নাতুল ফেরদৌস

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক