1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সবাই ঐক্যবদ্ধ থেকে কঠিন সংগ্রামের প্রস্তুতি নিতে বললেন খালেদা জিয়া

৮ ডিসেম্বর ২০০৯

সবাই ঐক্যবদ্ধ থেকে আগামী দিনে কঠিন সংগ্রামের প্রস্তুতি নিতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশের প্রধান বিরোধী দল বিএনপি-র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া৷

https://p.dw.com/p/KxK3
ফাইল ফটোছবি: Mustafiz Mamun

খালেদা জিয়া বলেন, নতুন করে দুঃশাসন আজ জাতির ওপর জগদ্দল পাথরের মত চেপে বসেছে৷ কাজেই আমাদের আবারও তৈরি হতে হবে কঠিন সংগ্রামের জন্য৷ এ জন্য প্রয়োজন শুধু নিজেদের ঐক্য এবং জনগনকে পাশে পাওয়া৷ আগামী দিনে এটাই হবে আমাদের প্রধান কাজ৷ মঙ্গলবার দলের পঞ্চম কাউন্সিলের উদ্বোধনী ভাষণে তিনি এই আহ্বান জানান৷ খালেদা জিয়া বলেন, আমার অপরাধ ছিল আমি দেশের বাইরে যেতে রাজি হইনি৷ আর এ অপরাধের কারণেই আমার এবং আমার দুই পুত্রের ওপর অমানুষিক নির্যাতন চালায় ওয়ান ইলেভেনের চক্রান্তকারীরা৷

বর্ণিল আয়োজনে বঙ্গবন্ধু আন্তর্জাতিক কেন্দ্রে অনুষ্ঠিত সম্মেলনে আড়াই হাজার কাউন্সিলরসহ ২০ হাজারের মত প্রতিনিধি ও আমন্ত্রিত অতিথি অংশ নিয়েছেন৷ লন্ডনে অবস্থান করেও সম্মেলনে ভিডিও কনফারেন্সে বক্তৃতা করেছেন খালেদা জিয়ার বড় ছেলে ও বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব তারেক রহমান৷ এছাড়া বিভিন্ন দলের প্রতিনিধি ও কয়েকটি দেশের রাষ্ট্রদূতরা সম্মেলনে বক্তৃতা করেন৷ সম্মেলনের শেষ অংশে সন্ধ্যায় কমিটি গঠনের কথা রয়েছে৷ খালেদা জিয়া মঙ্গলবারই মহাসচিবের নাম ঘোষণা করবেন বলে ধারণা করছেন নেতাকর্মীরা৷

দেড় ঘন্টা স্থায়ী ভাষণে খালেদা জিয়া বিরোধী দলকে প্রাপ্য মর্যাদা ও সংসদকে কার্যকর করতে সরকারের প্রতি আহ্বান জানান৷ তিনি বলেন, বিরোধী দলকে প্রাপ্য মর্যাদা দিন, জনগণের পক্ষে কথা বলার সুযোগ দিন, অহেতুক ও মিথ্যা অভিযোগ করা থেকে বিরত থাকুন৷ দেশ ও জনগনের স্বার্থ সংশ্লিষ্ট কোন বিষয়ে গোপনে সিদ্ধান্ত না নিয়ে সংসদে আলোচনা করুন৷ আমরা সংসদকে কার্যকর করতে সহযোগিতা করব৷ এই সম্মেলনের মাধ্যমে নতুন যোগ্য, দক্ষ, গুণি নেতৃত্ব প্রতিষ্ঠার কথাও বলেন খালেদা জিয়া৷ তিনি বিএনপির ১৯ দফা কর্মসূচি বাস্তবায়নে কাজ করার জন্য দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান৷

প্রতিবেদক: সমীর কুমার দে, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক