1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সব মোবাইলের জন্য এক সাইজের চার্জার

২৩ অক্টোবর ২০০৯

ঘুরতে গিয়ে মোবাইলের চার্জার আনতে ভুলে গেছেন? আশেপাশে কেউ ব্যবহারও করছে না একই ব্র্যান্ডের মোবাইল? কি করবেন আপনি? আপাত সমাধান, মোবাইল ফোন বন্ধ করে রাখা৷ কিন্তু না, আইটিইউ বলছে দিন বদলের সময় এসেছে৷

https://p.dw.com/p/KDVB
এমন অবস্থা আর বেশিদিন থাকবে নাছবি: dpa

জাতিসংঘের টেলিকম বিষয়ক সংস্থা আইটিইউ সম্প্রতি জানিয়েছে, সব মোবাইলের জন্য একইধরণের বিদ্যুৎ সাশ্রয়ী চার্জার তৈরির বিষয়টি অনুমোদন দিয়েছে তারা৷ কাগুজে ভাষায় যাকে বলা হচ্ছে ইউনিভার্সেল চার্জিং সলিউশন বা (ইউসিএস)৷

আইটিইউ'র মতে, ভবিষ্যতের সব মোবাইলের চার্জার হবে একই ধরণের৷ যা প্রত্যেক মোবাইল ব্যবহারকারীকেই লাভবান করবে৷

আইটিইউ'র এক মুখপাত্র জানাচ্ছেন, ইতিমধ্যেই নাকি অনেক প্রতিষ্ঠান ইউসিএস এর সঙ্গে সামঞ্জস্য রেখে মোবাইল ফোনসেট প্রস্তুত শুরু করেছে৷

সংস্থাটি আরো মনে করছে, ভবিষ্যতে আর নতুন মোবাইলের সঙ্গে নতুন চার্জার কেনারও প্রয়োজন পড়বে না গ্রাহকদের৷ ফলে খরচ যেমন বাঁচবে তেমনি চার্জারের অযথা স্তুপও তৈরি হবেন না৷

অবশ্য, এই বছরের জুনেই শীর্ষস্থানীয় মোবাইল ফোনসেট নির্মাতা নোকিয়া, সনি এরিকসনসহ আরো কয়েকটি প্রতিষ্ঠান ইউরোপীয় অঞ্চলে সব মোবাইলের জন্য একইধরণের চার্জার ব্যবহারের উপযোগী সেট তৈরির ঘোষণা দেয়৷ আগামী বছরের মধ্যেই ইউরোপের বাজারে পাওয়াও যাবে তা৷

প্রসঙ্গত, সারা বিশ্বে বর্তমানে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা কমপক্ষে চার বিলিয়ন৷ নতুন ধরণের এই ফোন সেট অদূর ভবিষ্যতে মোবাইল বর্জ্য কমাতে ভূমিকা রাখবে বলেও মত বিশেষজ্ঞদের৷

প্রতিবেদক: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: আবদুস সাত্তার