1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সফরের শেষদিনে মার্কিন-ভারত সম্পর্ক নিয়ে ওবামার স্তুতি

৮ নভেম্বর ২০১০

মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা আজ মঙ্গলবার তাঁর ভারত সফরে বিশ্বের এক বৃহৎশক্তি হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করায় ভারতকে স্বাগত জানিয়ে বলেছেন, মার্কিন-ভারত সম্পর্ক আরো গভীর এবং ঘনিষ্ঠতর হবে৷

https://p.dw.com/p/Q1Qe
মনমোহন সিং’এর ভূয়সী প্রশংসা করলেন ওবামাছবি: AP

মার্কিন প্রেসিডেন্ট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন- বিশ্বশক্তি হিসেবে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্কটি বিশ্বমঞ্চে আরো সুদৃঢ় হবে৷ তাঁর এই ভারত সফরে ইতোমধ্যেই কৃষি, স্বাস্থ্য এবং জ্বালানি-শক্তি বিষয়ক বেশকিছু গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে৷

মার্কিন প্রেসিডেন্টের ৩ দিনের ভারত সফরের আজ শেষদিন৷ তিনি আজ ভারতের জাতীয় সংসদে বক্তব্য রাখবেন৷ তাঁর এই বক্তব্যের ক্ষণটির জন্য ভারত এবং তার প্রতিবেশী দেশগুলো তো বটেই সারা এশিয়াই অধীর আগ্রহে অপেক্ষা করছে৷

Obama in Indien
সাধারণ মানুষের সঙ্গেও ওবামা-দম্পতির মতবিনিময়ের যথেষ্ট সুযোগ হয়েছেছবি: AP

এদিকে কাশ্মীর নিয়ে ভারত এবং পাকিস্তানের দ্বন্দ্ব সম্পর্কে সরাসরি কোন কথা বলেন নি ওবামা৷ তিন শুধু বলেছেন, আমি বিশ্বাস করি পরস্পরের মধ্যে বিরাজমান উত্তেজনা কমানোর লক্ষ্যে এই দুইটি দেশেরই আগ্রহ রয়েছে৷ কাশ্মীর নিয়ে সৃষ্ট জটিলতার সমাধান প্রসঙ্গে তিনি আরো বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র এবিষয়ে চাইলেই কোন সমাধান বাইরে থেকে চাপিয়ে দিতে পারে না৷

ওবামা বলেছেন, বিশ্বে প্রায়শই গণতান্ত্রিক নীতি, আদর্শ এবং মানবাধিকার রক্ষায় একধরণের অবহেলা রয়েছে, যা আদতে বিভিন্ন দেশের পারস্পরিক ভুল বোঝাবুঝি এবং দ্বন্দ্বের কারণেই ঘটছে৷

এদিকে ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং বলেছেন, অংশীদার হিসেবে এ'দুটি দেশের জন্যই সমান মর্যাদা ভোগের একটি সুযোগ তৈরি হয়েছে৷ তিনি আরো বলেন, আমরা সমান অংশীদারিত্ব নিয়ে কাজ করার লক্ষ্যে দু'দেশের সম্পর্ক আরো গভীরতর করার উদ্যোগ আর প্রচেষ্টাই নিয়েছি৷

বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র এবং এশিয়ার মধ্যে বাণিজ্যিক সম্পর্কের বিস্তৃতি এবং মার্কিন বাজারের প্রসারের লক্ষ্যে ওবামা এই এশিয়া সফর কছেন এবং ইতোমধ্যেই তাঁর ৩ দিনের এই ভারত সফরে মার্কিন-ভারত বেশকিছু গুরুত্বপূর্ণ বাণিজ্যিক চুক্তিতেও তিনি স্বাক্ষর করেছেন৷

প্রতিবেদন: হুমায়ূন রেজা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক