1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অতুলনীয় সন্ধ্যা

১ জানুয়ারি ২০১৮

২৩শে ডিসেম্বর কলকাতায় সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গীতশ্রী সন্ধ্যা মুখোপাধ্যায়৷ সেদিন তাঁর সুরের জাদুতে মাতিয়েছিলেন সংগীত মেলার দর্শক-শ্রোতাদের৷ বয়সের কাছে হার মানেনি তাঁর কণ্ঠ৷ ৮৬ বছরেও তাই এত নিখুঁত৷

https://p.dw.com/p/2qB4d
Facebook Screenshot Sondha Mukhopaddhay
ছবি: Facebook/Etv News Bangla

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে শিল্পীর পাশেই বসেছিলেন৷ তাঁর অনুরোধে গীতশ্রী যখন গান শুরু করলেন ‘ঘুম ঘুম চাঁদ ঝিকিমিকি তারা...', পুরো অডিটোরিয়াম মন্ত্রমুগ্ধ৷ তিনি গাওয়ার পর অন্য শিল্পীরা জানালেন এরপর আর কোনো গান আসলে গাওয়া যায় না৷ তাঁর গলার সুরের ওঠানামায় দর্শকরা যেন কয়েক যুগ পেছনে ফিরে গেলেন৷ পুরো গানটা গাননি৷ তাতে কি! উপস্থিত প্রত্যেক শিল্পী এবং শ্রোতা বললেন তাঁর সম্মানেই সংগীত মেলার প্রথম দিনটা উৎসর্গ করা হোক৷

তাই হলো৷ মঞ্চে উপস্থিত মুখ্যমন্ত্রীসহ সব শিল্পীরা গাইলেন ‘আগুনের পরশমনি ছোঁয়াও প্রাণে...'৷

বাংলা সংগীত মেলার উদ্বোধনী অনুষ্ঠান তার পরে শেষই হয়ে যায়৷ সেদিনের উদ্বোধনী অনুষ্ঠানটি নিয়ে প্রতিবেদন তৈরি করেছিল ইটিভি নিউজ বাংলা৷ সেই প্রতিবেদনটি তারা নিজেদের ফেসবুক পাতায় পোস্ট করার পর ভিডিওটি ভাইরাল হয়ে যায়৷ এ পর্যন্ত ১ লক্ষ ৩০ হাজার বার দেখা হয়েছে ভিডিওটি৷ প্রায় দুই হাজার বারের মতো শেয়ার হয়েছে৷

মন্তব্যে অনেকেই এই কিংবদন্তি শিল্পীর প্রতি শ্রদ্ধা জানিয়েছেন৷ অনেকেই বলেছেন, সন্ধ্যা মুখোপাধ্যায় ছাড়া সুচিত্রা সেনের ঠোঁটে অন্য কোনো শিল্পীর গান বেমানান৷

এপিবি/ডিজি