1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সুবিচার, নাকি অবিচার?

২৪ মার্চ ২০১৩

হৃদয় ভেঙে গেছে তাঁর৷ যে অপরাধে ২০ বছর ধরে শাস্তি ভোগ করছেন ভিতরে-বাইরে, সে অপরাধেই আবার কারাবাস! আদালতের এ আদেশ কি সঞ্জয় দত্তের প্রতি সুবিচার, নাকি আইনের কড়াকড়ির নামে অবিচার?

https://p.dw.com/p/1834i
Der indische Schauspieler Sanjay Dutt in einer Szene aus dem Film "Agneepath", der am 26.1.2012 weltweit anläuft. Regisseur Karan Malhotra, Produzent : Karan Johar
ছবি: Eros International

প্রশ্নটা উঠেছে সবার মনেই৷ ১৯৮৩ সালে এক ভয়াবহ বোমা হামলায় ভারতের মুম্বই শহরে মারা গিয়েছিল ২৫৭ জন৷ হামলাকারী গ্যাংস্টারদের কাছ থেকেই অস্ত্র কিনে নিজের বাড়িতে রেখেছিলেন ‘বলিউডের ব্যাড বয়' সঞ্জয় দত্ত৷ এ অভিযোগ তিনি অস্বীকার করেননি৷ গ্রেপ্তার হওয়ার পর দাবি করেছিলেন একটি পিস্তল আর একটি একে-৫৬ রাইফেল তিনি কিনেছিলেন পরিবারের নিরাপত্তার জন্য৷ তারপরও ২০০৭ সাল পর্যন্ত জেল খাটতে হয় তাঁকে৷ অবশ্য আদালত ৬ বছরের কারাদণ্ডাদেশ দিয়েছিল৷ কিন্তু আপীল মামলা নিষ্পত্তির আগেই জামিনে মুক্ত হয়ে স্বাভাবিক জীবনে ফেরেন সঞ্জয়৷ ‘মুন্নাভাই'সহ বেশ কিছু হিট ছবির মাধ্যমে আরো বাড়িয়ে নেন জনপ্রিয়তা৷

FILE - In this Sept. 12, 2006 file photo, Bollywood actor Sanjay Dutt leaves a special court trying the cases of those accused in the 1993 Mumbai bombings in Mumbai, India. India's Supreme Court has sentenced Dutt to five years in jail for illegal weapons possession in a case linked to the 1993 bombing that killed 257 people in Mumbai. The court on Thursday, March 21, 2013, ordered Dutt to surrender to police within four weeks on the charge of possessing three automatic rifles and a pistol that had been supplied to him by men subsequently convicted in the bombing. (AP Photo/Rajesh Nirgude, File)
এক সময়ের ‘ব্যাড বয়' সঞ্জয়ের বয়স এখন ৫৩ (ফাইল ফটো)ছবি: picture alliance/AP Photo

শুধু দর্শক নয়, বলিউড তারকাদের মাঝেও সঞ্জয় দত্ত খুব জনপ্রিয়৷ সেটা মুম্বইয়ে হয়ে যাওয়া সুপারস্টার অভিনেতা-অভিনেত্রীদের ব়্যালি দেখেও বোঝা গেছে৷ সেখানে হাজির হয়ে সবাই বলেছেন, সঞ্জয় দত্তকে ক্ষমা করে দেয়া উচিত৷ সরকারের কাছেও এমন একটি দাবি রেখেছেন তাঁরা৷ সাংসদ এবং বলিউডের সাবেক তারকা অভিনেত্রী জয়া বচ্চন জানিয়েছেন, তিনি মহারাষ্ট্রের গভর্নরকে অনুরোধ জানাবেন, যাতে সঞ্জয়কে ক্ষমা করে দেয়া হয়৷

সম্প্রতি ভারতে সুপ্রিম কোর্ট যে সঞ্জয়কে আগের ঘোষিত শাস্তির বাকি সাড়ে চার বছরের জন্য জেলে ফিরে যেতে বলেছে, তা ব্যথিত করেছে অস্কার এবং গ্র্যামি অ্যাওয়ার্ড জয়ী সংগীত পরিচালক এ আর রহমান, জনপ্রিয় পরিচালক করণ জোহরসহ অনেককেই৷ করণ জোহর টুইটারে লিখেছেন, ‘‘আমার দেখা সবচেয়ে চমৎকার মানুষ সঞ্জয়কে দেয়া আদালতের আদেশ সত্যিই খুব কষ্ট দিচ্ছে৷'' এ আর রহমান জানিয়েছেন, ‘‘খুব দুঃখজনক৷ ঈশ্বর তাঁর মঙ্গল করুন এবং যা উচিত তা হোক এ কামনাই করছি৷''

আদালতের রায় শোনার পর থেকে সঞ্জয় দত্তও ভালো নেই৷ এক সাক্ষাৎকারে ১৮ মাস জেল খাটার পর বাইরে এলেও গত বিশ বছর ধরেই শাস্তি ভোগ করছেন তিনি৷ খুব দুঃখ নিয়ে বলেছেন, ‘‘২০ বছর ধরে শাস্তি ভোগ করছি আমি৷ ১৮ মাস কাটিয়েছি জেলে৷ আদালত যদি মনে করে আমাকে আরো কষ্ট সহ্য করতে হবে, শক্ত হওয়া ছাড়া করার তো কিছু নেই৷''

এক সময়ের ‘ব্যাড বয়' সঞ্জয়ের বয়স এখন ৫৩৷ সহশিল্পীরাও মনে করেন, ভক্তদের কাছে ‘মুন্নাভাই' নামে পরিচিতি পাওয়া মানুষটি আর আগের মতো নেই৷ এসব বিবেচনায় নিয়ে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যান মার্কণ্ডেয় কাটজু সে রাজ্যের গভর্নরকে ইতিমধ্যে সঞ্জয়কে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানিয়েছে৷ শেষ পর্যন্ত মানবিকতাই সর্বোচ্চ গুরুত্ব পায় কিনা সেটাই এখন দেখার৷

এসিবি/এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য