1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সঙ্গীকে চিনতে ড্যান্স ফ্লোরের ভূমিকা

২০ ফেব্রুয়ারি ২০১৭

পশ্চিমা বিশ্বে নারী-পুরুষের পরস্পরকে জানায় ড্যান্স ফ্লোরের একটা ভূমিকা আছে৷ নারী ও পুরুষ পরস্পরকে নাচতে দেখেন ও বিবর্তনমূলক জীববিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে সঙ্গী হিসেবে সেই পুরুষ বা মহিলার উপযোগিতা সম্পর্কে ধারণা করেন৷

https://p.dw.com/p/2XtBn
Bildergalerie Wiener Opernball Österreich
ছবি: Getty Images/Sean Gallup

প্রেম আর সঙ্গি খোঁজা: মানুষের জীবনের এক অনন্ত রহস্য৷ কী করে সেই মনের মানুষটিকে খুঁজে পাওয়া যায়?

ব্যার্নহার্ড ফিঙ্ক-এর সেটা জানা উচিত, কেননা তিনি একজন এভোলিউশনারি বায়োলজিস্ট বা বিবর্তনমূলক জীববিজ্ঞানী৷ গত ১৫ বছর ধরে তিনি গবেষণা করছেন, মানুষ কীভাবে তার সঙ্গি খুঁজে পায়৷ ড. ব্যার্নহার্ড ফিঙ্ক-এর কথায়, ‘‘সাধারণত পরীক্ষাগারে মানুষজনকে কম্পিউটারে বসিয়ে বলা হয়, এই মুখ অথবা শরীরটা কতটা আকর্ষণীয়, সেটা আপনারা নির্ধারণ করুন৷ কিন্তু পরীক্ষাগারের পরিস্থিতির সঙ্গে বাইরের বাস্তব বিশেষ মেলে না৷ কেননা মানুষজন তো আর দাঁড়িয়ে থাকেন না, তারা নড়াচড়া করেন৷''

সেই কারণে ব্যার্নহার্ড ফিঙ্ক নাচের এক্সপেরিমেন্ট করেন৷

তাঁর টিম একটি স্পেশাল ক্যামেরা সিস্টেম সেট-আপ করেছে, যা দিয়ে নাচের সময় ড্যান্সারদের ছবি তুলে পরে তা অ্যানিমেটে

ড গ্র্যাফিক্সে পরিণত করা যায়৷ গবেষকরা চান, পরে যাদের নিয়ে জরিপ করা হবে, তারা ড্যান্সারদের নাচটাই শুধু দেখবেন, তাদের জামাকাপড়, চেহারা অথবা মুখ দেখে বিক্ষিপ্ত হবেন না৷ ব্যার্নহার্ড ফিঙ্ক জানান, ‘‘আমরা নাচের ভঙ্গিমার সঙ্গে মিলিয়ে ওটা পরীক্ষা করে দেখছি, কেননা মহিলারা শারীরিকভাবে শক্তিশালী পুরুষদের নাচের ভঙ্গি পছন্দ করেন, বলে আমাদের ধারণা৷''

যে পুরুষদের নাচ ফিল্ম করা হচ্ছে, তাদের বুক বা কাঁধ কতোটা চওড়া, এমনকি তাদের ঝুঁকি নেওয়া প্রবণতা পর্যন্ত আগে থেকে মেপে দেখা হয়৷

পুরুষদের আকর্ষণীয়তা যাচাই করার জন্য আছেন মহিলারা৷

নাচ শুরু হলো: পুরুষরা তাদের সব ‘মুভ' দেখাচ্ছেন আর মহিলারা তার মূল্যায়ন করছেন৷

রিফ্লেকটিভ মার্কার দিয়ে নাচনেওয়ালার একটি গ্র্যাফিক রিপ্রেজেন্টেশন সৃষ্টি করা হয় কমপিউটারে৷ মহিলারা জানেন না পর্যন্ত , তারা কোনো ক্যান্ডিডেটের নাচ দেখছেন৷

আকর্ষণীয়তা জন্য ঘাড়, কাঁধ ও নিতম্বের নড়াচড়া গুরুত্বপূর্ণ৷ অন্তত ‘টেস্ট' থেকে তাই দেখা গেল৷

নাচের ভঙ্গিগুলো আঙুলের ছাপের মতোই একক ও অনন্য এবং তা থেকে পুরুষের প্রজনন বৈশিষ্ট্যগুলি জানা যায়৷ আর কোনো শারীরিক খুঁটিনাটি দৃশ্যমান না হলে, মহিলারা সেই সব পুরষদের পছন্দ করেন, যারা জোরালো অঙ্গভঙ্গি করেন – যেন তারা ভবিষ্যতে ভালো বডিগার্ড হতে পারবেন৷ ড. ব্যার্নহার্ড ফিঙ্ক বলেন, ‘‘পুরুষালি, শক্তিশালী মুখ ও শরীর দৃশ্যত মহিলাদের একটি পুরুষের সামাজিক অবস্থান সম্পর্কে অনেক কিছু বলে৷ এ থেকে পুরুষের জেনেটিক উৎকর্ষ প্রকাশ পায়৷ শুধু সুস্বাস্থ্যই নয়, পুরুষটি যে সম্ভাব্য প্রতিদ্বন্দ্বীদের মহড়া নিতে পারবে, সে লক্ষণও ব্যক্ত হয়৷''

কিন্তু কোনো ক্ষেত্রেই আমাদের ভালো নাচিয়েদের সেরা ভঙ্গিমাগুলোর নকল করা উচিত নয়, কেননা বাস্তব জীবনে সঙ্গি খোঁজার সময় মটো হলো: স্বাভাবিক থেকো, তুমি যা, তাই থেকো৷ সেটাই সবচেয়ে কার্যকর৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য