1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

সংসদ ভেঙ্গে মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপি’র

২২ মে ২০১১

সংসদ ভবনে এক ব্রিফিংয়ে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক বলেছেন, চলতি অধিবেশন বাজেট অধিবেশন নয়, মূলত এই অধিবেশনে সংবিধান সংশোধন করতে চায় সরকারি দল৷ যা বিরোধী দল কোনভাবেই মেনে নেবে না৷

https://p.dw.com/p/11LLl
ছবি: DW/Harun Ur Rashid Swapan

সংসদ ভেঙ্গে মধ্যবর্তী নির্বাচনের দাবি বিএনপি'র

আজ বিকেলে বিরোধী দল ছাড়াই জাতীয় সংসদের বাজেট অধিবেশন শুরু হয়েছে৷ স্পিকার আব্দুল হামিদ অধিবেশনের শুরুতেই বিরোধী দলকে সংসদে যোগ দেয়ার আহ্বান জানিয়ে বলেন, গনতান্ত্রিক চর্চার প্রাণকেন্দ্র হল সংসদ৷ আর বিরোধী দলের ভূমিকা সেখানে খুবই গুরুত্বপূর্ণ৷

কিন্তু অধিবেশন শুরুর আগেই সংসদ ভবনে এবং সংবাদ সম্মেলনে বিরোধী দলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক আজকের অধিবেশনে যোগ না দেয়ার কথা জানিয়ে দেন৷ তিনি জানান, খালেদা জিয়া ৩০শে মে দেশে ফেরার পর সিদ্ধান্ত হবে তারা সংসদে যাবেন কি না৷ তিনি বলেন, এটা বাজেট অধিবেশন নয়, এটা মূলত আওয়ামী লীগের সংবিধান সংশোধনের এজেন্ডা বাস্তবায়নের অধিবেশন৷ সংবিধানের এই সংশোধনী মানবে না বিএনপি৷

জয়নাল আবদিন ফারুক বলেন, এই সংসদ এখন অকার্যকর সংসদে পরিণত হয়েছে৷ তাই এ সংসদে গিয়ে আর কোন লাভ নেই৷ তিনি এই সংসদ ভেঙ্গে দিয়ে সরকারের জনপ্রিয়তা যাচাইয়ের জন্য মধ্যবর্তী নির্বাচনের দাবি জানান৷

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ একদিন আগে বলেছেন, খালেদা জিয়ার বিরুদ্ধে ৪টি মামলা প্রত্যাহার করলেই বিএনপি সংসদে যাবে৷ এ ব্যাপারে জানতে চাইলে বিরোধী দলীয় চিফ হুইপ বলেন, মওদুদ সাহেব মূলত সরকারের সদিচ্ছার কথা বলেছেন৷

সংসদের এই অধিবেশনে বাজেট পেশ হবে৷ আর বাজেট পাস হবে ৩০শে জুন৷ বাজেটের ওপর মোট ৪০ ঘণ্টা আলোচনা হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই