1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শোবার ঘরে জন্মেছিল দ্য ফেসবুক ডটকম

১ মার্চ ২০১১

একটি বিশ্ববিদ্যালয় ছাত্রাবাসের ছোট্ট ঘরে জন্ম তার৷ জন্মদাতা এক কম্পিউটার বিজ্ঞানের ছাত্র, যিনি নিজেই তখন মোটেই জনপ্রিয় ছিলেননা৷ তাঁর সেই কৃতি এখন দুনিয়া কাঁপাচ্ছে৷ বলছি ফেসবুকের কথা৷ বর্তমান এটির ব্যবহারকারী ষাট কোটি৷

https://p.dw.com/p/10Qzi
ছবি: dpa

অনেক ফেসবুক ব্যবহারকারীরা মনে করেন, ফেব্রুয়ারি হচ্ছে ফেসবুকের জন্মের মাস৷ কেননা, ২০০৪ সালের এই মাসেই জন্ম নিয়েছিল ফেসবুক৷ এবছর সংস্থাটি উদযাপন করল সপ্তম জন্মদিন৷ গত সাত বছরে ফেসবুক পৌঁছে গেছে জনপ্রিয়তার চূড়ায়৷ চলুন সংখ্যার বিচারে সেই জনপ্রিয়তা খানিকটা মূল্যায়ন করি৷

বর্তমান বিশ্বের প্রতি ১৩ জন ব্যক্তির একজনের ফেসবুক অ্যাকাউন্ট রয়েছে৷ এদের মধ্যে অর্ধেকের বেশি মানুষ প্রতিদিন ফেসবুকে প্রবেশ করেন৷ গত বছর গুগলে যা কিছু খোঁজা হয়েছিল, তার মধ্যে দুই শতাংশ ছিল ফেসবুক সম্পৃক্ত খোঁজ৷ ফেসবুকে প্রতি মাসে একজন ব্যবহারকারী গড়ে তিনটি করে সামাজিক অনুষ্ঠানের আমন্ত্রণ পেয়ে থাকে৷

সংখ্যা ৪ এর সঙ্গে জড়িত ফেসবুকের জন্মের ইতিহাস৷ ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি ফেসবুক চালু করেছিলেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মার্ক সাকারবার্গ৷ নিজের শোবার ঘরে বসেই ফেসবুক উন্মুক্ত করেন তিনি, তখন নাম ছিল দ্য ফেসবুক ডটকম৷

Flash-Galerie Film The Social Network
দ্য সোশ্যাল নেটওয়ার্ক এর একটি দৃশ্যছবি: picture alliance/ZUMA Press

প্রতিমাসে একজন ফেসবুক ব্যবহারকারী গড়ে ৮টি বন্ধুত্বের অনুরোধ পাঠায় অন্যদের কাছে৷ এক সাম্প্রতিক সমীক্ষায় দেখা গেছে, ১২ শতাংশ মানুষ মনে করে, ফেসবুক তাদেরকে চিন্তিত করে তুলছে৷

সংখ্যা ১৩ হচ্ছে ফেসবুক গ্রুপ সম্পর্কিত৷ একজন ফেসবুক ব্যবহারকারী গড়ে ১৩টি গ্রুপের সদস্য৷ এসব গ্রুপের মধ্যে আবার সবচেয়ে জনপ্রিয়টির নাম, ‘দ্য লার্জেস্ট ফেসবুক গ্রুপ এভার'৷

১৮ হচ্ছে ফেসবুকের বৈশ্বিক ব্যবহারের এক নমুনা৷ মিশরে সাম্প্রতিক গণ আন্দোলনে ১৮দিন স্থায়ী হয়েছিল৷ এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্তদের মধ্যকার যোগাযোগ রক্ষায় অন্যতম হাতিয়ার ছিল ফেসবুক৷

ফেসবুকের ২৪ শতাংশ শেয়ারের মালিক হচ্ছেন মার্ক সাকারবার্গ৷ তাঁর সম্পদের পরিমাণ নয় বিলিয়ন পাউন্ড৷ কথিত আছে, বিশ্বজুড়ে ২৫ শতাংশ চাকুরিদাতা অনেক চাকুরিপ্রার্থীকে চূড়ান্ত নিয়োগ দেয়না, শুধুমাত্র তাদের ফেসবুকের কারণে৷ অবশ্য, ২৭ শতাংশ ফেসবুক ব্যবহারকারী স্ট্যাটাসে নিজের ব্যক্তিগত সম্পর্কের কথা জানান না৷

শেষ করার আগে আরো কিছু তথ্য৷ বর্তমানে ফেসবুকের বাজার মূল্য হচ্ছে ৩২ বিলিয়ন পাউন্ড৷ আর প্রতি মাসে এই সামাজিক যোগাযোগ সাইটের পেছনে মানুষ ব্যয় করে সাতশ বিলিয়ন মিনিট!

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান