1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শেয়ার কেলেঙ্কারিতে জড়িতদের নাম প্রকাশ করলে সরকারের লাভ হবে: খালেদ

১০ এপ্রিল ২০১১

শেয়ার বাজার কেলেঙ্কারির রিপোর্ট জনসমক্ষে প্রকাশ করলে সরকারের প্রতি মানুষের আস্থা বাড়বে বলে মনে করেন তদন্ত কমিটির প্রধান খোন্দকার ইব্রাহিম খালেদ৷

https://p.dw.com/p/10qjG
ছবি: DW

খোন্দকার ইব্রাহিম খালেদ ডয়চে ভেলেকে বলেন, সরকারের উচিত এই রিপোর্ট প্রকাশ করা৷ তবে তিনি মনে করেন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন – এসইসি পুনর্গঠন না করে ব্যক্তি বিশেষকে শাস্তি দিয়ে কোন লাভ হবেনা৷ আবারো কেলেঙ্কারির ঘটনা ঘটবে৷

তিনি বলেন, শেয়ার কেলেঙ্কারির সঙ্গে জড়িতদের নাম প্রকাশ করা, না করা সরকারের এক্তিয়ার হলেও তাদের নাম প্রকাশ করা উচিত৷ এতে সরকারের কোন ক্ষতি তো হবেই না, বরং সরকারের জন্য তা হবে ইতিবাচক৷

তিনি বলেন, শেয়ার কেলেঙ্কারিতে কোন রাজনৈতিক প্রভাব তিনি পাননি৷ তবে ব্যবসায়ীদের অনেকেই রাজনীতির সঙ্গে যুক্ত৷ সরকারি – বিরোধী সব দলের লোকই এখানে রয়েছে৷ তবে তিনি বলেন, এই কেলেঙ্কারির জন্য সবার আগে দায়ী সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন – এসইসি৷

তিনি বলেন, এসইসি সংস্কার বা পুনর্গঠন না করে ব্যক্তি বিশেষকে শাস্তি দিয়ে কোন লাভ হবেনা৷ জড়িত ব্যক্তিদের শাস্তির সঙ্গে সবার আগে পদ্ধতি পরিবর্তন করতে হবে৷ কারণ পদ্ধতির ত্রুটির কারণেই সুযোগ সন্ধানীরা শেয়ার বাজারকে প্রভাবিত করে ফায়দা লুটেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন