1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শুরু হল ভেনিস চলচ্চিত্র উৎসব

৭ সেপ্টেম্বর ২০১০

১লা সেপ্টেম্বর থেকে পর্দা উঠেছে ৬৭তম আন্তর্জাতিক ভেনিস চলচ্চিত্র উৎসবের৷ পড়ন্ত গ্রীষ্মে সমুদ্রঘেরা শহর ভেনিস আলোকোজ্জ্বল হয়ে উঠেছে এখন৷ আর এই মনোরম পরিবেশেই ১১ সেপ্টেম্বর পর্যন্ত বিশ্বের সেরা সেরা ছবি উপভোগ করা যাবে৷

https://p.dw.com/p/P5rV
Bangladeshi, film, Venice film Festival, ভেনিস চলচ্চিত্র উৎসব, প্রথম, বাংলাদেশি ছবি, ‘৭২০ ডিগ্রি’,
ভেনিস চলচ্চিত্র উৎসবে প্রথম বাংলাদেশি ছবি ‘৭২০ ডিগ্রি’র একটি দৃশ্যছবি: Ishtiaque Zico

ভেনিস চলচ্চিত্র উৎসবের যাত্রা শুরু হয় ১৯৩২ সালে৷ নানা চড়াই উতরাই পার হয়ে আজ এটি বিশ্বের এক সেরা চলচ্চিত্র উৎসবে পরিণত হয়েছে৷ অত্যন্ত উন্নত মানের শৈল্পিক ছায়াছবি প্রদর্শিত হয় বলে এই চলচ্চিত্র উৎসবে অংশ নেয়া চলচ্চিত্র নির্মাতাদের জন্য এক বিশেষ সম্মানের ব্যাপার৷ শিল্প ও বাণিজ্যের অপূর্ব এক সংমিশ্রণ ভেনিস চলচ্চিত্র উৎসব৷

উৎসবের পরিচালক মার্কো ম্যুলার বলেন, ‘‘আমরা সব রকমের ধারাকেই তুলে ধরার চেষ্টা করি৷ বিপরীতধর্মী নানা ধারার সংমিশ্রণ নিয়ে গড়ে উঠেছে এখানকার চলচ্চিত্র৷ আগে ছায়াছবি বলতে আমরা যা বুঝতাম, আজ তা অনেক বদলে গেছে৷''

এবারের উৎসবে সেরা পুরস্কার স্বর্ণ সিংহের জন্য লড়ছে ১১টি দেশের ২৪টি ছবি৷ প্রতিযোগিতার বাইরে থেকেও যোগ দিয়েছে বেশ কিছু ছায়াছবি৷ জুরি মণ্ডলীর প্রধান হলেন মার্কিন চলচ্চিত্র পরিচালক কোয়েন্টিন ট্যারেন্টিনো৷ তাঁর অনুভূতি সম্পর্কে জানাতে গিয়ে ট্যারেন্টিনো বলেন, ‘‘লোকে এখানে আসে ছুটি কাটাতে, আনন্দ উল্লাস করতে৷ কিন্তু আমরা এসেছি বিচার করতে৷ এত ভাল ভাল ছবি, পরিচালক ও শিল্পীদের মধ্য থেকে সবচেয়ে ভালটা ঠিক করা বেশ কঠিন৷''

অ্যামেরিকার ‘ব্ল্যাক সোয়ান' ছবিটি দিয়ে উদ্বোধন করা হয় উৎসবের৷ পরিচালক ড্যারেন অ্যারোনফস্কি তাঁর এই মনস্তাত্বিক ছবিতে এক ব্যালে নৃত্যশিল্পীর কথা তুলে ধরেছেন৷ শহরে নতুন এক শিল্পীর আবির্ভাবে কিছুটা নড়বড়ে হয়ে উঠেছে যার অবস্থান৷ প্রতিযোগিতায় অংশ নিচ্ছে এই ছবি৷ উল্লেখ্য ২০০৮ সালে পরিচালক অ্যারোনফস্কির ‘দ্য রেসলার' ছবিটি ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণ সিংহ পুরস্কার পেয়েছিল৷

Balada_Triste_de_Trompeta_(2).jpg
৬৭তম ভেনিস চলচ্চিত্র উৎসবের একটি ছবির পোস্টারছবি: image.net

বাংলাদেশের জন্য সুখবর হল, ভেনিস চলচ্চিত্র উৎসবে এবারেই প্রথমবারের মত মনোনীত হয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি ‘৭২০ ডিগ্রি'৷ পাঁচ মিনিট দৈর্ঘ্যের সংলাপহীন এই ছবিটি পরিচালনা করেছেন ইশতিয়াক জিকো৷ ইরা মোশন পিকচার্সের ব্যানারে ছবিটি প্রযোজনা করেছেন আশিক মোস্তফা৷ ৭২০ ডিগ্রি ছবিটির শুটিং হয়েছে গত বছরের নভেম্বর মাসে কক্সবাজারের হিমছড়িতে৷ উৎসবে প্রদর্শিত হচ্ছে ছবিটি ৬ সেপ্টেম্বর৷ ভারতের তারকা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই ও অভিষেক বচ্চনের যোগ দেওয়ার কথা ছিল ভেনিস চলচ্চিত্র উৎসবে৷ তাদের অভিনীত ছবি ‘রাবণ' প্রদর্শিত হচ্ছে সেখানে৷ কিন্তু অন্য কাজে ব্যস্ত থাকায় আসতে পারলেননা তারা উৎসবে৷ ‘রাবণ'এর পরিচালক মনি রত্নম পাচ্ছেন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ পরিচালকের পুরস্কার, ‘গ্লোরি টু ফিল্মমেকার অ্যাওয়ার্ড'৷ প্রথম দিকে তামিল ভাষায় ছবি তৈরি করলেও পরে হিন্দি ও অন্যান্য ভাষাতেও পারদর্শী হয়ে ওঠেন তিনি৷ আজ পরিচালক মনিরত্নমের খ্যাতি সারা ভারতজুড়ে৷

ইরানের খ্যাতিমান পরিচালক জাফর পানাহির স্বল্পদৈর্ঘ্যের ছায়াছবি ‘‘দি অ্যাকোর্ডিয়ন'' প্রদর্শিত হচ্ছে উৎসবে৷ ইরানের বিতর্কিত নির্বাচন পরবর্তী পরিস্থিতি নিয়ে একটি ছবির শুটিং করার সময় তাঁকে আটক করা হয়৷ পরে তাঁকে জামিনে মুক্তি দেওয়া হলেও ভেনিসে যাওয়ার অনুমতি পাননি তিনি৷ ২০০০ সালে পানাহির ‘দি সার্কল' ছবিটি গোল্ডেন লায়ন পুরস্কার পায়৷ ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বাভাবিকভাবেই বেশ কিছু ইটালিয়ান ছবি প্রদর্শিত হচ্ছে৷ অংশ নিচ্ছে প্রতিযোগিতায়৷ এর মধ্যে উল্লেখযোগ্য হল ইসাবেলা রোসেলিনি অভিনীত ‘দি সলিটিউড অফ প্রাইম নাম্বার্স'৷ ফরাসি ছবির মধ্যে রয়েছে ডাকসাইটে তারকা কাতরিন দন্যোফ অভিনীত ‘পটিশ' ৷

প্রতিযোগিতায় অংশ নেয়া চলচ্চিত্রের মধ্যে সংখ্যার দিক দিয়ে অ্যামেরিকান ছবি অন্য সবাইকে ছাড়িয়ে গেছে৷ চার ভাগের এক ভাগ ছবিই এসেছে অ্যামেরিকা থেকে৷ মার্কিন পরিচালক জুলিয়ান শ্নাবেলের রাজনৈতিক পটভূমিকায় নির্মিত ‘মিরাল'একটি ব্যতিক্রমধর্মী ছবি৷ ইসরায়েল ও প্যালেস্টাইন সংকটকে তুলে ধরা হয়েছে ছবিতে৷ পরিচালক শ্নাবেল বলেন, ‘‘যত দ্রুত সম্ভব এই সংকটের সমাপ্তি হওয়া প্রয়োজন৷ যে কোনো পক্ষেই একটি শিশুর মৃত্যু মানে নিরর্থক এক করুণ মৃত্যু৷ তাই অ্যামেরিকান ইহুদি হিসাবে বিষয়টিকে ছবিতে তুলে ধরার দায়িত্ব অনুভব করেছি আমি৷ আমাদের পরস্পরকে বোঝার চেষ্টা করতে হবে৷ এতে দু পক্ষেরই লাভ৷''

জার্মানির একটি মাত্র ছবি প্রতিযোগিতায় অংশ নিচ্ছে৷ পরিচালক টম টিকভার'এর ট্র্যাজিকমেডি ‘দ্রাই' বা ‘থ্রি'৷ ভেনিস চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ ছবির জন্য স্বর্ণ সিংহটি কার হাতে আসবে, সেটাই এখন দেখার পালা৷

প্রতিবেদন: রায়হানা বেগম

সম্পাদনা: সঞ্জীব বর্মন