1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘বিশ্বনাগরিক’ বারেনবয়েম!

করিনা কোলবে/এসিবি১৫ নভেম্বর ২০১২

গাজায় মরছে মানুষ৷ প্রাণ যাচ্ছে ইসরায়েলি নাগরিকদেরও৷ তাঁদের মৃত্যু ম্লান করছে ডানিয়েল বারেনবয়েমের জন্মদিনের আনন্দ৷ মানবতাবাদীর কাছে ‘মানুষ’ পরিচয়টাই আসল, মৃতের ধর্ম, বর্ণ বা গোত্রের পরিচয়ে কী এসে যায় তাঁর কাছে!

https://p.dw.com/p/16jv0
ছবি: picture alliance/dpa

বিশ্বখ্যাত পিয়ানো বাদক এবং কন্ডাক্টর হলেও ডানিয়েল বারেনবয়েমের আসল পরিচয় তিনি সাহসী এক মানবদরদী শিল্পী৷ সব ভেদাভেদ ভুলে মানুষকে ভালোবাসতে পারেন বলে আর সব বিখ্যাত শিল্পীর চেয়ে তিনি আলাদা৷ জন্মসূত্রে ইহুদি৷ জন্ম রাশিয়ায়, ১৯৪২ সালের ১৫ই নভেম্বর৷ বাবা-মা তাঁদের ছেলেটিকে নিয়ে যখন আর্জেন্টিনায় চলে যান বারেনবয়েম তখনও বলতে গেলে কোলের শিশু৷ পিয়ানোয় হাতেখড়ি সেখানেই৷ বয়স তখন পাঁচ৷ সাত বছরে পা দিতে না দিতেই মঞ্চে পিয়ানো বাজিয়ে শ্রোতাদের মুগ্ধ করে দেন৷ দু’বছর পর ইয়োহান সেবাস্টিয়ান বাখের একটা মাস্টারপিস এমন নিখুঁত বাজালেন যে উপস্থিত প্রায় সবাই বললেন, এ ছেলে বিরল প্রতিভাধর৷ আজ সেই ছেলে ডানিয়েল বারেনবয়েমেরই বয়স ৭০ হলো৷

ডানিয়েল বারেনবয়েম নামটি মানবতাবাদী মানুষ মাত্রই উচ্চারণ করেন শ্রদ্ধাভরে৷ করারই কথা৷ ইসরায়েলে রাষ্ট্রীয় পুরস্কার গ্রহণের পর যিনি ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলের সেনাবাহিনীর নিষ্ঠুরতার সমালোচনা করতে পারেন সে দেশের প্রেসিডেন্টের সামনে, তাঁকে শ্রদ্ধা না করে পারা যায়? বারেনবয়েম মনে করেন সংগীত সমস্ত ভেদাভেদ ভুলিয়ে মানুষকে এক করে দিতে পারে৷ এ বিশ্বাসের কথা যে শুধু বলে বেড়াচ্ছেন তা-ই নয়, প্যালেস্টাইন, জর্ডান, মিশর, সিরিয়া, লেবানন আর ইসরায়েলের শিল্পীদের নিয়ে গড়েছেন একটি অর্কেস্ট্রা৷ অর্কেস্ট্রার নাম রেখেছেন গ্যোয়টের এক অমর কাব্যের নামে – ওয়েস্ট-ইস্টার্ন ডিভান৷

Daniel Barenboim mit dem West-Eastern Divan Orchestra
নিজের ওয়েস্ট-ইস্টার্ন ডিভান অর্কেস্ট্রার সঙ্গে ডানিয়েল বারেনবয়েমছবি: picture-alliance/dpa

প্রতি বছর গ্রীষ্মে ওয়েস্ট-ইস্টার্ন ডিভানের শিল্পীরা বেরিয়ে পড়েন সফরে৷ পিয়ানোর সুর-মূর্ছনায় মানুষের দুঃখ ভোলানোর, বিভেদ ভোলানোর সফর৷ সুরে সুরে ছড়িয়ে পড়ে মানুষের জয়গান৷ শুভ জন্মদিন বারেনবয়েম৷ দীর্ঘজীবি হোন৷ যুদ্ধবিরোধী ভাবনার জয় হোক, জয় হোক বিশ্বমানবতার৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য