‘শীতের আগমনি সবজি মিষ্টি কুমড়ো' | পাঠক ভাবনা | DW | 19.09.2013
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

‘শীতের আগমনি সবজি মিষ্টি কুমড়ো'

এই শিরোনামের ছবিঘরটি আমার কাছে দারুণ লেগেছে৷ যেভাবে এগুলো উপস্থাপন করা হয়েছে সেটা বেশ ভালো লাগলো৷ এ ধরনের বিষয় নিয়ে আলোচনা আসলে খুব ভালো একটা ব্যাপার, কারণ সবজির প্রতি সবারই একটা আলাদা লোভ আর ভালেবাসা থাকে৷

‘টিকিট ফাকি দেয়ায় চ্যাম্পিয়ন ফ্রান্স' – এই খবরটি পড়ে কিছু কথা না লিখে পারছি না৷ টিকিট না করে ট্রেনে বা বাসে চড়া মোটেও ভালো কাজ নয় বরং এটা অন্যায়-অপরাধ৷ বাংলাদেশে এবং ভারতে এর সংখ্যা অন্য দেশের তুলনায় অনেক বেশি৷ তবে ইদানীং আমাদের দেশের ট্রেন অথবা বাসের বেশিরভাগ যাত্রীই টিকিট কেটে ভ্রমণ করেন৷ আজকাল মানুষ বেশ সচেতন, সিট না পেলেও টিকিট কেটে ভ্রমণ করেন তারা৷ আমি প্রায়ই ট্রেনে ভ্রমণ করি৷ টিকিট না করে ভ্রমণ করা লোকের সংখ্যা খুবই কম, যা খুব ভালো একটা দিক৷ তাই এই প্রতিবেদনটি প্রকাশের জন্য ধন্যবাদ ডয়চে ভেলেকে৷ এভাবেই ঝটপট মতামত জানিয়েছেন পাঠক বন্ধু সোহেল রানা হৃদয়, ঢাকা থেকে৷

জার্মানির সংসদীয় নির্বাচনের আর মাত্র তিন দিন বাকি৷ অধীর আগ্রহে তাকিয়ে আছি এই নির্বাচনের দিকে৷ দেখে নিচ্ছি জার্মানির সংসদীয় নির্বাচন ২০১৩ নিয়ে ডয়চে ভেলের বিশেষ আয়োজন৷ পাশাপাশি ডিডাব্লিউ-র ইংরেজি ওয়েবসাইট থেকেও নির্বাচন সম্পর্কিত প্রতিটি পরিবেশনা পড়ে নিচ্ছি, জানতে পারছি অনেক গুরুত্বপূর্ণ তথ্য৷

ফ্রান্সে শিশুদের সুন্দরী প্রতিযোগিতার আয়োজন রোধে ফরাসি সরকারের আইন প্রণয়নের উদ্যোগ খুবই প্রশংসনীয়৷ বেশ ভালো লাগলো প্রতিবেদনটি৷ জার্মানিতে মিষ্টি কুমড়োর নানা রকম খাবারে ব্যবহার, এর খাদ্যগুণ নিয়ে তুলে ধরা ছবিসহ পরিবেশনাটিও ছিল খুবই আকর্ষণীয়৷ জাতিসংঘে জার্মানির গুরুত্ব সম্পর্কে পরিবেশনাটি সংক্ষিপ্ত আকারে তুলে ধরলেও প্রয়োজনীয় তথ্য পেয়ে উপকৃত হলাম৷ এছাড়া ওয়েবসাইটের প্রতিটি বিষয়ের ওপর নির্বাচিত প্রতিবেদনগুলো মনোযোগ দিয়ে পড়ে নিলাম৷ এভাবেই আমি সব সময় ডয়চে ভেলের সাথেই আছি৷ এই ই-মেলটি পাঠিয়েছেন নতুন দিল্লি থেকে আমাদের নিয়মিত বন্ধু সুভাষ চক্রবর্তী৷

প্রতিদিন ডয়চে ভেলের ‘নিউজলেটার' থেকে জানতে পারছি বিশ্বের ঘটে যাওয়া সব ঘটনা৷ ভারতে সাম্প্রদায়িক হামলার ঘটনাটি পড়ে ব্যথিত হলাম৷ ধর্ম নিয়ে কোনো রক্তহানী আমাদের কাম্য নয়৷ সম্প্রতি বিশ্বের অনেক দেশেই সাম্প্রদায়িক হামলা হচ্ছে৷ আমার মনে হয়, এই সব হামলার পিছনে কোনো রাজনৈতিক প্রভাব কাজ করে৷ ভারত সরকারকে সে দেশে সম্প্রদায়িক হামলা বন্ধে আরো কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে৷ যুদ্ধাপরাধের দায়ে বাংলাদেশে কাদের মোল্লার ফাঁসির রায় নিয়ে ফেইসবুকে আপনাদের ‘স্ট্যাটাস'-টি পড়লাম৷

প্রশ্ন: জার্মানির বর্তমান আবহাওয়া কেমন এবং জার্মানিতে এ সময় কি কি ফুল পাওয়া যায়? শুভেচ্ছান্তে, মো. রাসেল শিকদার, শ্রীনাথদী, কেন্দুয়া, মাদারীপুর থেকে লিখেছেন৷

- প্রথমেই ধন্যবাদ সবাইকে৷ আর বন্ধু রাসেল শিকদারের প্রশ্নের উত্তরে জানাই, নিয়মিত আমাদের ওয়েবসাইট পড়লে এবং ছবিঘরগুলো দেখলেই জার্মানির আবহাওয়া সম্পর্কে জানতে পারবেন৷ আর হ্যাঁ, আসছে শনিবারেও জার্মানির ঋতু পরিবর্তন নিয়ে একটি ছবিঘর দেবার ইচ্ছে রয়েছে আমাদের৷ প্রিয় বন্ধুরা, আপনাদের কোনো প্রস্তাব থাকলে অবশ্যই জানাবেন৷ তা না হলে আমরা জানবো কেমন করে আপনাদের পছন্দ, অপছন্দের কথা?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন