শিশু পর্নোগ্রাফি রোধে গুগলের ভূমিকা প্রশংসনীয় | পাঠক ভাবনা | DW | 12.08.2014
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

শিশু পর্নোগ্রাফি রোধে গুগলের ভূমিকা প্রশংসনীয়

রাজীব কুমার মন্ডল লিখেছেন, ‘‘নিয়মিত পাঠক ভাবনায় লেখা পাঠাতে পারছি না! তবে সুযোগ পেলেই ফেসবুকে মন্তব্য করতে চেষ্টা করছি৷ কিছু দিন আগে ‘পাঠক ভাবনা’ পাতায় জয়পুরহাটের নুরুজ্জামান ইসলামের একটা প্রস্তাব নজর কেড়েছিল৷’’

Symbolbild Pornographie im Internet

প্রতীকী ছবি

রাজীব আরো লিখেছেন, ‘‘তিনি অর্থাৎ নুরুজ্জামান পাঠক বন্ধুদের লেখা নিয়ে একটি অডিও প্রতিবেদন করতে বলেছিলেন৷ আমি মনে করি তাঁর প্রস্তাবটি গ্রহণ করে সপ্তাহে অন্তত একটি পাঠক ভাবনা অডিও প্রতিবেদন ওয়েবে প্রকাশ করবেন৷ যাতে থাকবে পাঠক বন্ধুদের সুচিন্তিত ফেসবুক কমেন্টস এবং ই-মেলে পাঠানো মতামত৷’’

তিনি লিখেছেন, ‘‘এতে অন্তত আপনাদের রেডিও পাগল শ্রোতাবন্ধুদের দুধের স্বাদ ঘোলে মেটার মতো হবে৷ ভালো থাকবেন, সব্বাইকে সাথেই রাখবেন৷ রাজীব কুমার মন্ডল, হাসিমপুর, লালপুর, নাটোর৷''

পরের ই-মেলটি পাঠিয়েছেন পাঠক বারিক৷ তাঁর মতামত, ‘‘বিজ্ঞান ও পরিবেশ পাতায় গতকাল ডয়চে ভেলের একটি প্রতিবেদন থেকে জানতে পেরেছি গুগল, জিমেল থেকে তথ্য পুলিশকে জানায়৷ ৪১ বছর বয়সি হেনরি স্কিলার্ন তাঁর জিমেল অ্যাকাউন্টে শিশু পর্নো লুকিয়ে রেখেছিলেন৷ গোয়েন্দাদের পক্ষে এটা জানা সম্ভব ছিল না৷ তবে গুগলের পক্ষে সম্ভব ছিল৷ আর গুগল সেই তথ্য খুঁজে নিয়ে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে৷ গুগলের এই উদ্যোগকে অনেকে স্বাগত জানিয়েছে৷ যদিও অপরাধীদের ধরতে গুগল ঠিক গোয়েন্দাদের মতোই কাজ করেছে৷ স্কিলার্ন এমন জায়গায় তথ্য লুকিয়েছিলেন, যা সাধারণ মানুষের পক্ষে খুঁজে পাওয়া সম্ভব ছিল না৷ গুগল এক্ষেত্রে সহায়তা করায় অপরাধী ধরা সহজ হয়েছে৷ শিশু পর্নোগ্রাফি রোধে গুগল যে ভূমিকা রাখছে তার প্রসংশা না করে পারলাম না৷ গুগলের এ উদ্যোগকে আমি স্বাগত জানাই৷'' এভাবেই লিখেছেন এমএ বারিক, ভাটরা, সিহালী, শিবগঞ্জ, বগুড়া থেকে৷

- ধন্যবাদ পাঠক রাজীব কুমার ও এমএ বারিক৷ অন্যবন্ধুরাও লিখবেন, কেমন?

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ

নির্বাচিত প্রতিবেদন