1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহিংসতা

৩ আগস্ট ২০১২

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে সহিংসতার ঘটনায় গঠিত তদন্ত কমিটি কাল থেকে কাজ শুরু করবে৷ কমিটির প্রধান উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন জানান, ছাত্ররা ধৈর্যের পরিচয় না দেয়ায় তুচ্ছ ঘটনা নিয়ে এত বড় সহিংস ঘটনা ঘটে গেল৷

https://p.dw.com/p/15jTE
ছবি: AP

বাংলাদেশের রাজধানী ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় এখন ফাঁকা৷ ছাত্র-ছাত্রীরা হল ছেড়ে চলে গেছে৷ ক্যাম্পাস থেকে পুলিশও প্রত্যাহার করা হয়েছে৷ সহিংস ঘটনায় মোট ১৬ জন ছাত্রের নাম উল্লেখ করে শাতাধিক শিক্ষার্থীর বিরুদ্ধে ৩টি মামলা করা হয়েছে৷

এদিকে, এই ঘটনায় ছয় সদস্যের তদন্ত কমিটি কাল থেকে তদন্তের কাজ শুরু করবে৷ তদন্ত কমিটির প্রধান জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ফরহাদ হোসেন ডয়চে ভেলেকে জানান, তাঁদের কাজ হলো ঘটনার কারণ অনুসন্ধান, দায়ীদের চিহ্নিত করা এবং তার আলোকে একটি সুপারিশ পেশ করা৷ কমিটিকে ২১ দিনের মধ্যে রিপোর্ট দিতে হবে বলেও জানান তিনি৷

Student protest in BUET
অশান্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ছবি: DW

অধ্যাপক ফরহাদ হোসেন এর আগেও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অন্তত ২০টি তদন্ত কমিটির প্রধান ছিলেন৷ তিনি মনে করেন, তদন্ত কমিটির রিপোর্ট সবার জন্য উন্মুক্ত করা উচিত৷ তিনি জানান, এ পর্যন্ত তাঁকে যতগুলো তদন্ত কমিটির দায়িত্ব দেয়া হয়েছে সবগুলোর রিপোর্টই তিনি পেশ করেছেন৷ রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেয়ার দায়িত্ব কর্তৃপক্ষের৷

শিক্ষকতা এবং অনেকগুলো তদন্ত কমিটির প্রধান হিসেবে দায়িত্ব পালনের অভিজ্ঞতায় তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে ছাত্রদের যেমন দায়িত্বশীল হতে হবে, তেমনি শিক্ষকদের হতে হবে বিবেকবান৷

ফরহাদ হোসেন জানান, বুধবার রাত থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত সহিংস ঘটনায় থানায় যে তিনটি মামলা হয়েছে তা নিয়ে তদন্ত কমিটি কোনো সুপারিশ বা মন্তব্য করবে না৷ কারণ ঐ মামলাগুলো থানা, আদালত এবং যারা মামলা করছেন তাঁদের বিষয়৷ উল্লেখ্য, সহিংস ঘটনার কারণে ২৫শে আগস্ট পর্যন্ত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ করে দেয়া হয়েছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য