1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শাকিরাকে সঙ্গী করে দক্ষিণ আফ্রিকায় জার্মান দল

৭ জুন ২০১০

চতুর্থ শিরোপা জয়ের মিশনে দক্ষিণ আফ্রিকা পৌঁছে গেছে জার্মান ফুটবল দল৷ আগামী রবিবার অস্ট্রেলিয়ার সঙ্গে খেলতে মাঠে নামবে তারা৷ ইওয়াখিম ল্যোভের দল সোমবার জোহানেসবার্গে নামার পর বিকালেই অনুশীলন শুরু করছে৷

https://p.dw.com/p/Nk2G
দক্ষিণ আফ্রিকায় নামছেন জার্মান দলছবি: AP

দক্ষিণ আফ্রিকায় জার্মান দলকে নেওয়ার মধ্য দিয়ে সুপার জাম্বোর ফ্রাঙ্কফুর্ট-জোহান্সবার্গ ফ্লাইট চালু করলো লুফৎহান্সা৷ আর বিমানে ফুটবলারদের সঙ্গী ছিলেন পপ তারকা শাকিরা৷বৃহস্পতিবার বিশ্বকাপের জমকালো উদ্বোধনী অনুষ্ঠানে ‘দিস টাইম ফর আফ্রিকা' গানে মাতাবেন তিনি৷

জোহানেসবার্গ রুটে জার্মানির রাষ্ট্রীয় বিমান সংস্থা লুফৎহান্সার প্রথম ফ্লাইটের যাত্রী হতে পেরে রীতিমতো গর্বিত ল্যোভ৷ তার ভাষায়, ‘এটা জীবনের এক বড় অভিজ্ঞতা৷'

‘আমরা আফ্রিকানদের বোঝাতে চাই, আমরা এখানে আসতে পেরে বেশ খুশি', বলেন ল্যোভ৷

তিন বারের বিশ্বকাপজয়ী জার্মান দল এবার খেলেছে ‘ডি' গ্রুপে৷ গ্রুপ পর্বের বৈতরণী পার হতে তাদের লড়তে হবে অস্ট্রেলিয়া, সার্বিয়া ও ঘানার বিপক্ষে৷

দক্ষিণ আফ্রিকায় জার্মান ফুটবল দল উঠেছে রাজধানী প্রিটোরিয়ায়৷ সেখানে তাদের বিকালের অনুশীলন দেখতে অন্তত ২০ হাজার ফ্যান জড়ো হবে বলে আশা করা হচ্ছে৷

ফিফার বর্তমান ব়্যাংকিংয়ে জার্মানির অবস্থান ষষ্ঠ হলেও ল্যোভের দলটিকে নিয়ে খুব বেশি আশাবাদী হতে পারছে না ফুটবলমোদীরা৷তবে এরপরও আশা দেখছেন গত বিশ্বকাপের কোচ ইয়ুর্গেন ক্লিন্সমান৷

Deutsche Nationalmannschaft Mannschaftsfoto 2. Juni 2010 vor der WM in Südafrika
জার্মান জাতীয় দলছবি: picture-alliance/dpa

তার মতে, ফুটবল বিশ্বে জার্মানি একটি গুরুত্বপূর্ণ দেশ এবং বড় আসরে সব সময়ই শিরোপার দাবিদার৷

‘আমি আশা করছি, দলটি তাদের সামর্থ্য অনুযায়ী খেলতে পারবে৷ তবে এর সঙ্গে ভাগ্যটাও লাগবে', জার্মান ফুটবল ফেডারেশনের ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাতকারে বলেন ১৯৯০ এর বিশ্বকাপজয়ী জার্মান দলের খেলোয়াড় ক্লিন্সমান৷

গত বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জনকারী জার্মান দলের কোচ ছিলেন ক্লিন্সমান৷ বর্তমান কোচ ল্যোভ ছিলেন তার সহকারী৷

ব্রাজিল, স্পেন, ইতালি, ইংল্যান্ড, আর্জেন্টিনা, হল্যান্ড- ক্লিন্সমানের মতে জার্মানির পাশাপাশি এদের যে কারো ঘরে যেতে পারে এবারের শিরোপা৷

এর আগে খেলোয়াড় এবং কোচ হিসেবে বিশ্বকাপে গেলেও এবার ক্লিন্সমানের ভূমিকাটি ভিন্ন৷ বিবিসি, ইএসপিএন ও জার্মান টেলিভিশন আরটিএলের বিশেষজ্ঞ ভাষ্যকার হয়ে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমাচ্ছেন তিনি৷

বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে আগামী বৃহস্পতিবার পর্দা উঠবে মাসব্যাপী বিশ্বকাপের৷ পরদিন মাঠে গড়াবে খেলা৷ খেলবে ৩২টি দেশ, আর তার পানে তাকিয়ে থাকবে গোটা বিশ্ব৷

প্রতিবেদন: মনিরুল ইসলাম

সম্পাদনা: সাগর সরওয়ার