1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শনিবার পালিত হবে আর্থ আওয়ার

২৪ মার্চ ২০১১

আগামী শনিবার এক ঘন্টার জন্য অন্ধকার হয়ে যাবে প্যারিসের আইফেল টাওয়ার, নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং এবং দুবাইয়ের বুর্জ খলিফা৷ আর্থ আওয়ার বা ধরণী ঘন্টা উপলক্ষে বিশ্বের নানা প্রান্তে এক ঘন্টার জন্য নেমে আসবে অন্ধকার৷

https://p.dw.com/p/10gbu
আর্থ আওয়ারের লোগো

জলবায়ু পরিবর্তন মোকাবিলা উপলক্ষে সচেতনতা বাড়াতে ২০০৭ সালে অস্ট্রেলিয়ার সিডনিতে এই আর্থ আওয়ারের শুরু৷ এক ঘন্টার জন্য অপ্রয়োজনীয় আলো বন্ধ করে রাখা হয় এই সময়টিতে৷ জ্বালানি অপচয় রোধ পাশাপাশি পরিবেশ রক্ষায় মানুষকে আরও সংশ্লিষ্ট করতে এই উদ্যোগ নেন কিছু লোক৷ উদ্ভাবনী এই উদ্যোগে বেশ সাড়া মেলে৷ মাত্র তিন বছরের মাথায় এই উদ্যোগে সাড়া দেয় ১২৮টি দেশের সাড়ে চার হাজারেরও বেশি শহর৷ আর্থ আওয়ার উপলক্ষে তারা বন্ধ রাখে তাদের অপ্রয়োজনীয় আলোগুলো৷

Earth Hour / Paris / Klimaschutz
আর্থ আওয়ারে অন্ধকারে ঢেকে যায় আইফেল টাওয়ারছবি: AP

আগামী শনিবার এই বছরের আর্থ আওয়ারেও আগের চেয়ে বেশি সাড়া পড়বে বলে মনে করা হচ্ছে৷ প্রথম আলোটা নিভবে ফিজি থেকে, এরপর নিউজিল্যান্ডের শাথাম আইল্যান্ডে৷ তারপর অস্ট্রেলিয়া থেকে শুরু করে এশিয়া ইউরোপ আফ্রিকা ও অ্যামেরিকার আলোগুলো একে একে নিভবে৷ এক ঘন্টার জন্য অন্ধকার হয়ে যাবে সিডনি অপেরা হাউজ, ইন্দোনেশিয়ার ন্যাশনাল মনুমেন্ট, লন্ডন আই এবং ব্রাজিলে যিশু মূর্তি৷

এই ধরণী ঘন্টার অন্যতম উদ্যোক্তা অ্যান্ডি রিডলে বলেন, আর্থ আওয়ার এখন নববর্ষের মতই৷ তবে এই বছর জাপানের ভূমিকম্প এবং সুনামির কারণে পরিবেশটি একটু ভিন্ন৷ উল্লেখ্য, চলতি বছরটিতে একের পর এক বড় আকারের প্রাকৃতিক দুর্যোগের দেখা পেয়েছে বিশ্ববাসী৷ অস্ট্রেলিয়ার ভয়াবহ বন্যা, নিউজিল্যান্ডে স্মরণকালের ভূমিকম্পের পর জাপানের বিপর্যয় গোটা বিশ্ববাসীকে ভাবিয়ে তুলেছে৷ তাই প্রকৃতিকে বাঁচানোর আহ্বান নিয়ে পালিত আর্থ আওয়ারের সুরটা এবার অনেক বেশি জোরালো৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: জান্নাতুল ফেরদৌস