1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিয়ে দুশ্চিন্তা

২৩ ফেব্রুয়ারি ২০১১

লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের প্রতিবেশী দেশে নিরাপদ আশ্রয়ের ব্যবস্থা করার তাগিদ দিয়েছেন বিশ্লেষকরা৷ তাঁদের মতে, এবিষয়ে যে বিভ্রান্তিকর তথ্য পাওয়া যাচ্ছে, তা পরিষ্কার করতে হবে৷

https://p.dw.com/p/10M7p
উত্তপ্ত লিবিয়াছবি: DW

লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের অবস্থা নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে৷ পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, সেখানে বাংলাদেশি কাউকে জিম্মি করা হয়নি৷ তবে শ্রম এবং কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, ১০০ বাংলাদেশি আটকা পড়েছে৷ এ অবস্থায় সেখানে অবস্থানরত ৪০ হাজার বাংলাদেশির পরিবার দেশে উদ্বেগ ও উৎকণ্ঠায় রয়েছে৷ আন্তর্জাতিক বিষয়ের বিশ্লেষক অধ্যাপক ড. ইমতিয়াজ আহমেদ ডয়চে ভেলেকে বলেছেন, বিষয়টি খুবই স্পর্শকাতর৷ তাই সরকারের উচিত দেশের মানুষকে সঠিক তথ্য জানানো৷ তিনি বলেন, নানা সূত্র থেকে নানা ধরনের খবর পাওয়া যাচ্ছে ৷ তবে পররাষ্ট্র মন্ত্রনালয়ের দায়িত্ব হচ্ছে, এসব তথ্য যাচাই বাছাই করে মানুষকে সঠিক তথ্য জানানো৷ কারণ কোনো ভুল বা অতিরঞ্জিত তথ্য বিপদ ডেকে আনতে পারে৷ তিনি এজন্য পররাষ্ট্র মন্ত্রণালয়ে একটি সেল গঠন করে সার্বক্ষণিক মনিটরিং-এর কথা বলেন৷ সাধারণ মানুষ যাতে চাইলেই সর্বশেষ তথ্য পায়, তার ব্যবস্থা করা প্রয়োজন৷

ড. ইমতিয়াজ বলেন, সরকারের উচিত লিবিয়ায় বসবাসরত বাংলাদেশিদের নিরাপদ আশ্রয়ের ব্যবস্থার চেষ্টা করা৷ যদি তাদের দেশে ফিরিয়ে আনা সম্ভব না হয়, তাহলে বিকল্প ব্যবস্থা করা৷ লিবিয়ার প্রতিবেশী দেশগুলোতে বাংলাদেশি নাগরিকদের স্থানান্তর করা যায় কিনা, তাও ভেবে দেখা দরকার৷

তিনি বলেন, আন্তর্জাতিক এই পরিস্থিতিতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়কে আরো সক্রিয় হতে হবে৷ কারণ যেসব দেশে পরিবর্তনের ঢেউ লাগছে সেখানে বাংলাদেশের নাগরিকরা রয়েছেন৷ তাদের জন্য সরকারের সুনির্দিষ্ট নির্দেশনা থাকা প্রয়োজন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: সঞ্জীব বর্মন