1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লিবিয়া প্রবাসীদের স্বজনদের আহাজারি: অযথা স্থান না বদলাতে আহ্বান শ্রমমন্ত্রীর

২৭ ফেব্রুয়ারি ২০১১

স্বজনদের কান্না আর আহাজারি থামছে না৷ তাদের একটিই দাবি, লিবিয়ায় আটক তাদের আত্মীয় স্বজনকে দ্রুত উদ্ধার করা হোক৷ তারা মোবাইল ফোনে কষ্টের কথা জেনে নিজেদের ধরে রাখতে পারছেন না৷

https://p.dw.com/p/10QIj
লিবিয়া ছাড়তে সীমান্তে অপেক্ষারত বিভিন্ন দেশের শ্রমিকছবি: AP

তাই সংবাদ সম্মেলন, সড়ক অবরোধসহ দেশের বিভিন্ন এলাকায় নানা কর্মসূচির মাধ্যমে সরকারের দৃষ্টি আকর্ষন করছেন৷

আর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশীদের অযথা ভীত হয়ে স্থান পরিবর্তন না করার আহ্বান জানিয়েছেন৷ তিনি বলেছেন তাদের জন্য সরকার সব উদ্যোগ নিচ্ছে৷

চাঁপাই নবাবগঞ্জ, পাবনা আর কিশোর গঞ্জের ঘরে ঘরে এখন কান্না আর আহাজারি৷ লিবিয়ার বিভিন্ন শহর আর প্রত্যন্ত অঞ্চলে আটকে পড়া স্বজনরা টেলিফোনে জানাচ্ছেন তাদের দূরবস্থার কথা৷ ওইসব এলাকার শত শত মানুষ লিবিয়ায় গেছেন ভাগ্যের অন্বেষনে৷ এখন তাদের জীবনই অনিশ্চয়তার মধ্যে৷ লিবিয়ায় আটকে পড়া বাংলাদেশীদের আর্তি বাংলাদেশে তাদের আত্মীয়-স্বজনকে আরো বেশী শোকার্ত করে তুলছে ৷ তাদের একটিই দাবি যেকোনভাবে হোক সরকার যেন তাদের স্বজনদের উদ্ধার করে৷

আজ তারা চাপাই নবাবগঞ্জ প্রেসক্লাবে গিয়ে সাংবাদিকদের কাছে কান্নায় ভেঙে পড়েন৷ মা-বাবা, ভাই-বোন সবারই দাবি একটিই- তাদের স্বজনকে লিবিয়া থেকে ফিরিয়ে আনা হোক৷

এ অবস্থায় আজ মন্ত্রনালয়ে এক বৈঠকের পর শ্রম, কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন জানান, লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের উদ্ধার ও নিরাপত্তার জন্য সব ধরনের ব্যবস্থা নিচ্ছে সরকার ৷ তিনি জানান, বেনগাজীতে বাংলাদেশিরা এখন আর সমস্যায় নেই৷ কারণ ওই এলাকা এখন বিদ্রোহীদের দখলে৷ তারাই বিদেশিদের নিরাপত্তা নিশ্চিত করছে৷ তবে ত্রিপোলীতে সমস্যা আছে৷ কারণ সেখানে লড়াই হচ্ছে৷

খন্দকার মোশাররফ জানান, আজ রেডক্রস, আইওএম এবং ইউএনএইচসিআর প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করে তার মনে হয়েছে লিবিয়ায় অবস্থানরত বাংলাদেশিদের অযথা ভীত হয়ে স্থান পরিবর্তন করা ঠিক হবেনা৷ এতে জটিলতা আরো বাড়বে৷

তিনি জানান, আন্তর্জাতিক সংন্থা এবং কোম্পানির মাধ্যমে বাংলাদেশিদের নিরাপত্তা এবং নিরাপদ স্থানান্তরের কাজ শুরু হয়েছে৷ সবাইকে ধৈর্য ধরতে হবে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: রিয়াজুল ইসলাম