1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লাদেন, ওবামা আর তারেক রহমান

৩ মে ২০১১

দেশের খবর খুব সঙ্গত কারণেই আজ চলে গেছে অন্যান্য পাতায়৷ সব সংবাদপত্রেরই আজ শীর্ষে নিহত লাদেন৷ অর্থপাচার মামলার রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন তারেক রহমান৷

https://p.dw.com/p/117tL
ছবি: AP/APTN

লাদেনের ছবিই আজ ছেয়ে রয়েছে সবসংবাদপত্রের প্রথম পাতায়তেসরা মে ২০১১৷ এই তারিখে বিশ্বের কোন দেশে এমন কোন সংবাদপত্র নেই যাদের প্রথম পাতায় লাদেনের বিভিন্ন বয়সের সেই বিখ্যাত ছবিগুলি ছাপা হয়নি৷ বাংলাদেশের সংবাদপত্র তার বাত্যয় করবে, এটা তো হতে পারে না! তাই ইত্তেফাক থেকে কালের কন্ঠ, বিডিনিউজ, সর্বত্রই আজ লাদেনকে ঘিরেই সব খবর আবর্তিত হচ্ছে৷

কোথায় কী লেখা হল

ইত্তেফাকের প্রথম পাতাতেই লাদেনের ছবিসহ শিরোনাম ‘লাদেন নিহত'৷ তারপরে বলা হচ্ছে, এই গ্রহের সবচেয়ে দামি ‘ফেরারি' আল-কায়েদা শীর্ষনেতা ওসামা বিন লাদেন মার্কিন বিশেষ কমাণ্ডো বাহিনী ‘ইউএস নেভি সিল' -এর হাতে নিহত হয়েছেন৷ বিডিনিউজের শিরোনাম ‘এটা ছিল হত্যার অভিযান'৷ দৈবিক কালের কন্ঠ বলছে, ‘নিহত লাদেন, সাগরে লাশ৷' এরপর একের পর এক প্রতিবেদনে পুরো অভিযানের বর্ণনা পাওয়া যাচ্ছে৷ কেউ বলছে ৪০ কেউবা ৪৫ মিনিটের অভিযান৷ তাছাড়া লাদেনের মৃত্যুর আন্তর্জাতিক প্রতিক্রিয়া তো আছেই৷

‘ওসামার মৃত্যু, ওবামার জয়'

ওসামা বিন লাদেনের মৃত্যু কী ওবামার পথ মসৃণ করে দিল না? আগামী বছরেই মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন৷ ফলে ওবামাকে সেদিকে তাকাতেই হচ্ছে৷ ৯/১১-র ভয়ংকর হত্যালীলার জন্মদাতা ওসামা বিন লাদেনের মৃত্যুর খবরের তাই নিউ ইয়র্ক সহ গোটা যুক্তরাষ্ট্রের উল্লাসের ছবি নিয়ে প্রতিবেদন দেখা গেছে বেশ কয়েকটি সংবাদপত্রে৷ বিশ্লেষণে একথাও বলা হয়েছে, ওবামার জন্য সুখবর এটা আলাদা করে৷

তারেক রহমানের রায় বদলানোর আবেদন

অর্থপাচারের মামলায় সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার আবেদন করেছেন বিএনপি'র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান৷ সোমবার তারেক রহমানের পক্ষে তাঁর আইনজীবী ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন সুপ্রিম কোর্টের সংশ্লিষ্ট শাখায় এই আবেদন দাখিল করেন৷ গত ০৯ ফেব্রুয়ারি সুপ্রিম কোর্টের দেওয়া ওই রায়কে ‘অস্পষ্ট' দাবি করে তা পুনর্বিবেচনার আবেদন করেছিলেন তারেক রহমান৷

গ্রন্থনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: আরাফাতুল ইসলাম