1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

লঙ্কানদের বিরুদ্ধে সিরিজ জয়ের গন্ধ পাচ্ছে ইংল্যান্ড

২০ জুন ২০১১

শ্রীলঙ্কার বিরুদ্ধে ইংল্যান্ডের তৃতীয় টেস্ট বেশ জমে উঠেছে৷ আজ শেষ দিন ইংল্যান্ডের জয় নির্ভর করছে তাদের বোলারদের ওপর৷ অন্যদিকে এই ম্যাচের সঙ্গে সিরিজ পরাজয় এড়াতে হলে লঙ্কানদের দুর্দান্ত কিছু একটা করে দেখাতে হবে৷

https://p.dw.com/p/11fFL
ইংল্যান্ড দলছবি: dapd

এর আগে চতুর্থ দিন আট উইকেটে ৩৭৭ রানে প্রথম ইনিংস ঘোষণা করেন ইংলিশ অধিনায়ক অ্যান্ড্রু স্ট্রাউস৷ লঙ্কানদের প্রথম ইনিংসের ১৮৪ রানের জবাবে এটি বেশ ভালোই বলা চলে৷ ইংল্যান্ডের ইনিংসের কথা বলতে গেলে চলে আসবে আয়ান বেলের কথা৷ এক ডজন বাউন্ডারির সাহায্যে ১১৯ রানের চমৎকার একটি ইনিংস খেলে অপরাজিত ছিলেন এই ডানহাতি ব্যাটসম্যান৷ গত কয়েকদিন ধরে দুর্দান্ত ফর্মে রয়েছেন বেল, রোববারের ব্যাটিং-এও সেই ছাপ ছিল স্পষ্ট৷ উইকেটের চারপাশে স্বচ্ছন্দে রান তুলেছেন তিনি৷ ১৫৯ বলে সেঞ্চুরি পূর্ণ করেন বেল৷ এটা তাঁর ১৪তম টেস্ট সেঞ্চুরি৷ এছাড়া কেভিন পিটারসনের ৮৫ এবং ইয়ন মর্গেনের ৭১ রানের সুবাদে সাড়ে তিনশ' পার করে ইংল্যান্ড৷ চা বিরতির খানিক আগে ইনিংস ঘোষণা করেন অ্যান্ড্রু স্ট্রাউস৷ যে উদ্দেশ্যে ইনিংস ঘোষণা করেন তিনি, সেটি পূরণ হয়েছে বলা চলে৷

Indien Cricket Kumar Sangakara
কুমারা সাঙ্গাকারাছবি: AP

কারণ ব্যাটিং এ নেমে শ্রীলঙ্কা ইতিমধ্যেই তিন উইকেট হারিয়েছে, যার মধ্যে রয়েছেন নির্ভরযোগ্য ব্যাটসম্যান মাহেলা জয়াবর্ধনে৷ ১৯৩ রানে পিছিয়ে থেকে ব্যাট করতে নামে কুমারা সাঙ্গাকারার দল৷ কিন্তু ইংলিশ পেসারদের সামনে তেমন সুবিধা করতে পারছে না তারা৷ তার ওপর দিনের শেষ দিকে জয়াবর্ধনে আউট হওয়াতে পঞ্চম ও শেষ দিনে লঙ্কানদের এখন সবচেয়ে বড় ভরসা অধিনায়ক সাঙ্গাকারা৷ কিন্তু ইংল্যান্ডের বিরুদ্ধে সাঙ্গাকারার রেকর্ড তেমন একটা ভালো নয়৷ তার ওপর শেষ দিন পিচ থেকে পেসাররা বাড়তি সুবিধা পাবেন বলে মনে করা হচ্ছে৷ তাই ম্যাচের ভাগ্য এখন পর্যন্ত স্বাগতিকদের দিকেই ঝুকে আছে৷

উল্লেখ্য, তিন টেস্টের সিরিজের প্রথমটি জিতে সিরিজে এগিয়ে রয়েছে ইংল্যান্ড৷ দ্বিতীয় টেস্ট ম্যাচটি ড্র হয়৷

প্রতিবেদন: রিয়াজুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই