রোহিঙ্গারা তাহলে এবার কোথায় যাবেন ? | পাঠক ভাবনা | DW | 08.02.2017
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রোহিঙ্গারা তাহলে এবার কোথায় যাবেন ?

বাংলাদেশে রোহিঙ্গা মুসলমানদের সমস্যা সমাধান করতে তাঁদের ঠেঙ্গার চরে সরিয়ে নেয়ার পক্ষে মত প্রকাশ করেছেন ডয়চে ভেলের ফেসবুক পাতার অনেক পাঠক৷ তাছাড়া রোহিঙ্গাদের নিয়ে কারো রয়েছে উৎকন্ঠা, ভয় ও চিন্তা৷

ফেসবুক পাতায় নিয়ামুল ইসলাম লিখেছেন, তিনি রোহিঙ্গাদের ঠেঙ্গার চরে সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে সমর্থন করেন৷এ সম্পর্কে তাঁর মন্তব্য,‘‘ রোহিঙ্গাদের এমন জায়গায় স্থানান্তর করা উচিত, যেখান থেকে আইনশৃংখলা বাহিনীর সহায়তা ছাড়া দেশের মেইন ল্যান্ড এ প্রবেশ করতে পারবে না৷''  তাঁর মতে, এই কাজটি আগেই করা উচিত ছিল৷

আর জান মোহাম্মদ বলছেন, জাতিসংঘ এবং মিয়ানমার সরকারের সাথে আলোচনা করে তাঁদের মাতৃভূমিতে ফেরত পাঠানো হোক৷

পাঠক আহমেদও নিয়ামুল ইসলামকে সমর্থন করেন৷ তিনিও মনে করেন রোহিঙ্গাদের আগেই সরিয়ে নেয়া উচিত ছিল, তবে তাঁর মতে, রোহিঙ্গাদের সেখানে স্থানান্তর করার আগে তাঁদের চিকিৎসা, শিক্ষা, বাসস্থান -এর সুবিধা নিশ্চিত করা উচিত৷

পাঠক ইসমাইল মোহাম্মদের এতে কোনো সমস্যা নেই যদি রোহিঙ্গাদের কল্যাণ হয়৷ তবে ‘‘ওদের জন্মভূমি ওদেরকে ফিরিয়ে দেওয়া হোক'' বলে ফেসবুকে মন্তব্য মুক্তুল হোসেনের৷

শহীদুল ইমনও মুক্তুল হোসেনের সাথে পুরোপুরি একমত৷

তবে রোহিঙ্গাদের দুর্গম চরে সরিয়ে নেয়ার সিদ্ধান্তকে কিন্তু হোসেন আহমেদ একদম পছন্দ করছেন না৷ পাঠক নিপা মনির আর মেহেদি হাসানও মনে করেন,রোহিঙ্গাদের তাঁদের দেশে তাদের ফেরত পাঠিয়ে দিলেই সবচেয়ে ভালো হবে৷

সুপ্রিয় রঞ্জন বলছেন, রোহিঙ্গাদের অবশ্যই তাদের নিজ জন্মস্থানে বসবাস করার অধিকার ফিরিয়ে দিতে হবে৷

বিলাল আলি সরকারকে সতর্ক দিয়ে বলেছেন, এই কাজ করতে গিয়ে সরকার যেন কোনো একদিন বিপদে না পড়ে৷

পাঠক মাসুদর ধারণা, রোহিঙ্গাদের কারণে বালাদেশে জঙ্গি তৈরি হচ্ছে৷ তাই তিনি রোহিঙ্গাদের মিয়ানমারে ফেরত পাঠানোর পক্ষে৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: আশীষ চক্রবর্ত্তী

নির্বাচিত প্রতিবেদন