1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেড কার্পেট থেকে কঠিন জীবনে

মিরসাদ কামদজিচ, জোরান আর্বুটিনা / জেডএইচ২ মার্চ ২০১৩

বার্লিন চলচ্চিত্র উৎসবে ‘রৌপ্য ভল্লুক’ জেতেন বসনিয়ার এক গ্রামের গরিব রোমা নাজিফ মুজিচ৷ এরপর আবার তাঁকে ফিরে যেতে হয়েছে কঠিন সেই দিনলিপিতে৷

https://p.dw.com/p/17p8n
Bosnien und Herzegowina, Dorf Poljice, Roma Familie Mujic in Dorf Poljice in Bosnien und Herzegowina. Ihr täglicher Kampf ums Überleben hat Regisseur Danis Tanovic gefilmt und dafür Silber Bär beim Berlinale 2013 bekommen. Nazif Mujic hat auch den Silber Bär als beste Hauptdarsteller bekommen. Autor: Mirsad Camdzic, Februar 2013. zugeliefert von: Svetozar Savić
Das Dorf Poljice in Bosnien und Herzegowinaছবি: DW/M. Camdzic

এইতো মাত্র সেদিন৷ ফেব্রুয়ারির ১৬ তারিখে মুজিচ ছিলেন বার্লিনালের রেড কার্পেটে৷ সবসময় তাঁর সঙ্গে থাকতো একজন নিরাপত্তারক্ষী৷ কিন্তু তার দুই সপ্তাহ পর মুজিচকে এখন আবার সেই আগের জীবনে ফিরে যেতে হয়েছে৷ ভাঙা গাড়ি থেকে লোহালক্কর সংগ্রহ করে সেগুলো বিক্রি করতে হচ্ছে৷ এভাবেই তাঁকে চালাতে হচ্ছে চারজনের সংসার৷

Bosnien und Herzegowina, Dorf Poljice, Roma Familie Mujic in Dorf Poljice in Bosnien und Herzegowina. Ihr täglicher Kampf ums Überleben hat Regisseur Danis Tanovic gefilmt und dafür Silber Bär beim Berlinale 2013 bekommen. Nazif Mujic hat auch den Silber Bär als beste Hauptdarsteller bekommen. Autor: Mirsad Camdzic, Februar 2013. zugeliefert von: Svetozar Savić
বাড়িতে আগতদের হাসিমুখে বিদায় করার পরই মুজিচকে ছুটে যেতে হচ্ছে জীবিকার খোঁজেছবি: DW/M. Camdzic

অবশ্য বার্লিনালেতে পুরস্কার পাওয়ায় মুজিচের জীবনধারায় কিছুটা পরিবর্তনতো এসেছেই৷ প্রায় প্রতিদিনই সারা বিশ্ব থেকে মুজিচের নামে আসছে অভিনন্দন বার্তা৷ আর সংবাদ মাধ্যমের কর্মীরাতো আছেই৷ তবে বাস্তবতা হচ্ছে, তাঁর বাড়িতে আগতদের হাসিমুখে বিদায় করার পরই মুজিচকে ছুটে যেতে হচ্ছে জীবিকার খোঁজে৷

এই হলো গরিব রোমাদের প্রতিদিনের জীবন৷ এই কাহিনি নিয়েই গড়ে উঠেছে ‘অ্যান এপিসোড ইন দ্য লাইফ অফ অ্যান আয়রন পিকার' ছবিটি৷ যেখানে অভিনয় করেছেন মুজিচ আর তাঁর স্ত্রী সেনাদা৷

শুধুমাত্র স্বাস্থ্য বিমা না থাকার কারণে সেনাদাকে জীবনরক্ষাকারী চিকিৎসা দেয়া হয়নি৷ বাস্তব এই কাহিনিটা ২০১১ সালের মাঝামাঝি সময়কার৷ সেসময় সেনাদার গর্ভপাত হলে ভেতরে রক্তপাত শুরু হয়৷ ঐ অবস্থায় তাকে একটি হাসপাতালে নেয়া হয়েছিল৷ কিন্তু বিমা না থাকার কারণে হাসপাতাল কর্তৃপক্ষ সেনাদার চিকিৎসা করেনি৷ পরে তাকে যেতে হয়েছে আরেক হাসপাতালে, যেখানে সেনাদা তাঁর ননদ সেজে চিকিৎসা পান, কারণ তাঁর ননদের স্বাস্থ্য বিমা আছে৷

করুণ এই কাহিনি পরিচালক দানিস তানোভিচকে নাড়া দেয়৷ তাই এর ওপর ভিত্তি করেই ছবিটি তৈরি করেন তিনি৷ আর অভিনেতা, অভিনেত্রী হিসেবে নেন মুজিচ আর সেনাদাকে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য