1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রেইনফরেস্ট ও পরিবেশ রক্ষায় বিশেষ সার্চ ইঞ্জিন

১৪ নভেম্বর ২০১০

আমরা জানি, বিমান, গাড়ি এবং মটর সাইকেল থেকে ক্ষতিকর ধোঁয়া বের হয়ে পরিবেশ দূষিত করছে৷ তবে এখন এটা শুনে আশ্চর্য হওয়ার কিছু নেই যে, কেউ যখন গুগলে গিয়ে খুঁজে ফিরছেন নানা প্রয়োজনীয় তথ্য তখনও ক্ষতি করছেন পরিবেশের৷

https://p.dw.com/p/Q84g
Webseite, Ecosia.org, সার্চ ইঞ্জিন, ইকোসিয়া, হোম, পেইজ, রেইনফরেস্ট, পরিবেশ, Search, Engine, Yahoo, Google, Bing
সার্চ ইঞ্জিন ইকোসিয়া’র হোম পেইজছবি: Screenshot Ecosia.org

তাই এই ক্ষতির হাত থেকে বাঁচার পথ বের করেছে একটি সার্চ ইঞ্জিন৷

লেডি গাগাকে নিয়ে রসালো কোন গল্প কিংবা খুব প্রয়োজনীয় তথ্য, যেমন হয়তো ব্যাঙ্কক যাওয়ার জন্য বিমানের ভ্রমণসূচি খুঁজছেন৷ তথ্য যতোটাই অপ্রয়োজনীয় কিংবা প্রয়োজনীয়ই হোক না কেন, গুগলের কোথাও আপনি ঠিক যতোবার ক্লিক করছেন, ততোটাই বেশি করে পরিবেশের সাথে যোগ হচ্ছে কার্বন-ডাই-অক্সাইড গ্যাস৷ ইন্টারনেট এবং জলবায়ু নিয়ে কর্মরত প্রতিষ্ঠান ‘সিওটু অনলাইন' এর মুখপাত্র সোফি ফ্যাব্রিসিয়াস বলেন, ‘‘কোন তথ্য খোঁজার কাজেও নির্গত হচ্ছে কার্বন-ডাই-অক্সাইড, কারণ সার্চ ইঞ্জিনগুলো চলে বিশালাকারের সার্ভার ব্যবহার করে৷'' আর এই সার্ভারগুলো চলে জীবাশ্ম ভিত্তিক জ্বালানি দিয়ে৷ তাই এক্ষেত্রে ব্যাপক পরিমাণ কার্বন মিশে যায় পরিবেশের সাথে৷

তাই যারা ইন্টারনেটে তথ্য খুঁজতে চান, আবার সাথে সাথে পরিবেশ দূষণের দায়ভারও কমাতে চান তাদের জন্য পন্থা বের করেছে জার্মান সার্চ ইঞ্জিন ‘ইকোসিয়া'৷ গত বছরের ডিসেম্বরে কোপেনহেগেন জলবায়ু সম্মেলন চলার সময়ই চালু করা হয় ইকোসিয়া৷ আর মাত্র এক বছরেই এর ব্যবহারকারীর সংখ্যা দাঁড়িয়েছে প্রতিদিন এক লাখেরও বেশি৷

এই সার্চ ইঞ্জিনের প্রতিষ্ঠাতা ২৬ বছর বয়সি ক্রিস্টিয়ান ক্রোল এটি চালান পরিবেশ বান্ধব জ্বালানি ব্যবহার করে পরিচালিত সার্ভারের মাধ্যমে৷ ইকোসিয়া চালাতে ‘ইয়াহু' এবং ‘বিং' এর প্রযুক্তি কাজে লাগিয়েছেন ক্রোল৷ সার্চ ইঞ্জিনগুলোতে কোন তথ্য খুঁজতে গিয়ে যেসব লিঙ্কস এবং বিজ্ঞাপন স্ক্রিনে আসে, সেগুলোতে ক্লিক করলেই আয় হয় ইয়াহু, বিং এবং ইকোসিয়ার৷

আর ইকোসিয়া তাদের আয়কৃত রাজস্বের ৮০ শতাংশ দান করে পরিবেশ রক্ষায় কর্মরত ‘ওয়ার্ল্ড ওয়াইড ফান্ড ফর নেচার' এবং আমাজন রেইনফরেস্ট রক্ষার তহবিলে৷ ক্রোলের প্রত্যাশা, আমাজন রেইনফরেস্ট যেহেতু সবচেয়ে বেশি পরিমাণ কার্বন শুষে নিয়ে পরিবেশকে বাঁচাচ্ছে, সুতরাং তাদের এই উদ্যোগ সার্চ ইঞ্জিন ব্যবহারে পরিবেশের যে ক্ষতি হচ্ছে তা লাঘবে সহায়ক হবে৷

প্রতিবেদন: হোসাইন আব্দুল হাই

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান