1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘রাষ্ট্রের দায়িত্ব হুমকি দাতাদের আইনের আওতায় আনা'

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৫ জুন ২০১৭

সুপরিচিত মানবাধিকার কর্মী সুলতানা কামালকে হুমকি দাতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান৷ আর সুলতানা কামাল বলেছেন, ‘‘তারা আরো বড় কোনো ক্ষতি করতে পারে৷''

https://p.dw.com/p/2e8s8
ছবি: Getty Images/AFP

টকশো-র একটি বক্তব্যকে কেন্দ্র করে গত ২ জুন সুলতানা কামালকে হুমকি দেন হেফাজতে ইসলাম নেতারা৷ তারা ২৪ ঘন্টার মধ্যে তাঁকে গ্রেপ্তারের দাবি জানিয়ে অন্যথায় হাড়-গোস্ত না রাখার হুমকি দেন৷ 

হেফাজত নেতা মাওলানা জুনায়েদ আল হাবীব দাবি করেন, ‘‘তিনি (সুলতানা কামাল) বলেছেন, ভাস্কর্য  থাকতে না দিলে মসজিদ থাকতে দেওয়া হবে না৷ সুলতানা কামাল রাজপথে নেমে দেখুন, হাড্ডি-গোস্ত রাখা হবে না৷ সুলতানা কামালকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেফতার কর৷ না হয় তাকে তসলিমা নাসরিনের মতো দেশের বাইরে পাঠিয়ে দিন৷ সুলতানা কামালের দেশ বাংলাদেশ নয়৷''

Sultana Kamal - MP3-Stereo

গত সপ্তাহে একটি বেসরকরি টেলিভিশন চ্যানেলে টকশো নিয়েই ঘটনার শুরু৷ সেখানে সুপ্রিমকোর্টের সামনের ভাস্কর্য নিয়ে কথা হচ্ছিল৷ টকশো-তে অন্যান্যের মধ্যে হেফাজতে ইসলামের প্রতিনিধি মুফতি সাখাওয়াত হাসেনও ছিলেন৷ তাঁর সঙ্গেই ভাস্কর্য নিয়ে সুলতানা কামালের কথা হয়

সেদিন টকশো-তে আসলে কী কথা হয়েছিল জানতে চাইলে সুলতানা কামাল ডয়চে ভেলেকে বলেন, ‘‘হেফাজতের প্রতিনিধি বলছিলেন আদালত প্রাঙ্গনে কোনো ধর্মীয় স্থাপনা থাকা ঠিক না৷ যদি ওই মূর্তিটা থাকে সেটাই সাম্প্রদায়িকতা উস্কে দেবে৷ কারণ, আদালত এলাকায় ধর্মীয় স্থাপনা থাকা ঠিক না৷ তখন আমি বললাম যে, আমিও সেটাতে একমত যে, কোনো কর্মক্ষেত্রে, আদালত প্রাঙ্গনে ধর্মীয় স্থাপনা থাকা ঠিক না৷ যদি সেটাই হবে, তবে মসজিদও থাকে না৷ আমার ভাষাটাই ছিল তবে তো মসজিদও থাকে না৷''

তিনি বলেন, ‘‘আমি শুধু আমার জন্য বলছি না৷ এ ধরণের হুমকি দিয়ে যাতে কেউ পার না পায়, সেটা দেখার দায়িত্ব তো রাষ্ট্রের৷ অনেক বিষয় নিয়েই মানুষে মানুষে দ্বিমত থাকতে পারে৷ সেগুলো তো আলাপ-আলোচনা, তর্ক-বিতর্কের মধ্য দিয়েই মানুষ সমাধান করবে৷ মতের মিল হলে মৃত্যুর হুমকি দেয়াকে যদি প্রশ্রয় দেয়া হয়, সেটা তো সমাজের জন্য ভালো না৷''

নিরাপত্তা নিয়ে প্রশ্ন করলে সুলতানা কামাল বলেন,‘‘ডিবি'র লোকজন এসে আমার খোঁজ-খবর নিয়েছে৷ থানা থেকেও পুলিশ যোগাযোগ করেছে৷ সেদিক দিয়ে কোনো অসুবিধা নাই৷ নিরাপত্তাহীনতা কী? যারা এত মিথ্যাচার করে একটা সিচুয়েশন তৈরি করতে পারে, তারা তো আরো অনেক বড় কিছু করতে পারে৷ সয়ং প্রধানমন্ত্রীর কাছেও ভুল তথ্য গেছে এবং তিনিও সেটা বিশ্বাস করেন৷''

DR Mizanur Rahman - MP3-Stereo

মামলা করবেন কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘‘আমরা আলাপ-আলোচনা করছি৷ এখনো কোনো সিদ্ধান্ত নেই নি৷''

এদিকে মানবাধিকার কমিশনের সাবেক চেয়ারম্যান ড. মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেন, ‘‘একটা ন্যূনতম আইন শৃঙ্খলা রক্ষা করা রাষ্ট্রের দায়িত্ব৷ প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব৷ এমনকি কেউ যদি অপরাধও করে থাকে, সেই অপরাধীরও নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব৷ আর এখানে তো সুলতানা কামাল, কোনো অপরাধই করেননি৷ তিনি একটা মন্তব্য করেছেন, যা তাঁর মত প্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত৷ যখন তার বক্তব্যকে বিকৃত করে এই ধরণের হুমকি দেয়া হয়, তা কিন্তু ফৌজদারী অপরাধ৷ সেখানে সুলতানা কামালের পরিপূর্ণ নিরাপত্তা নিশ্চিত করতে রাষ্ট্রকে এগিয়ে আসতে হবে৷ আর যারা হুমকি দিয়েছে, তাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে হবে৷''

তিনি মনে করেন, ‘‘রাষ্ট্রই হুমকিদাতাদের বিরুদ্ধে সরাসরি মামলা করতে পারে৷''

এ বিষয়ে আপনার কোন মতামত থাকলে লিখুন মন্তব্যের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য