1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অচল বুয়েট

১৫ জুলাই ২০১২

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বা বুয়েটের শিক্ষকরা উপাচার্য এবং উপ-উপাচার্যকে অপসারণের দাবিতে স্মারক লিপি দিয়েছেন রাষ্ট্রপতির কাছে৷ আর বুয়েটের উপাচার্য বলেছেন রাষ্ট্রপতি কোন সিদ্ধান্ত দিলে তা তিনি মেনে নেবেন৷

https://p.dw.com/p/15Y2c
ছবি: picture alliance/dpa

অন্যদিকে শিক্ষকদের আন্দোলনের সঙ্গে একাত্মতা প্রকাশকারী ছাত্র এবং কর্মচারীদের হুমকি দেয়া হচ্ছে বলে তারা অভিযোগ করেছেন৷

আন্দোলনের পঞ্চম দিনে আজ বুয়েটের শিক্ষকরা রাষ্ট্রপতি এবং বুয়েটের আচার্য মো. জিল্লুর রহমানের কাছে স্মারক লিপি দিয়েছেন৷ তারা সকালে মৌন মিছিল করে বঙ্গভবনের দিকে রওয়ানা হন৷ পথে পুলিশ তাদের বাধা দেয়৷ এরপর শিক্ষক সমিতির একটি প্রতিনিধি দল বঙ্গভবনে গেলে রাষ্ট্রপতির উপ প্রেস সচিব আবুল কালাম আজাদ রাষ্ট্রপতির পক্ষে শিক্ষকদের স্মারক লিপি গ্রহণ করেন৷ স্মারক লিপি দেয়ার পর শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মজিবুর রহামান জানান, তারা আশা করেন রাষ্ট্রপতি তাদের দাবি মেনে নেবেন৷

আর বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম দাবি করেছেন তাঁর বিরুদ্ধে সব দাবিই বায়বীয়৷ তিনি কোন অন্যায় করেননি৷ তাই পদত্যাগ করবেন না৷ তবে রাষ্ট্রপতি কোন উদ্যোগ নিলে তা তিনি মেনে নেবেন৷

এদিকে বুয়েট ক্যাম্পাসে উপাচার্য এবং উপ-উপাচার্যের অপসারণের দাবিতে অবস্থান কর্মসূচি অব্যাহত আছে৷ কর্মচারীরা অভিযোগ করেন আন্দোলনে অংশ নেয়ায় তাদের হুমকি দেয়া হচ্ছে৷

একই ধরণের অভিযোগ করেন ছাত্ররা৷ তবে তারা কোন হুমকির মুখেই আন্দোলন থেকে পিছু হটবেন না বলে জানান৷ তাদের একটিই দাবি উপচার্য এবং উপ-উপাচার্যের অপসারণ৷

অনিয়ম, দুর্নীতি ও অবৈধ নিয়োগের অভিযোগে বুয়েটের উপাচার্য অধ্যাপক নজরুল ইসলাম এবং উপ-উপাচার্য অধ্যাপক হাবিবুর রহমানের পদত্যাগের দাবিতে চার মাস ধরে আন্দোলন করে আসছেন শিক্ষকরা৷ বুধবার থেকে শুরু হয় অবস্থান কর্মসূচি৷ বুয়েটের উপাচার্যপন্থী শিক্ষক এবং ছাত্ররাও আন্দালনের বিরুদ্ধে মাঠে নামতে পারেন বলে জানা গেছে৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য