1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাষ্ট্রপতির জীবনাবসান

২০ মার্চ ২০১৩

রাষ্ট্রপতি জিল্লুর রহমান আর নেই৷ সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে বুধবার তাঁর মৃত্যু হয়েছে৷ রাষ্ট্রপতির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া৷

https://p.dw.com/p/180iv
ছবি: AFP/Getty Images

তিন বছর দায়িত্বে ছিলেন বাংলাদেশের ১৯তম রাষ্ট্রপতি জিল্লুর রহমান৷ গত ১০ মার্চ তাঁকে সিঙ্গাপুর নিয়ে যাবার পর থেকে সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করছেন স্পিকার আবদুল হামিদ৷ শ্বাসকষ্টে ভুগছিলেন ৮৪ বছর বয়সি প্রবীণ রাজনীতিবিদ জিল্লুর রহমান৷ শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল দ্রুত৷ তাই ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করার পরের দিনই সিঙ্গাপুর নিয়ে যেতে হয় তাঁকে৷

১৯২৯ সালের ৯ মার্চ কিশোরগঞ্জের ভৈরবে জন্ম জিল্লুর রহমানের৷ মুক্তিযুদ্ধে অংশ নিয়েছেন তিনি৷ ছাত্র জীবন থেকেই রাজনীতিতে সক্রিয় এ আওয়ামী লীগ নেতার স্ত্রী আইভি রহমানও ছিলেন নিবেদিতপ্রাণ রাজনীতিবিদ৷ ২০০৪ সালের ২১ অগাস্ট আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলায় মহিলা আওয়ামী লীগের তখনকার সভানেত্রী আইভী রহমান মারা যান৷

কিশোরগঞ্জ আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি জিল্লুর রহমান৷ এর বাইরেও বিভিন্ন সময়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সভাপতিমণ্ডলীর সদস্যসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন তিনি৷ প্রতিকূল সময়েও দলের পাশে থেকেছেন৷ ২০০৭ সালের ১১ জানুয়ারি জরুরি অবস্থা জারির পর শেখ হাসিনাকে গ্রেপ্তার করা হয়৷ তখন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব জিল্লুর রহমানকেই দিয়েছিলেন শেখ হাসিনা৷ ১৯৭৩,১৯৮৬, ১৯৯৬, ২০০১ এবং ২০০৮-এই চারবার জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জের কুলিয়ারচর-ভৈরব আসন থেকে নির্বাচিত হন জিল্লুর রহমান৷ ১৯৭০ সালে পাকিস্তান জাতীয় পরিষদের সদস্যও (এমএনএ) ছিলেন তিনি৷

বিডিনিউজ টোয়েন্টিফোরডটকম/এসিবি/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য