1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানিতে দুজন আটক

১৮ এপ্রিল ২০২৪

রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে জার্মানির পুলিশ দুজনকে আটক করেছে৷ নাশকতা ঘটাতে ঐ দুই জার্মান-রুশ নাগরিক প্রস্তুতি নিচ্ছিলেন বলে অভিযোগ আনা হয়েছে৷

https://p.dw.com/p/4evea
জার্মানির পুলিশ
রাশিয়ার হয়ে গুপ্তচরবৃত্তির সন্দেহে ডিটার এস. ও আলেক্সান্ডার জে. নামের দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জার্মানির পুলিশছবি: Bjoern Trotzki/IMAGO

জার্মানির ফেডারেল প্রোসিকিউটর্স অফিস বৃহস্পতিবার এসব তথ্য দিয়েছে৷

ডিটার এস. ও আলেক্সান্ডার জে. নামের ঐ দুই ব্যক্তি সম্ভাব্য হামলার স্থান নির্দিষ্ট করছিলেন, যার মধ্যে জার্মানিতে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিও রয়েছে বলে জানানো হয়েছে৷

এস. নামের ব্যক্তিটি ২০২৩ সালের অক্টোবর থেকে রাশিয়ার এক গোয়েন্দা এজেন্টের সঙ্গে যোগাযোগ রেখে চলছিলেন৷

জার্মানি ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়ায় এমন হামলার পরিকল্পনা করা হচ্ছিল৷

জার্মানির সামরিক ও শিল্প এলাকায় হামলা চালাতে তার নিজের প্রস্তুত থাকার কথা এস. রুশ ঐ গোয়েন্দা এজেন্টকে জানিয়েছিলেন বলে অভিযোগ রয়েছে৷

নিউজ ম্যাগাজিন ডেয়ার স্পিগেল বলেছে, সম্ভাব্য হামলা স্থানের মধ্যে বাভারিয়া রাজ্যে অবস্থিত গ্রাফেনভ্যোর সেনাঘাঁটিও ছিল, যেখানে ইউক্রেনের সেনারা যুক্তরাষ্ট্রের আব্রামস ট্যাঙ্ক ব্যবহারের প্রশিক্ষণ নেন৷

হামলা স্থানের ছবি ও ভিডিও সংগ্রহ করেছিলেন এস.৷ তিনি ২০১৪ সালের ডিসেম্বর থেকে ২০১৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত ইউক্রেনের পূর্বাঞ্চলের স্বঘোষিত রুশপন্থি ‘দনেৎস্ক পিপলস রিপাবলিক' বা ডিপিআর সংগঠনের সশস্ত্র ইউনিটের সদস্য ছিলেন বলেও অভিযোগ রয়েছে৷

জেডএইচ/কেএম (এএফপি, ডিপিএ)