1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রামপাল বিদ্যুৎ কেন্দ্র

সমীর কুমার দে, ঢাকা ১ মে ২০১৩

বাগেরহাটের রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র নির্মাণ হলে দেশের লাভ না ক্ষতি, সে হিসেব মিলছে না৷ বিশেষজ্ঞদের পাশাপাশি দেশের মানুষও এখন দু’ভাগে বিভক্ত৷

https://p.dw.com/p/18PlL
ছবি: Tony Karumba/AFP/Getty Images

বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেভাবে এটি করতে চাইছে তাতে ধ্বংস হবে সুন্দরবন আর পরিবেশে নামবে বিপর্যয়৷ সঙ্গে আর্থিক ক্ষতি তো আছেই৷

সরকার কিন্তু দিচ্ছে পাল্টা যুক্তি৷ তারা বলছে, বিদ্যুত্‍ দিতে না পারলে সাধারণ মানুষের ধোলাইয়ের পাশাপাশি বিশেষজ্ঞরাও কমে ছাড়েন না৷ বিদ্যুত্‍ কেন্দ্র নির্মাণ করতে গেলে বিশেষজ্ঞদের যত আপত্তি৷ আর বিদ্যুত্‍ কেন্দ্র হলে সুন্দরবন-পরিবেশ – কিছুরই যাতে সমস্যা না হয়, সে দিকে গভীরভাবে নজর রাখা হচ্ছে৷ এই বিতর্কের মধ্যেই সরকার ইতিমধ্যে ভারতের সঙ্গে চুক্তিও করে ফেলেছে৷

রামপালে ১ হাজার ৩২০ মেগাওয়াট উত্‍পাদন ক্ষমতার কয়লা ভিত্তিক বিদ্যুত্‍ কেন্দ্র নির্মাণের জন্য গত ২০ এপ্রিল বাংলাদেশ ও ভারতের মধ্যে তিনটি চুক্তি হয়েছে৷ চুক্তির মধ্যে রয়েছে – যৌথ উদ্যোগ চুক্তি, বাস্তবায়ন চুক্তি ও বিদ্যুত্‍ ক্রয় চুক্তি৷ ২০১১ সালের শুরুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফরের সময় দুই দেশের মধ্যে একটি সমঝোতা স্মারক সই হয়, তাতে দুই দেশের মধ্যে সহযোগিতার ভিত্তিতে বিদ্যুত্‍ উত্‍পাদন এবং সঞ্চালনের বিষয়টি ছিল৷ এরপর রামপালে কয়লাভিত্তিক বিদ্যুত্‍ কেন্দ্র নির্মাণের জন্য ২০১২ সালের শুরুতে ভারতের ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশনের (এনটিপিসি) সঙ্গে চুক্তি করে বাংলাদেশ বিদ্যুত্‍ উন্নয়ন বোর্ড (পিডিবি)৷

Luftverschmutzung in Indien
বিশেষজ্ঞরা বলছেন, সরকার যেভাবে এটি করতে চাইছে তাতে ধ্বংস হবে সুন্দরবন আর পরিবেশে নামবে বিপর্যয়ছবি: DIBYANGSHU SARKAR/AFP/GettyImages

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বিদ্যুত্‍ সচিব মনোয়ার ইসলাম বলেন, ‘‘পরিবেশ দূষণ ও প্রতিবেশ যাতে নষ্ট না হয় সে ব্যাপারে সর্তক থেকেই রামপালে কয়লা ভিত্তিক বিদ্যুত্‍ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয়া হয়েছে৷'' বিদ্যুতের মহাপরিকল্পনা অনুযায়ী, ২০৩০ সালের মধ্যে কয়লা দিয়ে ২০ হাজার মেগাওয়াট বিদ্যুত্‍ উত্‍পাদনের লক্ষ্যমাত্রা রয়েছে৷ তারই বাস্তবায়ন শুরু হয়েছে৷ আর ন্যাশনাল থারমাল পাওয়ার করপোরেশনের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক অরুপ রায় চৌধুরী ওই অনুষ্ঠানে বলেন, এটি ভারতের বাইরে এনটিপিসির সবচেয়ে বড় উদ্যোগ৷ তাই এটি তাদের কাছে খুবই উল্লেখযোগ্য একটি প্রকল্প৷ ২০১৮ সালের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন হবে বলে প্রস্তাবনায় বলা হয়েছে৷ প্রকল্পটি বাস্তবায়নের লক্ষ্যে দুই দেশের প্রতিনিধিদের সমন্বয়ে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি' নামে একটি কোম্পানিও গঠন করা হয়েছে৷

তেল-গ্যাস খনিজ সম্পদ ও বিদ্যুত্‍-বন্দর রক্ষা জাতীয় কমিটির সদস্য সচিব অধ্যাপক আনু মুহাম্মদ ডয়চে ভেলেকে বলেন, রামপালে কয়লা ভিত্তিক তাপ বিদ্যুত্‍ কেন্দ্র নির্মাণ করা হলে ভয়াবহ প্রভাব পড়বে পরিবেশে৷ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ হবে বাংলাদেশকে রক্ষার প্রাকৃতিক বর্ম বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন সুন্দরবণ৷ সুন্দরবন রক্ষার প্রশ্নে কোনো ছাড় দিয়ে রামপালে বিদ্যুত্‍ কেন্দ্র হতে পারে না বলেও দাবি করেন তিনি৷ আনু মুহাম্মদ বলেন, খুলনা ও কৃষি বিশ্ববিদ্যালয়ে পরিবেশবিদরা একটি সমীক্ষা করে দেখিয়েছেন, রামপালে বিদ্যুত্‍ কেন্দ্র হলে সুন্দরবনের কি পরিমাণ ক্ষতি হবে৷ তিনি বলেন, বিশেষজ্ঞরা বলেছেন, সুন্দরবন এলাকার বাতাসে ক্ষতিকারক সালফার ও নাইট্রোজেনের মাত্রা বর্তমানে প্রতি কিউবিক মিটারে ৩০ মাইক্রোগ্রাম রয়েছে৷ বিদ্যুত্‍ কেন্দ্র হলে ঘনত্ব ৫৩.৪ মাইক্রোগ্রামে গিয়ে ঠেকবে৷ এর পরিণতি হিসেবে বিপন্ন হয়ে পড়বে সুন্দরবনের অস্তিত্ব৷ তাই এই বিদ্যুত্‍ কেন্দ্র হলে আমাদের লাভের চেয়ে লোকসানই বেশি হবে৷

বাংলাদেশ পরিবেশ আন্দোলনের অন্যতম নেতা ইকবাল হাবিব ডয়চে ভেলেকে বলেন, পরিবেশের প্রভাব নিরূপনের (ইআইএ) আগেই পুলিশ লেলিয়ে দিয়ে সরকার সাধারণ মানুষের জমি দখল করে নিয়েছে৷ তিনি বলেন, শীতের সময় উল্টোদিকে বাতাস বয়ে যায়৷ তখন সুন্দরবন থেকে মাত্র ১০ কিলোমিটার দূরের এই বিদ্যুত্‍ কেন্দ্রের ছাই ও ধোয়া সুন্দরবনের ব্যাপক ক্ষতি করবে৷ এতে সুন্দরবনে থাকা জীবজন্তুরও ক্ষতি হবে৷ বিদ্যুত্‍ কেন্দ্রটির বিরুদ্ধে একটা রিট রয়েছে উল্লেখ করে তিনি বলেন, রিট থাকা অবস্থায় একের পর এক চুক্তি করে সরকার আইন ভঙ্গ করেছে৷ তাই সবকিছু পলিটিক্যালি বা টেকনিক্যালি না দেখে জনগণের কথাও ভাবা উচিত৷

তবে এসব অভিযোগ উড়িয়ে দিয়ে ‘বাংলাদেশ-ইন্ডিয়া ফ্রেন্ডশিপ পাওয়ার কোম্পানি'-র পরিচালক আবুল কাশেম ডয়চে ভেলেকে বলেন, শুধু বিরোধীতার জন্য বিরোধীতা করলে তো আর হবে না৷ সরকারের বিষয়টিও অন্যদের বিবেচনায় নিতে হবে৷ বিদ্যুত্‍ দিতে না পারায় সাধারণ মানুষ প্রতিনিয়ত সরকারকে ধোলাই করছে৷ আর বিশেষজ্ঞরা তো আছেনই৷ সুন্দরবনের যে ক্ষতির কথা বলা হচ্ছে তা ঠিক নয়৷ কারণ হিসেবে তিনি বলেন, বিদ্যুত্‍ কেন্দ্রটি যেখানে নির্মাণ করা হচ্ছে তা সুন্দরবন থেকে ১৪ কিলোমিটার দূরে৷ আর বিদ্যুত্‍ কেন্দ্রের যে চুল্লি থাকবে তা ২৭৫ মিটার উঁচুতে৷ তার মুখ সুন্দরবনের দিকে নয়, উল্টোদিকে রাখা হবে৷ এত উঁচুতে চুল্লির মুখ থাকায় কোনো ধোয়া বের হলেও তা প্রভাব সুন্দরবনে পড়বে না৷ তিনি বলেন, আমাদের দেশে ২/৩ বার নিম্নচাপ হয়৷ আর এই নিম্নচাপ আসে বঙ্গোপসাগরের দিক থেকে৷ তাই এই নিম্নচাপে ধোয়া হিমালয়ের দিকে চলে যাবে৷ আর এখানে সুপার ক্রিটিক্যাল টেকনোলজি ব্যবহার করা হবে৷ এতে বিদ্যুত্‍ উত্‍পাদনে কয়লা কম লাগবে৷ যাতে পরিবেশের দূষণও কম হবে৷ আর এই টেকনোলজিতে কোনো ধোয়া বের হয় না৷ তাই সুন্দরবনের দিকে ছাই বা ধোয়া যাওয়ার যে অভিযোগ করা হচ্ছে তা ভুল প্রমাণিত হবে৷ তাছাড়া পরিবেশের প্রশ্নে একটি উচ্চ পর্যায়ের যৌথ বিশেষজ্ঞ কমিটি দিয়ে মনিটরিং করা হবে৷

আবুল কাশেম আরো বলেন, ‘‘বর্তমানে দেশে উত্‍পাদিত বিদ্যুতের বড় অংশ আসছে তেলভিত্তিক কেন্দ্র থেকে৷ যার উত্‍পাদন খরচ অপেক্ষাকৃত অনেক বেশি৷ তাই জ্বালানি বহুমুখীকরণের মাধ্যমে দেশে কয়লা ভিত্তিক বিদ্যুত্‍ উত্‍পাদন বাড়ানোর ওপর গুরুত্ব বাড়ছে৷ সেই প্রক্রিয়ার অংশ হিসেবেই ভারতের সঙ্গে এই চুক্তি করা হয়েছে৷ তাই এই চুক্তি বাস্তায়ন হলে আমাদের লাভই বেশি হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য