1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

টেনিস

২৫ ডিসেম্বর ২০১২

রাফায়েল নাদাল টেনিসে ফিরছেন৷ নাদাল ভক্তদের জন্য এটা বড় সুখবর৷ তবে নাদাল কিন্তু ভক্তদের সতর্ক করে দিয়েছেন যে, এই মুহূর্তে কেউ যেন তাঁর কাছ থেকে বেশি প্রত্যাশা না করে৷

https://p.dw.com/p/178qE
ছবি: Reuters

দীর্ঘ ছয় মাস ধরে হাঁটুর ইনজুরির কারণে টেনিস কোর্ট থেকে দূরে রয়েছেন ১১ বারের গ্র্যান্ডস্লাম বিজয়ী এই টেনিস তারকা৷ সেই যে গত উইম্বলডনে প্রায় অপরিচিত লুকাস রোসোলের কাছে হারলেন, তারপর থেকেই নাদালকে আর দেখা যায় নি৷ মাঝে চলে গিয়েছে অলিম্পিক, ইউএস ওপেন আর ডেভিস কাপের ফাইনাল৷

তবে আবার নাদালকে দেখা যাবে আবু ধাবিতে৷ ছয়জন টেনিস খেলোয়াড়কে নিয়ে তিন দিনের মুবাদালা চ্যাম্পিনয়শিপে খেলছেন স্প্যানিশ তারকা৷ এরপর ৩১শে ডিসেম্বর দোহাতে শুরু হচ্ছে এটিপি টুর্নামেন্ট৷ সেখানেও খেলবেন নাদাল৷

খেলার জন্য মুখিয়ে আছেন তিনি, সেটি বেশ স্পষ্ট৷ তবে এখনই কোনো ধরণের বড় সাফল্য আশা করার মতো অবস্থানে নেই তিনি৷ বর্তমানে চার নম্বর ব়্যাংকিং-এ থাকা নাদাল বলেন, ‘‘আবু ধাবি আমার জন্য পরীক্ষা৷ আমরা লক্ষ্য এই সপ্তাহ, দোহা এমনকি অস্ট্রেলিয়ান ওপেনও নয়৷ আমার লক্ষ্য হচ্ছে নিজের ফিটনেস আর সামর্থ্যটা ফিরে পাওয়া৷''

রেকর্ড সংখ্যক সাতবার ফ্রেঞ্চ ওপেন জিতেছেন রাফায়েল নাদাল৷ তাই নিজের প্রিয় কোর্টকেই লক্ষ্য করেছেন বলে জানান তিনি৷ বলেন, ‘‘আমার আসল লক্ষ্য হচ্ছে ইন্ডিয়ান ওয়েল্স আর মায়ামিতে ঠিকঠাকভাবে শুরু করা এবং ক্লে কোর্টের মৌসুমটির আগেই নিজেকে ফিরে পাওয়া৷''

হাঁটুর চোটটা নাদালকে বেশ ভুগিয়ে যাচ্ছে৷ এই চোটে পড়ার আগ পর্যন্ত অপ্রতিরোধ্য বলে মনে হচ্ছিলো তাঁকে৷ রজার ফেডারার, নোভাক জকোভিচ আর অ্যান্ডি মারেকে পেছনে ফেলে তিনিই ছিলেন সবার আগে৷ এবার ফেরার পর কি আর আগের সেই ফর্ম ফিরে পাবেন? সেই সন্দেহ উড়িয়ে দিয়ে ২৬ বছরের নাদাল বলেন, ‘‘আমি খেলাটা ভুলে যাইনি৷ আমি ছয়শ'র বেশি এটিপি ম্যাচ খেলেছি৷ আবার দুই বছর কোনো খেলা ছাড়াই কাটিয়েছি৷ আমার অনুভূতি এখনও ঠিক আছে৷ আমি রোলাঁ গ্যারোতে জিতেছি এবং আমি এখনও সেইরকম রয়ে গেছি৷''

আরআই/ডিজি (এএফপি, এপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য