রমজান নিয়ে ফটো গালারিটি দারুণ! | পাঠক ভাবনা | DW | 12.08.2011
  1. Inhalt
  2. Navigation
  3. Weitere Inhalte
  4. Metanavigation
  5. Suche
  6. Choose from 30 Languages

পাঠক ভাবনা

রমজান নিয়ে ফটো গালারিটি দারুণ!

আপনাদের ওয়েবসাইটের ফটো গালারিটি খুবই ভালো লাগলো, যা রমজানের পবিত্রতা আরো বাড়িয়ে দেয়৷ মন্তব্য শ্রোতাবন্ধু রোকনের৷

আমি ১০৯০ সাল থেকে ডয়চে ভেলের অনুষ্ঠান শুনছি৷ আপনাদের বিশ্বসংবাদ আমার খুবই ভালো লাগে৷ আশাকরি আগামীতেও এই ধারা অব্যাহত থাকবে৷ উত্তরা, ঢাকা থেকে লিখেছেন শ্রোতাবন্ধু ফরিদ উদ্দিন আহমেদ৷

কুষ্টিয়ার নিয়মিত ও দীর্ঘ দিনের শ্রোতাবন্ধু এমএ রশিদ চৌধুরি গুরত্বর অসুস্থ, অপারেশনের জন্য ভারতে যাচ্ছেন৷ আপনারা তাঁর জন্য দোয়া করবেন৷ লিখেছেন কুষ্টিয়ার বন্ধু খালিদ হাসান৷

সিটিজেন জার্নালিজম বা নাগরিক সাংবাদিকতার কথা প্রসঙ্গে বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকম'এর প্রধান সম্পাদক আলমগীর হোসেনের সাক্ষাত্কার বেশ ভালো লাগল৷

‘অনার কিলিং' - নিজ পরিবারের সদস্যদের হাতের খুন হচ্ছে যুবক-যুবতীরা৷ ভারতসহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এমন হত্যাকাণ্ডের খবর শোনা যায়৷ কিন্তু জার্মানিতে ‘অনার কিলিং' সমন্ধে জানতে পারলাম৷ আইন হাতে তুলে নিয়ে এমন ‘অনার কিলিং' কোনো ভাবেই সমর্থন করা যায়না৷

জার্মানিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব নিয়ে পরিবেশনা থেকে জার্মানিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব ও তার বর্তমান পরিস্থতির একটা ধারণা পেলাম৷ জলবায়ু পরিবর্তনের প্রভাব সাড়া বিশ্বের সব দেশেই কম বেশি দেখা যাচ্ছে৷

গানে গানে কবিগুরুকে শ্রদ্ধা জানিয়েছেন লতা, আশা, ঊষাসহ মঙ্গেশকর পরিবার৷ রবীন্দ্রপ্রয়াণ দিবস উপলক্ষ্যে কলকাতায় আসেন লতা মঙ্গেশকরসহ মঙ্গেশকর পরিবারের সদস্যরা৷ আপনাদের মাধ্যমে তাঁদের খবর আমাদের উদ্বুদ্ধ করলো৷ আমরাও আমাদের ক্লাবে পক্ষ থেকে কবিগুরুকে শ্রদ্ধা জানাতে পদসভা ও আলোচনা সভার আয়োজন করি৷ বৃষ্টি পড়লেও অনুষ্ঠান খুবই আকর্ষণীয় হয়েছিল৷ মহ. হাফিজুর রহমান, চুপী, বর্ধমান থেকে জানিয়েছেন৷

নিরাপত্তা জোরদার করা নিয়ে সভ্যতার প্রতিকৃতি লন্ডনে তান্ডবের সংবাদ শুনলাম ডয়চে ভেলে থেকে৷ বর্তমান বিশ্বে যে কোন জায়গায় ঘটনা ঘটতে সময় লাগে না৷ বিশ্বের সকল দেশের উচিৎ নিজ নিজ নিরাপত্তা জোরদার করা৷

সম্প্রতি নরওয়ে ও লন্ডনের তান্ডবের খবর দেখে আমাদেরকে শিক্ষা নিতে হবে৷ জাতিগত সংঘাত যাতে না হয়, সে ব্যাপারে আমাদের সবাইকে সচেষ্ট থাকতে হবে বলে মনে করেন ইন্টারন্যাশনাল রেডিও ক্লাব, চট্টগ্রাম থেকে শ্রোতাবন্ধু অসিত কুমার দাশ মিন্টু৷

প্রাইভেট টিউশন – কতোটা প্রয়োজনীয়? এ সম্পর্কে ডয়চে ভেলের অনুষ্ঠানে শুনলাম এবং তা সঙ্গে ওয়েবসাইটের প্রতিবেদনটি পড়লাম৷ শিক্ষা বর্তমানে শহর কেন্দ্রিক৷ গ্রামের ছাত্র-ছাত্রীরা শহরের ছাত্র-ছাত্রীদের সাথে প্রতিযোগিতায় টিকতে পারছেনা আর টিকতে না পারার অন্যতম কারণ কোচিং বা প্রাইভেট পড়ার সামর্থ গ্রামের ছাত্র-ছাত্রীদের কম৷ কারণ এগুলো করতে হলে বেশ টাকার প্রয়েজন - যা গ্রামের দরিদ্র অভিবাভক যোগান দিতে পারেনা৷ টিউশন বা কোচিং মূলত ব্যবসা এবং খুব ভাল ব্যবসা, যাতে স্বল্প পুজি বিনিয়োগ করে অধিক মুনাফা অর্জন করা যায়৷ এই কারণেই স্কুল কলেজে ক্লাসের সংখ্যা কমে যাচ্ছে৷ ছাত্র-ছাত্রীরা স্কুলের প্রতি মনোযোগ হারিয়ে ফেলছে, শিক্ষকরা ক্লাস ফাঁকি দিয়ে কোচিং বা প্রাইভেট টিউশনের প্রতি বেশি আগ্রহী হচ্ছে৷

তবে আমি মনে করি শিক্ষকদের উচিৎ কোচিং বা টিউশন বন্ধ করে ক্লাসে ছাত্র-ছাত্রীদের উপযুক্ত ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করা৷ আর ছাত্র-ছাত্রীদের উচিৎ নিয়মিত ক্লাস করা এবং শিক্ষককে সহয়তা করা৷ আর সরকারের উচিৎ ‘টাকা যার - শিক্ষা তার' এই নীতি পরিহার করে সকল শিক্ষা প্রতিষ্ঠান রাজনীতি মুক্ত করে সুশিক্ষা নিশ্চিত করা৷ মনে করেন আজমপুর, কুষ্টিয়া থেকে শ্রোতাবন্ধু খালিদ হাসান৷

১১ই আগষ্ট ‘ভারী বর্ষণে জনজীবন বিপর্যস্ত বাংলাদেশ' শীর্ষক কথিকাটি শুনলাম৷ বেশ ভাল লাগলো৷ এছাড়া ‘মুক্ত সাংবাদিকতার পরিধি বাড়ছে' - আলমগীর হোসেনের সাক্ষাৎকার বেশ হৃদয়গ্রাহী ও সময়োপযোগী হয়েছে বলে মনে করি৷ এছাড়া ‘কবি গুরুর প্রতি মুঙ্গেশকর পরিবারের শ্রদ্ধাঞ্জলি' এবং ‘ফুটবল ম্যাচ স্থগিত, ২০১২ অলিমিপক' বিশ্লেষনধর্মী দুটো লেখা আমার বেশ নজর কেড়েছে৷ এজন্য ডয়চে ভেলেকে ধন্যবাদ দিয়েছেন শ্রোতাবন্ধু খোন্দকার রফিকুল ইসলাম, সোর্স অফ নলেজ ক্লাব, শান্তাহার, নওগাঁ থেকে৷

আমি গত কয়েকদিন থেকে অনুষ্ঠান শুনতে পারছিনা কারণ আমার শ্বশুরের স্ট্রোক হওয়ায় আমরা হাসপাতালে৷ তবে সেখান বসেই ওয়েবসাইট দেখছি এবং ই-মেল করছি৷ আমার শ্বশুরের জন্য প্রার্থনা করবেন যেন তিনি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠেন৷ প্রদীপ বসাক, হাট শিমলা, সমূদ্রগড়, বর্ধমান৷

সংকলন: নুরুননাহার সাত্তার

সম্পাদনা: দেবারতি গুহ