1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

রজার ফেদেরারের সহজ জয়

দেবারতি গুহ১ সেপ্টেম্বর ২০০৮

রবিবার ইউএস-ওপেন এর গত চার বারের চ্যাম্পিয়ন রজার ফেদেরার ৬-৩, ৬-৩, ৬-২ গেমে হারিয়ে দিয়েছেন চেক প্রজাতন্ত্রের রাদেক স্তেপানেককে৷ ইউএস-ওপেন এ ফেদেরারের এটা টানা ৩০-তম জয়৷

https://p.dw.com/p/F8ro
রজার ফেদেরার (ফাইল ফটো)ছবি: AP

কিন্তু, কেন জানি ম্যাচে জিতলেও ফেদেরারকে এবার আর ঠিক 'ফেদেরার' বলে মনে হয়নি৷ ভাবতে পারেন এই টুর্নামেন্টে সেই ফেদারের মতো হাল্কা শট নেওয়া ফেদারার ছেষট্টিটা unforced error করেছেন ? শুধু তাই নয়, এবার প্রায় আঠাশটি ব্রেক পয়েন্টের মাত্র এগারোটির সদ্ব্যবহার করতে পেরেছেন তিনি৷ এতো ফেদেরার-সুলভ নয় ! রাফায়েল নাদালের কাছে সদ্য বিশ্ব র‌্যাংকিং-এ শীর্ষস্থান হারানো ফেদেরার তাই জিতলেও, বেশ অনেকটাই ঘাম ঝরাতে হয়েছে তাঁকে৷

এদিকে, মেয়েদের বিভাগে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছেন চার জন৷ তাদের মধ্যে রয়েছেন দ্বিতীয় বাছাই ইয়েলেনা ইয়ানকোভিচ, অলিম্পিক চ্যাম্পিয়ন ও পঞ্চম বাছাই এলেনা দেমেন্তিয়েভা, প্যাটি স্নাইডার ও সিবিল ব্যামার৷