1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌনসঙ্গীর পরিচয় পেলেন না

৬ মে ২০১৭

এক হোটেল তিন রাত একসঙ্গে কাটিয়েছিলেন তারা৷ এরপর আর দেখা হয়নি তাদের৷ তবে হয়েছে একটি ছেলে সন্তান৷ সেই সন্তানের বাবার খোঁজে করা মামলায় হেরেছেন এক জার্মান নারী৷

https://p.dw.com/p/2cRhn
ছবি: picture-alliance/CTK/H. Josef

জার্মান আইনে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা দেয়া গুরুত্বপূর্ণ ব্যাপার৷ অন্যদিকে, জার্মান নারীর শুধু মনে আছে তাঁর তিন রাতের প্রেমিকের নামের প্রথমাংশ, মিশায়েল৷ এমনকি তিনি দেখতে কেমন ছিলেন তার বিস্তারিতও জানাতে পারেননি তিনি৷ তবে আশা ছিল, যে হোটেলে তারা রাত কাটিয়েছিলেন সেই হোটেল কর্তৃপক্ষ হয়ত দিতে পারবে প্রেমিকের খোঁজ৷ কিন্তু দেয়নি৷

আলোচিত নারী, যার পরিচয় প্রকাশ করা যাচ্ছে না গোপনীয়তার কারণে, আদালতে মামলা ঠুকেছিলেন যাতে তাঁর সাত বছর বয়সি ছেলের বাবাকে খুঁজে পেতে হোটেল কর্তৃপক্ষ সহায়তা করে৷ দু'জনের রুম একই ফ্লোরে ছিল বলেও জানিয়েছেন৷ কিন্তু আদালত বলছে, হোটেল কর্তৃপক্ষ সেই ব্যক্তির পরিচয় জানাতে বাধ্য নয়৷

সাত বছর আগে তাদের যৌন মিলনের সময় সেই হোটেলে মিশায়েল নামের চার ব্যক্তি ছিলেন৷ আদালত জানিয়েছে যে, সেই নারী তাঁর প্রেমিকের সম্পর্কে নামের প্রথমাংশ ছাড়া আর কোনো তথ্য জানাতে পারেননি৷ এ রকম পরিস্থিতিতে চার জন মিশায়েলের পরিচয় তাঁর হাতে তুলে দেয়ার সুযোগ নেই, কেননা, জার্মান আইনে এক ব্যক্তি তাঁর যৌন সম্পর্কের বিষয়াদি গোপন রাখতে পারেন৷

তাই ছেলের বাবার পরিচয় জানার আর কোনো উপায় বাকি থাকলো না সেই নারীর সামনে৷ তিনি আসলে চাচ্ছিলেন, প্রেমিক পুরুষটির কাছ থেকে সন্তানের লালনপালনের খরচ আদায় করতে৷ কিন্তু এখন আদালত বাধ সাধায় সে আশার গুঁড়েবালি৷ আর সাত বছর বয়সি ছেলেও বাবার পরিচয়টা জানতে পারছে না আপাতত৷

এআই/এসিবি (এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য