1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন ভিডিও কাল হলো, সংসার ভাঙল প্রভা

২৩ ফেব্রুয়ারি ২০১১

অবশেষে ঘর ভেঙেছে অপূর্ব আর প্রভার৷ বাংলাদেশের একটি সংবাদমাধ্যম জানিয়েছে, দিনকয়েক আগেই চুকে গেছে তাদের সম্পর্ক৷ প্রভাও এই খবরের সত্যতা নিশ্চিত করেছেন৷ কিন্তু প্রশ্ন অন্যত্র৷

https://p.dw.com/p/10M9g
প্রতীকী ছবিছবি: Illuscope

অভিনেতা অপূর্ব'র সঙ্গে মডেল কন্যা প্রভা'র ছাড়াছাড়ি হয়েছে ১১ ফেব্রুয়ারি৷ বার্তা সংস্থা বাংলানিউজ টোয়েন্টিফোর ডটকমকে প্রভা জানিয়েছেন, গত ১১ ফেব্রুয়ারি আমাদের বাসায় দুই পরিবারের উপস্থিতিতে ডিভোর্স হয়েছে৷ জানা যায়, অপূর্বর সঙ্গে প্রভার বিয়ের পর পরই তার একটি যৌন ভিডিও ইন্টারনেটে প্রকাশ পায়৷ সাবেক ছেলেবন্ধু রাজিবের সঙ্গে এই ভিডিও বেশ বিব্রতকর পরিস্থিতিতে ফেলে প্রভাকে৷

প্রযুক্তির কল্যাণে আজকাল অবশ্য তারকাদের সেক্স ভিডিও দুর্লভ কোন বস্তু নয়৷ জনপ্রিয় মার্কিন তারকা কিম কার্ডাশিয়ানের সেক্স ভিডিও নিয়ে তোলপাড় চলছে গত কয়েক বছর ধরে৷ তাতে কার্ডাশিয়ানের জনপ্রিয়তা খুব একটা কমেছে বলে মনে হয় না৷ বরং সেক্স ভিডিও নিয়ে রসালো সব মন্তব্য করেছেন কিম নিজেই, টুইটারে৷ ভিডিওটির প্রকাশকের বিরুদ্ধে মামলা করে পেয়েছেন পঞ্চাশ লাখ মার্কিন ডলার!

বলিউড তারকা ক্যাটরিনা কাইফের ছোট বোনের সেক্স ভিডিও ব্যাপক আলোড়ন ওঠে গত বছর৷ ক্যাটরিনা অবশ্য দাবি করেছিলেন, ভিডিও-র মেয়েটি তাঁর বোন নন, বোনের মত দেখতে৷ ক্যাটরিনা যাই বলুক, নিন্দুকরা কিন্তু বলতে ছাড়েননি মেয়েটা ইসাবেল কাইফ, ক্যাটরিনার ছোট বোন৷

সেক্স ভিডিও নিয়ে এতকথা বলছি, কেননা প্রযুক্তিই এসবকে ছড়াচ্ছে মুহূর্তের মধ্যে৷ আজকাল মুঠোফোনেই মিলছে ভালো মানের ক্যামেরা৷ তার সঙ্গে রয়েছে ইন্টারনেট৷ তাই, যে কোন ভিডিও বা ছবি ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া যায় মুহূর্তের মধ্যেই৷

প্রযুক্তির এই অপব্যবহার রোধে কিন্তু আইনও রয়েছে৷ বাংলাদেশে কয়েক বছর আগেই চালু হয়েছে আইসিটি অ্যাক্ট৷ এই আইনের আওতায় ইন্টারনেটে অশ্লীল কিছু প্রকাশ করলে তার শাস্তি নিশ্চিত করা সম্ভব৷ তবে, এখন পর্যন্ত এই আইনের আওতায় খুব কমই মামলা হয়েছে৷

বলাবাহুল্য প্রযুক্তির এই অপব্যবহার প্রযুক্তির মাধ্যমে প্রতিহত করা একরকম অসম্ভব৷ কেননা, কপি-পেস্টের এই যুগে যেকোন ডিজিটাল কন্টেন্ট মুহূর্তের মধ্যেই কয়েক লাখ কপিতে পরিণত হচ্ছে৷ তাই, ধরে সেগুলো মোছা অসম্ভব৷ তবে, সতর্ক হলে এরকম বিব্রতকর পরিস্থিতি থেকে রেহাই পাওয়া সম্ভব৷ অন্তত বিশেষ মুহূর্তে প্রযুক্তি পণ্যের কাছ থেকে দূরে থাকাই সমাচীন৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: অরুণ শঙ্কর চৌধুরী

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান