1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

যৌন নিপীড়নকারীর সাজা

২৯ জানুয়ারি ২০১৮

কয়েক দশক ধরে দেড় শতাধিক নারী ক্রীড়াবিদ এবং রোগীকে যৌন নিপীড়ন করার অভিযোগে যুক্তরাষ্ট্রের জিমন্যাস্টিকস দলের সাবেক চিকিৎসক ল্যারি নাসারকে ১৭৫ বছরের কারাদণ্ড দেয়া হয়েছে৷ তার রায় ঘোষণার ভিডিওটি এখন ভাইরাল৷

https://p.dw.com/p/2rgOZ
Symbolbild - Sexuelle Missbrauch
ছবি: colourbox/MAXPP

মিশিগানের আদালতে সাতদিনের শুনানিতে ১৫৬ জন অভিযোগকারী সাবেক ক্রীড়া চিকিৎসক ল্যারি নাসারের হাতে নিপীড়নের কথা প্রকাশ করেন৷ মার্কিন ক্রীড়াঙ্গনের ইতিহাসে সবচেয়ে বড় যৌন নিপীড়নের ঘটনা বলা হচ্ছে একে৷ ২৪শে জানুয়ারি মিশিগান অঙ্গরাজ্যের একটি আদালতে এ রায় ঘোষণা করা হয়৷  ৫৪ বছর বয়সি নাসারের বিরুদ্ধে রায় ঘোষণার সময় বিচারক রোজমেরি অ্যাকুইলিনা বলেন, ‘‘আমি এই মাত্র তোমার মৃত্যু পরোয়ানায় সই করলাম৷ তুমি কারাগারের বাইরে হেঁটে বেড়ানোর যোগ্য নও৷''

ল্যারির বিরুদ্ধে রায় ঘোষণার সময় আদালত প্রাঙ্গণে অধিকাংশ ভুক্তভোগী উপস্থিত ছিলেন, যাদের মধ্যে অলিম্পিকে স্বর্ণজয়ী জিমন্যাস্টও রয়েছেন৷ বিচারক অ্যাকুইলিনা রায় ঘোষণার পর ভুক্তভোগীরা উঠে দাঁড়িয়ে করতালির মাধ্যমে রায়কে স্বাগত জানায়৷

‘দ্য রেসপন্স প্রেজেন্টস'-এর ফেসবুক পাতায় আদালতের ভিডিওটি পোস্ট করা হয় একই দিনে৷ এ পর্যন্ত ভিডিওটি দেখা হয়েছে ১ কোটি ৮০ লাখ বার৷ শেয়ার হয়েছে ১ লাখ ৯০ হাজার বার৷ মন্তব্যকারীদের বেশিরভাগই মতামতে জানিয়েছেন, তাকে কী কী ধরনের শাস্তি দেয়া উচিত৷

এপিবি/ডিজি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য